শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ২১ মে, ২০১৯, ০৪:১৬ সকাল
আপডেট : ২১ মে, ২০১৯, ০৪:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ ও আফগানিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় পাকিস্তান

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের আগে বাজে ফর্মে আছে পাকিস্তান দল। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫-০ তে সিরিজ হারার পর ইংল্যান্ডের মাঠেও ৪-০ তে সিরিজ হেরেছে পকিস্তান দল। তবে দলের এমন পারফরমেন্সে ব্যাটিং কিংবা বোলিং নয়, মাঠের বাজে ফিল্ডিং নিয়ে চিন্তিত কোচ মিকি আর্থার। কিছু ম্যাচে জয়ের খুব কাছে যেয়েও হারতে হয়েছে তাদের। দলটির কোচের মতে, ফিল্ডিংয়ে আরেকটু ভালো করতে পারলে ম্যাচের ফলাফল ভিন্ন হতে পারতো। বাংলাদেশ ও আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ভালো করে আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে চান তিনি।

সদ্য শেষ হওয়া ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার সিরিজে দুই দলই ম্যাচে রান বন্যা বহিয়েছে। তবে শেষ পর্যন্ত জয়টা পেয়েছে ইংল্যান্ড। পাকিস্তানের কোচের মতে ফিল্ডিংয়ে ভালো করায় ম্যাচগুলো স্বাগতিকিদের পক্ষে গিয়েছে। ইংল্যান্ডে ম্যাচ চারটিতে পাকিস্তান যথাক্রমে ৩৬১, ৩৫৮, ৩৪০ ও ২৯৭ রান সংগ্রহ করে।

আর্থার বলেন, ‘আমাদের ফিল্ডিং খুব হতাশাজনক ছিল। মূলত এটাই দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দিয়েছে। আপনি যদি সাউদাম্পটন ও নটিংহ্যামে ম্যাচ দুইটি লক্ষ্য করেন তো দেখবেন, শেষ ওভারে ম্যাচ দুইটি যেকোনো দলের পক্ষে যেতে পারতো। এখানেও ফিল্ডিংই আমাদের পিছিয়ে দিয়েছিল। এটাই (বাজে ফিল্ডিং) আমার চিন্তার মূল কারণ।’

তবে দলের ব্যাটিং নিয়ে সন্তুষ্ট আর্থার বলেন, ‘সবাই বলে আমরা সচরাচর ২৮০ রান করার মতো দল। এটা আমাদের ব্যাটিং ইউনিটকে বড় আত্মবিশ্বাস যোগায়। আমি এই বিষয়টাতে খুবই ইতিবাচক।’

বিশ্বকাপের মঞ্চে খেলার আগে ২৪ মে আফগানিস্তান ও ২৬ মে বাংলাদেশের বিপক্ষে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। আর্থার চোখ রাখছেন এই দুইটি ম্যাচেই। প্রস্তুতি ম্যাচ দুইটিতে ভালো ফিল্ডিং করে আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপে যেতে চান তিনি।

এই বিষয়ে আর্থারের ভাষ্য, ‘নিজেদেরকে পুনরায় সুগঠিত করার জন্য আমরা সামনে আর দুইটি দিন পাচ্ছি। দুইটি প্রস্তুতি ম্যাচ আছে, তারপরে আমরা মূল আসরে যাব। আমি ছেলেদের নিয়ে খুবই আশাবাদী। আমাদের কিছু কিছু জায়গায় বেশ উন্নতির দরকার। আশা করি, সময়মতো সব অনূকুলে চলে আসবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়