শিরোনাম
◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি ◈ গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিলেন: ভোলায় নাহিদ ইসলাম  ◈ গৌরনদীতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বদলি আদেশ ঘিরে অবরোধ দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩

প্রকাশিত : ১৬ মে, ২০১৯, ০৩:৩৪ রাত
আপডেট : ১৬ মে, ২০১৯, ০৩:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০ বছরের মধ্যেই ভেঙে যেতে পারে ইইউ জোট, জরিপ

আব্দুর রাজ্জাক : এক প্রজন্মের মধ্যেই ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) জোট ভেঙে যেতে পারে বলে অর্ধেকেরও বেশি ইউরোপীয় মনে করেন। এই জোটের সাধারণ নির্বাচনের মাত্র সপ্তাহ খানেক আগে চালানো এক জরিপে এই তথ্য উঠে এসেছে। ইতোমধ্যেই এই জোট থেকে বের হয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করেছে ব্রিটেন। গার্ডিয়ান

সম্প্রতি ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম, ইতালি, নেদারল্যান্ডস, অস্ট্রিয়া, শ্লোভেকিয়া, রোমানিয়া, গ্রিস, চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড এর অধিকাংশ নাগরিকের ওপর জরিপ চালানো হয়। এতে আগামী ১০ থেকে ২০ বছরের মধ্যে ইইউ জোটের ভাঙনের বাস্তবসম্মত সম্ভাবনার চিত্র উঠে এসেছে। অধিকাংশ নাগরিকই এমন আশঙ্কা করেন।

ভাঙনের সম্ভাবনা যারা দেখছেন তাদের অধিকাংশই ফরাসী। ইইউ’র আগামী সপ্তাহের নির্বাচনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর দলও দেশটির ইইউ জোট বিরোধী দল ন্যাশনাল র‌্যালি (আরএন) এর নেতা ম্যারিন লা পেনের আদর্শই অনুসরণ করছে।

ইইউ’র বিদেশি সম্পর্ক বিষয় থিঙ্কট্যাঙ্ক (ইসিএফআর) অনুমোদিত জরিপের তথ্য মতে ৫৮ ভাগ ফরাসিই মনে করেন ২০ বছরের মধ্যেই জোট ভেঙে যেতে পারে। এমনকি শ্লোভেকিয়ার অন্তত ৬৬ ভাগ নাগরিকও তাই মনে করেন।

ইইউ জোট প্রায় ৭০ বছর ফ্রান্স, জার্মানি, ইতালি, বেলজিয়াম, নেদারল্যান্ডস ও লুক্সেমবার্গকে তাদের মধ্যে যেকোনো দ্বন্দ্বে জড়ানো থেকে রক্ষা করেছে। কিন্তু ‘ইউগোভ’ পরিচালিত অনলাইন ভোটে দেখা যায়, প্রতি ১০ জনের ৩ জন মনে করেন এই দেশগুলোর মধ্যে একটি সংঘর্ষের সম্ভাবনা ছিলো।

ফ্রান্স ও পোল্যান্ডেরও অন্তত এক তৃতীয়াংশ ভোটারই মনে করেন যে, তাদের মধ্যে একটি যুদ্ধ অবশ্যম্ভাবী। এমনকি ইইউ এর আসন্ন নির্বাচনেও কট্টরপন্থীরাই জয়ী হতে পারেন বলে জরিপে অংশ নেয়া নাগরিকরা মনে করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়