শিরোনাম
◈ গণভোট আগে না হলে ফেব্রুয়ারির নির্বাচন গ্রহণযোগ্য হবে না: তাহের ◈ শেখ হাসিনার বিরুদ্ধে যুক্তিতর্ক শেষ, রায়ের দিন ধার্য হবে কাল ◈ তত্ত্বাবধায়ক সরকার ফিরলে সংসদের ক্ষমতাকে খর্ব করবে কিনা, প্রশ্ন প্রধান বিচারপতির ◈ সচল ১৬ স্থলবন্দরে ১ কোটি ৫২ লাখ টন পণ্য আমদানি, ৮ বন্দর নিষ্ক্রিয় ◈ ধর্ষকের সঙ্গে ধর্ষণের শিকার নারীর বিয়ে বন্ধ চেয়ে হাইকোর্টে রিট ◈ ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে উৎসবমুখর, জার্মান রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা ◈ ১২ নির্দেশনা মানতে হবে সেন্টমার্টিন দ্বীপে যেতে  ◈ সরকারের দলীয় উপদেষ্টা ও প্রশাসনের ব্যক্তিদের বদলাতে হবে: আনিসুল ইসলাম মাহমুদ ◈ এএফ‌সি কা‌পের বাছাই‌য়ে ভারতের বিরু‌দ্ধে খেলার আ‌গে আফগানিস্তানের স‌ঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ ◈ ট্রফির দরকার হ‌লে পু‌রো দল দুবাই এসে নিয়ে যাও, ভারতের মেইলের জবাবে এ‌সি‌সি প্রধান মহ‌সিন নাকভি

প্রকাশিত : ১৬ মে, ২০১৯, ০৩:৩৪ রাত
আপডেট : ১৬ মে, ২০১৯, ০৩:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০ বছরের মধ্যেই ভেঙে যেতে পারে ইইউ জোট, জরিপ

আব্দুর রাজ্জাক : এক প্রজন্মের মধ্যেই ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) জোট ভেঙে যেতে পারে বলে অর্ধেকেরও বেশি ইউরোপীয় মনে করেন। এই জোটের সাধারণ নির্বাচনের মাত্র সপ্তাহ খানেক আগে চালানো এক জরিপে এই তথ্য উঠে এসেছে। ইতোমধ্যেই এই জোট থেকে বের হয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করেছে ব্রিটেন। গার্ডিয়ান

সম্প্রতি ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম, ইতালি, নেদারল্যান্ডস, অস্ট্রিয়া, শ্লোভেকিয়া, রোমানিয়া, গ্রিস, চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড এর অধিকাংশ নাগরিকের ওপর জরিপ চালানো হয়। এতে আগামী ১০ থেকে ২০ বছরের মধ্যে ইইউ জোটের ভাঙনের বাস্তবসম্মত সম্ভাবনার চিত্র উঠে এসেছে। অধিকাংশ নাগরিকই এমন আশঙ্কা করেন।

ভাঙনের সম্ভাবনা যারা দেখছেন তাদের অধিকাংশই ফরাসী। ইইউ’র আগামী সপ্তাহের নির্বাচনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর দলও দেশটির ইইউ জোট বিরোধী দল ন্যাশনাল র‌্যালি (আরএন) এর নেতা ম্যারিন লা পেনের আদর্শই অনুসরণ করছে।

ইইউ’র বিদেশি সম্পর্ক বিষয় থিঙ্কট্যাঙ্ক (ইসিএফআর) অনুমোদিত জরিপের তথ্য মতে ৫৮ ভাগ ফরাসিই মনে করেন ২০ বছরের মধ্যেই জোট ভেঙে যেতে পারে। এমনকি শ্লোভেকিয়ার অন্তত ৬৬ ভাগ নাগরিকও তাই মনে করেন।

ইইউ জোট প্রায় ৭০ বছর ফ্রান্স, জার্মানি, ইতালি, বেলজিয়াম, নেদারল্যান্ডস ও লুক্সেমবার্গকে তাদের মধ্যে যেকোনো দ্বন্দ্বে জড়ানো থেকে রক্ষা করেছে। কিন্তু ‘ইউগোভ’ পরিচালিত অনলাইন ভোটে দেখা যায়, প্রতি ১০ জনের ৩ জন মনে করেন এই দেশগুলোর মধ্যে একটি সংঘর্ষের সম্ভাবনা ছিলো।

ফ্রান্স ও পোল্যান্ডেরও অন্তত এক তৃতীয়াংশ ভোটারই মনে করেন যে, তাদের মধ্যে একটি যুদ্ধ অবশ্যম্ভাবী। এমনকি ইইউ এর আসন্ন নির্বাচনেও কট্টরপন্থীরাই জয়ী হতে পারেন বলে জরিপে অংশ নেয়া নাগরিকরা মনে করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়