ফাতেমা ইসলাম : নতুন ভারতীয় সরকারকে তার প্রথম দিকেই সিনিয়র নিরাপত্তা, প্রতিরক্ষা ও আমলাতান্ত্রিক পদে নিয়োগ চূড়ান্ত করতে হবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এসব পদ শূন্য হয়ে যাবে। সাউথ এশিয়ান মনিটর
নতুন সরকারকে র, ইন্টিলিজেন্স ব্যুরোর (আইবি) প্রধান, ও প্রতিরক্ষা সচিব পদে নিয়োগ দিতে হবে।
এই চারটি পদে থাকা ব্যক্তিদের সবার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। তাদের হয় চাকরির মেয়াদ বাড়ানো হবে বা অবসরে পাঠানো হবে।
সরকারকে ভারতীয় বিমান বাহিনীর প্রধান পদেও নিয়োগ দিতে হবে। এখন সবাই অপেক্ষা করছে, মোদি দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসেন কিনা। এর আগে এই সরকার সিনিয়রকে ডিঙিয়ে অপেক্ষাকৃত জুনিয়রকে সেনা ও নৌবাহিনীর প্রধান পদে নিয়োগ দিয়েছে। বর্তমান বিমানবাহিনী প্রধান বি এস ধানোয়া ৩০ সেপ্টেম্বর অবসরে যাবেন।
বর্তমান মন্ত্রি পরিষদ সচিব পি কে সিনহা ১২ জুন অবসর গ্রহণ করবেন। মোদি সরকার তার চাকরি দুই বছর বাড়িয়েছিলো। সম্পাদনা : কায়কোবাদ মিলন