শিরোনাম
◈ দুবাইয়ে বিমানের যান্ত্রিক ত্রুটি, আটকা ১৭৮ যাত্রী ◈ প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করতে নিউইয়র্ক পুলিশ প্রস্তুত ◈ আগামী সরকারের মন্ত্রীদের জন্য গাড়ি কেনার অতি আগ্রহের কারণ কী, প্রশ্ন টিআইবির ◈ ১৬ দিনে এলো ২০৪১০ কোটি টাকার প্রবাসী আয় ◈ কিছু মহল এখনো নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে: প্রধান উপদেষ্টা ◈ নির্বাচন পিআর এর মাধ্যমে হবে না, সেটা তো হবে সংবিধান সংশোধনের পরে: নজরুল ইসলাম  খান  ◈ এদেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় অধিকারের প্রতি আমরা শ্রদ্ধাশীল : বিবৃতিতে তারেক রহমান ◈ ভোট দিতে পারবেন না শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা  ◈ নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, চালক নিহত ও আহত ১২ ◈ আনুপাতিক ভোটপদ্ধতি ‘ফ্যাসিবাদের পথ সুগম করবে’: রিজভী

প্রকাশিত : ২২ মে, ২০১৯, ০৮:১১ সকাল
আপডেট : ২২ মে, ২০১৯, ০৮:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতিসংঘের বিশ্ব অর্থনৈতিক পূর্বাভাসে এবছর প্রবৃদ্ধি হবে ২.৯ শতাংশ

সান্দ্রা নন্দিনী : জাতিসংঘের পক্ষ থেকে মঙ্গলবার বিশ^ অর্থনৈতিক মোট প্রবৃদ্ধি ২০১৯ সালে ২.৭ শতাশে দাঁড়াবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। একইসাথে, ২০২০ সালের পূর্বাভাস অনুযায়ী প্রবৃদ্ধি হবে ২.৯ শতাংশ। যেখানে ২০১৮ সালে এই প্রবৃদ্ধির হার ৩.৬ শতাংশ ছিলো। যদিও গত জানুয়ারিতে আন্তর্জাতিক সংস্থাটি জানিয়েছিলো, তারা আশা করছে ২০১৯ ও ২০২০ দুইবছরেরই প্রবৃদ্ধি ৩.০ শতাংশে পৌঁছাবে। ইয়ন

প্রবৃদ্ধির এই হ্রাসের মূল কারণ হিসেবে বিশ^ব্যাপী বাণিজ্য উত্তেজনা, রাজনৈতিক অস্থিতিশীলতা, জলবায়ু পরিবর্তন এবং উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর অভ্যন্তরীণ ও বাহ্যিক নানাবিধ জটিলতার প্রভাবকেই মনে করা হচ্ছে বলে জানায় জাতিসংঘ।

জাতিসংঘের পূর্বাভাসমতে, ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে ২.৩ শতাংশ যেখানে ইউরোপীয় ইউনিয়নের সামগ্রিক অর্থনীতি ১.৫ শতাংশে সম্প্রসারিত হবে। এছাড়া, জাপান ও রাশিয়ার প্রবৃদ্ধির হার যথাক্রমে ০.৮ ও ১.৪ শতাংশে পৌঁছাবে।

অবশ্য, জাতিসংঘের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, বড় বড় রাষ্ট্রগুলোর পক্ষ থেকে শুল্কারোপ অব্যাহত রেখে বাণিজ্যযুদ্ধ চলমান রাখা হলে ছোট দেশগুলো ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হবে। বিশেষ করে সেই দেশগুলো যাদের রপ্তানি বৃহৎ অর্থনৈতিক রাষ্ট্রগুলোর ওপর নির্ভরশীল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়