শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ শিশু হাসপাতালের কার্ডিয়াক আইসিইউতে আগুন, পুড়ে গেছে যন্ত্রপাতি ও বিভিন্ন সামগ্রী 

প্রকাশিত : ২৩ মে, ২০১৯, ০৪:১০ সকাল
আপডেট : ২৩ মে, ২০১৯, ০৪:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকারি চাকুরিতে প্রবেশের আগে ‘ডোপ টেস্ট’ বাধ্যতামূলক

আসাদুজ্জামান সম্রাট : সরকারি চাকরিরত অথবা কেউ সরকারি চাকরিতে যোগদানের আগে ডোপ টেস্টে মাদক গ্রহণের প্রমাণ মিললে তাকে বহিষ্কার বা চাকরিতে না নেওয়ার সুপারিশ করেছে জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটি একই সাথে সব শ্রেণীর মানুষের ডোপ টেস্ট করার ব্যাপারে মন্ত্রণালয়কে পরামর্শ দিয়েছে।
বুধবার জাতীয় সংসদ ভবনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটি মাদকের ব্যাপারে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান আরো জোরদার করার তাগিদ দিয়েছে।

বৈঠক শেষে কমিটি সভাপতি মো. শামসুল হক টুকু বলেন, ডোপ টেস্টের বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা হলো- ডোপ টেস্টে কেউ ধরা পড়লেই আউট। যেখানে প্রয়োজন হবে সেখানেই ডোপ টেস্ট করতে হবে। ডোপ টেস্টে কেউ আউট হলে, সে আউট। চাকরিতে নিয়োগ বা চাকরিরত অবস্থায় ডোপ টেস্টে আউট হলে সবাই সর্তক হবে।

আইনশৃঙ্খলা বিঘ্নকারী যে কোনো সম্ভাব্য অনাকাঙ্খিত ঘটনার তথ্যকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যথাযথভাবে তদারকিরও সুপারিশ করেছে সংসদীয় কমিটি। আলোচনার একপর্যায়ে কমিটির সদস্য পীর ফজলুর রহমান বৈঠকে হেনরী স্বপনের গ্রেফতারের বিষয়টি আলোচনায় আনেন। এ ধরনের ক্ষেত্রে আরো সর্তক থেকে পুলিশকে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয় বৈঠকে। এছাড়া আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে রাস্তায় বা মার্কেটে যেন কোনোভাবেই চাঁদাবাজি না হয় সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তৎপর থাকতে বলা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমনে কঠোর হওয়ার প্রস্তাব করেছে কমিটি। পাশাপাশি পর্নোগ্রাফি বন্ধের জন্যও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

সম্প্রতি রাজশাহীর বনলতা ট্রেনে ঢিল ছোড়ার ঘটনাটি কমিটিতে আলোচনা হয়। রেল পুলিশকে গুরুত্বের সঙ্গে বিষয়টি দেখতে বলা হয়েছে। এসময় কমিটিকে রেল পুলিশ জানায়, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। প্রথম দিকে কিছু ঘটনা ঘটেছে ওই এলাকায় ট্রেন না থামার কারণে, আবার কিছু উৎসুক জনতাও ঢিল মেরেছে। তবে যাই হোক আগামীতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য তারা সতর্ক থাকবে।

কমিটির সভাপতি মো. শামসুল হক টুকুর সভাপতিত্বে কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, মো. হাবিবর রহমান, মো. ফরিদুল হক খান, পীর ফজলুর রহমান এবং ন‚র মোহাম্মদ অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়