শিরোনাম
◈ গাজা থেকে সিরিয়া, ইসরায়েলের নানা তৎপরতায় বাড়ছে উত্তেজনা ◈ বি‌শ্বের সব‌চে‌য়ে বয়স্ক রাষ্ট্রপ্রধান,  ৯২ বছরের পল বিয়া আবারও ক্যামেরুনের প্রেসিডেন্ট ◈ আল ই‌তিহা‌দের কা‌ছে হে‌রে  কিংস কাপ থে‌কে রোনাল‌দোর আল নাসরের বিদায় ◈ টি-‌টো‌য়ে‌ন্টি ক্রিকেট, পা‌কিস্তান‌কে ৫৫ রা‌নে হারা‌লো দ‌ক্ষিণ আ‌ফ্রিকা ◈ বিভিন্ন চাপে নির্বাচন কমিশন, সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় ◈ তুরস্কের ১৫২ রেফারি জুয়ার সঙ্গে জড়িত  ◈ ২০২৬ সা‌লের  বিশ্বকাপে খেলবেন লিও‌নেল মেসি! ◈ একসময় জাতির গর্ব, এখন বিতর্কের কেন্দ্রবিন্দু: রাজনীতির খেলায় নিজের ক্যারিয়ার শেষ করলেন সাকিব আল হাসান ◈ যুদ্ধবিরতির পর গাজায় ইসরায়েলের সবচেয়ে বড় হামলা, নিহত অন্তত ২০ ফিলিস্তিনি ◈ অনুমতি ছাড়াই সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করার ক্ষমতা পাচ্ছে দুদক

প্রকাশিত : ২১ মে, ২০১৯, ০৯:১৪ সকাল
আপডেট : ২১ মে, ২০১৯, ০৯:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেন্সরে যাচ্ছে ‘প্রেম চোর’, ঈদে আসতে পারে প্রেক্ষাগৃহে

মহিব আল হাসান : গুণী নির্মাতা উত্তম আকাশ চলতি বছরের ফেব্রæয়ারিতে নতুন নায়ক-নায়িকা নিয়ে শুরু করেছিলেন ‘প্রেম চোর’ শিরোনামের ছবিটি। সম্প্রতি ছবিটির শুটিং শেষ করে মুক্তির অপেক্ষায় আছে। ঈদকে টার্গেট করে আজ সেন্সরবোর্ডে জমা পড়বে ছবিটি। সেন্সর অনুমতি মিললেই এবারের ঈদের ছবির তাদিলকায় যোগ হতে পারে বলে জানিয়েছেন নির্মাতা।

এ প্রসঙ্গে উত্তম আকাশ বলেন, আজ ছবিটি সেন্সরবোর্ডে জমা দেব। আশাকরি ছবিটি আনকার্ট সেন্সর পাবে। সেন্সর পেলে ছবিটি ঈদে মুক্তির জন্য প্রস্তুতি নেব। যদিও খুব স্বল্প সময় আছে এখন তারপরও মুক্তির জন্য চেষ্টা করবো। শাকিব অভিনীত ‘নোলক’ ছবিটির মুক্তি নিয়ে সংশয় দেখা দিয়েছে। যদি ছবিটি মুক্তি স্থগিত হয়, তবে অব্যশই ‘প্রেম চোর’ সিনেমাটি ঈদে প্রেক্ষাগৃহে দর্শক দেখতে পারবে।

‘প্রেম চোর’ সিনেমায় অভিনয় করেছেন শান্ত খান ও ভারতীয় পাঞ্জাবি বংশোদ্ভ‚ত অভিনেত্রী নেহা আমানদীপ। ছবিটি প্রযোজনা করেছে শাপলা মিডিয়া। প্রতিষ্ঠানটির কর্ণধার সেলিম খানের ছেলে শান্ত খান। এ ছবি দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু শান্ত খানের। নতুন নায়ককে নিয়ে নির্মাতা বলেন, নতুন হলেও বেশ ভালো অভিনয় করেছে। যেমনটি চেয়েছিলাম তার চেয়ে ভালো অভিনয় করেছে। আশাকরি দর্শকরা পছন্দ করবেন ছবিটি।

‘প্রেম চোর’ ছবিতে শান্ত-নেহা ছাড়াও আরও অভিনয় করেছেন কলকাতার রজতাভ দত্ত, সুপ্রিয় দত্ত প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়