শিরোনাম
◈ যারা চাপে পড়বেন নতুন বেতন কাঠামো বাস্তবায়ন হলে ◈ প্রার্থীদের ঋণতথ্য যাচাইয়ে ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক ◈ জাকির নায়েকের বাংলাদেশে আসা নিয়ে যা বললেন ধর্ম উপদেষ্টা (ভিডিও) ◈ সাংবাদিককে কনুই মারলেন বিএনপি নেতা সালাম, ভিডিও ভাইরাল ◈ বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা ইস্যুতে যে পদক্ষেপ নিল ভারতীয় দূতাবাস ◈ গণভোটের বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে সোমবার! ◈ দুর্দান্ত ব‌্যা‌টিং‌য়ে অঙ্কনের শতক, ঘুরে দাঁড়ালো ঢাকা বিভাগ  ◈ ৯১ সালে জামায়াত সমর্থন না দিলে বিএনপি এ পর্যায়ে আসতো না: তাহের ◈ ঐকমত্য কমিশনের সুপারিশ নিয়ে বিএনপি কী কিছুটা বেকায়দায় পড়েছে ◈ সংসদ নির্বাচনের পর ফেব্রুয়ারিতেই একুশে বইমেলা আয়োজনের সিদ্ধান্ত

প্রকাশিত : ২১ মে, ২০১৯, ০৪:১১ সকাল
আপডেট : ২১ মে, ২০১৯, ০৪:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিজিবি’র পোশাক পরে ৫০টি স্মার্টফোন ছিনতাই

নিউজ ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার একটি শোরুম থেকে ৫০টি স্মার্টফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে বিজিবি’র পোশাক পরা তিন যুবকের বিরুদ্ধে। সোমবার (২০ মে) দুপুরে উপজেলার কানসাট গোপালনগর মোড়ের কে এস টেলিকমের শোরুমে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। বাংলা ট্রিবিউন

শোরুমের মালিক কবিরুল ইসলাম জানান, সোমবার দুপুরে একটি মোটরসাইকেলে করে বিজিবি’র পোশাক পরা তিনি ব্যক্তি তার দোকানের সামনে নামে। এরপর তারা দ্রুত দোকানে ঢুকে মোবাইলগুলো একের পর এক নিতে থাকে। এসময় প্রতিবাদ করলে তারা আটক করে নিয়ে যাওয়ার হুমকি দেয়। এসময় দোকানের কর্মচারী রুবেল প্রতিবাদ করলে ওই তিন যুবক তাকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং ৫০টি স্মার্ট মোবাইল ফোন নিয়ে দ্রুত কেটে পড়ে।

ওই শোরুমের সিসি টিভির ফুটেজে বিজিবি’র পোশাক পরা তিনজনকে দোকানের ভেতরের শোকেস থেকে মোবাইল ফোনগুলো নামাতে দেখা যায়।
এ ঘটনায় সোমবার সন্ধ্যায় শিবগঞ্জ থানায় একটি জিডি করেন ওই শোরুমের মালিক কবিরুল ইসলাম। শিবগঞ্জ থানার ওসি শিকদার মো. মশিউর রহমান জানান, এ ঘটনায় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ সরোয়ার বলেন, ‘এ ঘটনায় তদন্ত করা হচ্ছে। ঘটনায় জড়িত বিজিবি সদস্যদের ৫৩-ব্যাটালিয়ন সদরে তলব করা হয়েছে। দোষী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়