শিরোনাম

প্রকাশিত : ২৪ মে, ২০১৯, ০৭:৫০ সকাল
আপডেট : ২৪ মে, ২০১৯, ০৭:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাণিজ্যচুক্তির অংশ হতে পারে হুয়াওয়ে, বললেন ট্রাম্প

আব্দুর রাজ্জাক : চীনের বৃহত্তম মোবাইল কোম্পানি হুয়াওয়েকে ‘মারাত্মক বিপদজনক’ আখ্যা দেয়ার পরও চলমান বাণিজ্যযুদ্ধ নিরসন আলোচনায় একে অন্তর্ভুক্ত করার আশ্বাস দিলেন ট্রাম্প। পূর্ব নিধারিত ৯০ দিনের সময়সীমার মধ্যে বাণিজ্যচুক্তি না হওয়ায় যুক্তরাষ্ট্র সম্প্রতি চীনের ২০ হাজার কোটি ডলারের পণ্যে ১৫ ভাগ শুল্ক বাড়ালে বেইজিং ও ওয়াশিংটনের বাণিজ্যযুদ্ধ আবারো তীব্র আকার ধারণ করে। বিবিসি, রয়টার্স

ট্রাম্প বৃহস্পতিবার বলেন, হুয়াওয়ে এমন একটি কোম্পানি যা খুবই বিপদজনক। এটি মার্কিন নিরাপত্তা ও সামরিক ক্ষেত্রে মারাত্মক ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে বেইজিংয়ের সঙ্গে যদি বাণিজ্যচুক্তি হয় হুয়াওয়েকেও এর অংশ করা হতে পারে।

ট্রাম্প আরো বলেন, হুয়াওয়ে শুধু চীনের সঙ্গেই প্রতিশ্রুতিবদ্ধ নয় এটি দেশটির ক্ষমতাসীন দল কমিউনিস্ট পার্টির সঙ্গেও অঙ্গীকারাবদ্ধ। এবং একারণেই তারা যুক্তরাষ্ট্র থেকে গোপন তথ্য পাচার করে। তবে বরাবরই মার্কিন সকল অভিযোগ অস্বীকার করে আসছে হুয়াওয়ে।

শিগগিরই বাণিজ্যযুদ্ধের অবসান হওয়ার ভবিষ্যতবাণীও করেন ট্রাম্প। কিন্তু এ মাসের শুরুর দিকে ওয়াশিংটনে মার্কিন ও চীনা কর্মকর্তাদের বৈঠকের পর আর কোনো বাণিজ্য আলোচনার সময়সীমা নির্দিষ্ট করা হয়নি।

উল্লেখ্য, হুয়াওয়ের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ এনে এই কোম্পানিকে গত ১৬ এপ্রিল কালোতালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্র। তবে বিদ্যমান গ্রাহকদের কথা বিবেচনা করে এই নিষেধাজ্ঞা কার্যকর করতে ৯০ দিনের অবকাশ দেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়