শিরোনাম
◈ হায়দার আকবর খান রনো মারা গেছেন ◈ ডোনাল্ড লু’র ছয়দিনের সফর শুরু, ভারত ও শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশ আসছেন ১৪ মে ◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ আওয়ামী লীগ মাঠে না থাকলে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে: ওবায়দুল কাদের ◈ অ্যাস্ট্রাজেনেকার টিকা শেষ, এখন চলবে ফাইজার: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৫ মে, ২০১৯, ০৬:২১ সকাল
আপডেট : ১৫ মে, ২০১৯, ০৬:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জোন্সের বিশ্বকাপে ফেভারিট দল ইংল্যান্ড ও ভারত

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ড বিশ্বকাপের পর্দা উঠতে আর বেশি দিন বাকি নেই। কার ঘরে উঠতে পারে ১২তম ওয়ানডে আসরের এই শিরোপা তা নিয়ে ক্রিকেট বিশ্লেষকরা যে যার মতো করে জানিয়ে দিছেন তাদের ফেভারিট দল গুলো। নতুন করে ফেভারিট দলের কথা জানিয়েছেন অস্ট্রেলিয়ান সাবেক ক্রিকেটার ডিন জোন্স। অবাক করার বিষয় তার দেশকে ফেভারিট মানছেন না। তার মতে ফেভারিট দল স্বাগতিক দল ইংল্যান্ড ও ভারত।

বিশ্বকাপে ইংল্যান্ডকে কঠিন প্রতিপক্ষ হিসেবে দেখছেন এই সাবেক স্টাইলিশ ব্যাটসম্যান। ভারতও নিজেদের সামর্থ্য দেখিয়ে শিরোপা জিতে পারে বলে বিশ্বাস জোন্সের। তার মতে, ‘আমি আশা করছি ইংল্যান্ড ভালো করবে, আমার চোখে ফেভারিট তারাই। তারা খুবই কঠিন প্রতিপক্ষ। ভারতও এই জায়গায় উঠে আসতে পারে এবং চমক দেখাতে পারে। অস্ট্রেলিয়াও ভালো করতে পারে, তবে আমার চোখে দুই ফেভারিট ভারত ও ইংল্যান্ড।’

দ্বাদশ এই ওয়ানডে বিশ্বকাপের আসরে অংশ নিচ্ছে মোট দশটি দল। প্রতিটি দলই প্রত্যেকের মুখোমুখি হবে। পয়েন্ট টেবিলের শীর্ষ চারটি দল উঠবে সেমি ফাইনালে।

সেমিতে না উঠলেও প্রতিটি দল ৯টি করে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। লিগ পর্বের ফরম্যাটটিকে পছন্দ করলেও, নক আউটের ফরম্যাটটিকে কোনো ভাবেই মেনে নিতে পারছেন না জোন্স।

তার মতে লিগ পর্বে কোনো দল সব ম্যাচে জিতে নক আউটে জায়গা করে নিলেও, সেমিফাইনালে গিয়ে কোনো ভাবে হেরে গেলে তাদের আর কোনো সুযোগ থাকবে না। এর উদাহরণ দিতে গিয়ে ভারতের নাম নিয়েছেন সাবেক এই অজি ব্যাটসম্যান।

তিনি বলেন, ‘বেশ কয়েকটি কারণে এই ফরম্যাটটি আমার পছন্দের। এর মধ্যে একটি হলো, প্রত্যেকেই প্রত্যেকের বিপক্ষে খেলবে। কেউ কারোর মুখোমুখি হওয়া থেকে বাঁচতে পারবে না। তবে ফাইনাল পর্বের (নক আউট) ফরম্যাটটি আমার পছন্দ হয়নি। আমি বলতে চাই যদি ঘটনাক্রমে ভারত ৯টি ম্যাচেই জিতে এবং নক আউটে ডাকওয়ার্থ লুইস পদ্ধতির পরিস্থিতিতে পরে এবং তারা ব্যর্থ হয়। সেমিফাইনালে কোনো দল যদি হেরে যায় তবে তাদের জন্য, আইসিসি কোনো দ্বিতীয় সুযোগের ব্যবস্থা রাখেনি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়