শিরোনাম
◈ বাংলাদেশ না খেললে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তানও! ◈ আবারও অচল দেশের একমাত্র কয়লাভিত্তিক বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্র ◈ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী আজ ◈ তারেক রহমানের চলন্ত গাড়িতে খাম লাগিয়ে বাইকারের পলায়ন, কি বার্তা ছিল খামে? (ভিডিও) ◈ লেভেল প্লেয়িং ফিল্ড ভেঙে পড়ার শঙ্কা, প্রশাসনের ভূমিকা নিয়ে জামায়াতের অভিযোগ ◈ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: নাহিদ ইসলাম, নাসীরুদ্দীন পাটওয়ারী ও মুস্তাফিজুর রহমানকে শোকজ ◈ নির্বাচনে এনসিপি অংশ নেবে কিনা পুনর্বিবেচনার সময় এসেছে : আসিফ মাহমুদ (ভিডিও) ◈ যে যাই বলুক, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন: ড. ইউনূস ◈ আপিল শুনানিতে কোনো পক্ষপাত করা হয়নি: সিইসি ◈ ইসি থেকে সুখবর পেলেন বিএনপির আবদুল আউয়াল মিন্টু

প্রকাশিত : ২০ মে, ২০১৯, ০৩:২৫ রাত
আপডেট : ২০ মে, ২০১৯, ০৩:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এইবারের সঙ্গে ড্র করে মৌসুম শেষ করলো চ্যাম্পিয়ন বার্সা

স্পোর্টস ডেস্ক: তিন ম্যাচ হাতে রেখেই লা লিগার শিরোপা নিশ্চিত করেছিলো বার্সেলোনা। তবে মৌসুমের শেষ ম্যাচটা সুখকর হলো না লিওনেল মেসির। জোড়া গোল করেও এইবারের সঙ্গে ২-২ গোলো মৌসুম শেষ করেছে এরনেস্তো ভালভেরদের দল।

ম্যাচের ২০তম মিনিটে নিজেদের ভুলে গোল খেয়ে বসে বার্সা। বাঁ দিক থেকে উড়ে আসা বল ঠেকাতে গিয়ে ডি-বক্সে পড়ে যান জেরার্দ পিকে। সেই সুযোগে এইবারের ফরোয়ার্ড সের্হি এনরিচ ছোট করে বাড়ান বাঁ দিকে। কোনাকুনি শট নেন মার্ক কুকুরেইয়া। বল গোলরক্ষক ইয়াসপের সিলেসেনের আয়ত্তে¡র মধ্যেই ছিল; কিন্তু তার হাতের নিচের দিকে লেগে বল জালে জড়ায়।

পাল্টা জবাব দিতে দেরি করেনি চ্যাম্পিয়নরা। খানিক পর দুই মিনিটের মধ্যে দুবার জালে বল পাঠিয়ে দলকে এগিয়ে দেন মেসি। ৩১তম মিনিটে গোছানো এক আক্রমণে আর্তুরো ভিদালের দারুণ পাস ধরে দুরূহ কোণ থেকে সমতা ফেরান মেসি। পরের মিনিটে নিজেদের অর্ধ থেকে ইভান রাকিতিচের বাড়ানো বল ধরে অনেকটা এগিয়ে ডি-বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন আর্জেন্টাইন তারকা। চলতি লিগে সর্বোচ্চ গোলদাতার এটি ৩৬তম গোল।

সিলেসেনের আরেকটি ভুলে বিরতির ঠিক আগে আবারও গোল হজম করে বার্সা। আক্রমণ ঠেকাতে ডি-বক্সের বাইরে বেরিয়ে এসে হেড করেন ডাচ গোলরক্ষক। আলগা বল পেয়ে জোরালো হাফ-ভলি করেন আর্জেন্টাইন মিডফিল্ডার পাবলো দে ব্লাসিস। নিজের জায়গায় ফিরে তা ঠেকানোর সময় পাননি সিলেসেন।

দ্বিতীয়ার্ধে দু’দলের কেউই আর গোলের দেখা পায়নি। ফলে ড্র করেই মাঠ ছাড়ে কাতালান ক্লাবটি।

চলতি আসরে বার্সা এটি নবম ড্র; হেরেছে তিনটি ম্যাচে। ৮৭ পয়েন্ট নিয়ে এবারের লিগ শেষ করল টানা দ্বিতীয়বার ও মোট ২৬তম শিরোপা জেতা বার্সা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়