শিরোনাম
◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস ◈ শাপলা প্রতীক নিয়ে রাজনীতিতে নতুন বিতর্ক!

প্রকাশিত : ২১ মে, ২০১৯, ০৬:০০ সকাল
আপডেট : ২১ মে, ২০১৯, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একদিন ছোট বোনের ক্লাসে পেছনের বেঞ্চে বসে লেকচার শোনার সুযোগ হবে…

সৈয়দ ফয়েজ আহমেদ : জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী হওয়াতে অনুভব করি যে সমাজের তথাকথিত ‘সুস্থ’ সংখ্যাগরিষ্ঠরা এই ব্যাপারে কি রকম নিষ্ঠুর হন। আমি বেশিরভাগ সময়ই এসব উড়িয়ে দিতে পারি, অনেকে পারে না। তবে ধর্মীয়ভাবে সংখ্যালঘু (অনেকের কাছে শব্দটা, প্রতিবন্ধী শব্দটার মতো আপত্তিকর, তবুও ব্যবহার করলাম) হওয়াটা কি রকম জঘন্য অভিজ্ঞতা দিতে পারে সেইটা অনুভব করতে না পারলেও টের পেলেই ভয়াবহ লাগে। এর ফলে দুনিয়ার যে কোনো ধর্মীয় বা জাতিগত সংখ্যালঘু মানুষের প্রতি আলাদা একটা দরদ কাজ করে।

অনেক সময় উনারা ভুল রাজনীতি কিংবা ভুল দর্শনের চর্চা করলেও সেটাকে যথাসম্ভব এড়িয়ে যেতে চাই। কিন্তু এই নিয়ে যখন কাছের লোকজন আক্রান্ত হয়, তখন চুপ করে থাকা যায় না। আমার ছোট বোন সোনম সাহা ভীষণ রকম কষ্ট পেয়ে একটা স্ট্যাটাস দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক, কেবলমাত্র ওর ধর্মীয় পরিচয়ের কারণে বেনামী ছাত্রের কাছ থেকে হুমকি পেয়েছে। সোনম এটাকে উড়িয়ে দিতে চাইলেও আমি ওর নিরাপত্তার দাবি জানাই। নিজের বেলায় যতোই ভাবলেশহীন থাকি, আপনজনের বেলায় সেটা থাকার সুযোগ নেই।

আমার প্রয়াত বন্ধু মলয় বলতো, বন্ধু, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমাকে কেউ মারতে আসলে আগে আমাকে পার হয়ে যাইতে হবে। সোনমকে সেই কথা আমি জোর দিয়ে বলতে পারি না, আমার অতোটা আত্মবিশ্বাস নেই, বড়জোড় ফেসবুকে দুইটা লাইন লিখতে পারি। আর পারি সতর্ক থাকার উপদেশ দিতে। আগের দিনের মতো আইবিএ ক্যান্টিন গিয়ে পেট ভরে ভাত খাবো আর ছোট বোন সেটা তৃপ্তি নিয়ে দেখবে সেই দিন হয়তো নেই। তবে এখনও আশা করি, আরেকটু পড়াশোনা করে কোনো একদিন ছোট বোনের ক্লাসে পেছনের বেঞ্চে বসে লেকচার শোনার সুযোগ হবে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়