শেখ নাঈমা জাবীন : একটি যাত্রীবোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছে ২৯ জন। ঘটনাটি ঘটেছে, নেপালের ধাদিং জেলায়। যুগশঙ্খ
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নেপালের ধাদিং জেলায় একটি যাত্রীবোঝাই বাস কাকারভিতটা থেকে কাঠমান্ডু-র উদ্দেশ্যে রওনা হয়। পৃথিবী হাইওয়েতে হঠাৎ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রোববার বানচেতার কাছে নদীতে পড়ে যায়। ঘটনায় আহত ৩৫। আহতদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ৫ জনকে মৃত বলে ঘোষণা করে।
মৃত ৫ জন হলো, বিশাল গিরি, সীতা থাপালিয়া, রাজকুমার সুবেদি। সম্পাদনা : কায়কোবাদ মিলন