শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ২২ মে, ২০১৯, ০৮:১১ সকাল
আপডেট : ২২ মে, ২০১৯, ০৮:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতিসংঘের বিশ্ব অর্থনৈতিক পূর্বাভাসে এবছর প্রবৃদ্ধি হবে ২.৯ শতাংশ

সান্দ্রা নন্দিনী : জাতিসংঘের পক্ষ থেকে মঙ্গলবার বিশ^ অর্থনৈতিক মোট প্রবৃদ্ধি ২০১৯ সালে ২.৭ শতাশে দাঁড়াবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। একইসাথে, ২০২০ সালের পূর্বাভাস অনুযায়ী প্রবৃদ্ধি হবে ২.৯ শতাংশ। যেখানে ২০১৮ সালে এই প্রবৃদ্ধির হার ৩.৬ শতাংশ ছিলো। যদিও গত জানুয়ারিতে আন্তর্জাতিক সংস্থাটি জানিয়েছিলো, তারা আশা করছে ২০১৯ ও ২০২০ দুইবছরেরই প্রবৃদ্ধি ৩.০ শতাংশে পৌঁছাবে। ইয়ন

প্রবৃদ্ধির এই হ্রাসের মূল কারণ হিসেবে বিশ^ব্যাপী বাণিজ্য উত্তেজনা, রাজনৈতিক অস্থিতিশীলতা, জলবায়ু পরিবর্তন এবং উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর অভ্যন্তরীণ ও বাহ্যিক নানাবিধ জটিলতার প্রভাবকেই মনে করা হচ্ছে বলে জানায় জাতিসংঘ।

জাতিসংঘের পূর্বাভাসমতে, ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে ২.৩ শতাংশ যেখানে ইউরোপীয় ইউনিয়নের সামগ্রিক অর্থনীতি ১.৫ শতাংশে সম্প্রসারিত হবে। এছাড়া, জাপান ও রাশিয়ার প্রবৃদ্ধির হার যথাক্রমে ০.৮ ও ১.৪ শতাংশে পৌঁছাবে।

অবশ্য, জাতিসংঘের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, বড় বড় রাষ্ট্রগুলোর পক্ষ থেকে শুল্কারোপ অব্যাহত রেখে বাণিজ্যযুদ্ধ চলমান রাখা হলে ছোট দেশগুলো ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হবে। বিশেষ করে সেই দেশগুলো যাদের রপ্তানি বৃহৎ অর্থনৈতিক রাষ্ট্রগুলোর ওপর নির্ভরশীল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়