ইসমাঈল হুসাইন ইমু : মাদারীপুর জেলার মাদারীপুর জেলার রাজৈর থানা এলাকার বাজিতপুর ইউনিয়নের সোহেল হত্যা মামলার আসামী ইউনিয়ন চেয়ারম্যান সিরাজুল ইসলাম ও তার সহযোগিদের গ্রেফতার ও তাদের ফাঁসির দাবি জানিয়েছে স্থানীয়রা। বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাজিতপুর ইউনিয়নের বাসিন্দারা মানব বন্ধন কর্মসূচীতে এ দাবি জানান।
মানব বন্ধনে বক্তারা বলেন, গত ৯ মে প্রকাশ্যে স্থানীয় চেয়ারম্যান সিরাজুল ইসলাম হাওলাদারের সন্ত্রাসীরা মো. সোহেল হাওলাদারকে নৃসংশভাবে কুপিয়ে হত্যা করে। নিহত সোহেল হাওলাদারের বড় ভাই বাবু হাওলাদার বাদী হয়ে রাজৈর থানায় এব্যাপারে চেয়ারম্যানসহ ১০ জনকে আসামী করে মামলা করলেও এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। চেয়ারম্যান সিরাজুলের বিরুদ্ধে রাজৈর থানায় তিনটি হত্যাসহ প্রায় ডজন খানেক মামলা থাকলেও পুলিশের ছত্রছায়ায় থেকে সে ভূমি দখল, নারী নির্যাতন ও হত্যাসহ বিভিন্ন অনৈতিক কাজ করে যাচ্ছে। তার অত্যাচারে এলাকার মানুষ দিশেহারা হয়ে উঠেছে। ১৯৯৩ সালে রাজৈর উপজেলার বাজিতপুর বাজারের হিন্দুদের মন্দির থেকে মূল্যবান কস্টিপাথর চুরি করে এই চেয়ারম্যান সিরাজুল ইসলাম। মন্দিরের মুর্তি চুরি করার ঘটনায় এলাকাসহ সারা দেশে আলোড়ন সৃষ্টি হয়।
মন্দিরের পুরোহিত সূর্বত মজুমদার এব্যাপারে মামলা করলেও পরবর্ততীতে তার বিভিন্ন হুমকি ধামকির ভয়ে মামলা প্রত্যাহার করতে বাধ্য হয়। এলাকাবাসী সিরাজুল ইসলামসহ সকল আসামীদের গ্রেফতার এবং শাস্তির দাবী জানিয়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন।