শিরোনাম
◈ বুধবার থেকে টানা ৪ দিনের ছুটি শুরু ◈ নারী বিশ্বকাপ আজ শুরু, কোনো ম্যাচ না জিতলেও ৩ কো‌টি ৩ লাখ টাকা পাবে বাংলাদেশ ◈ জাতিসংঘে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের সম্মেলন আজ, ৭৫টি দেশ ও সংস্থার প্রতিনিধি অংশ নিবে ◈ পুলিশের কাজে গতি বাড়াতে নির্মাণ হচ্ছে থানা-ফাঁড়ি  ◈ আগামী বছর জানুয়া‌রি‌তে সৌদি আর‌বে হ‌বে স্প্যানিশ সুপার কাপ ◈ খাগড়াছড়ির সহিংসতায় সাজেক পর্যটকশূন্য: পূজার ছুটির বুকিং বাতিল, লোকসানে রিসোর্ট মালিকরা ◈ গাজায় শান্তি ফেরাতে ট্রাম্পের ২০ দফা পরিকল্পনা, হামাসের জন্য সাধারণ ক্ষমা ◈ দোহা হামলার দায় স্বীকার করে কাতারের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু ◈ বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে পূর্ণ সমর্থনের অঙ্গীকার করেছেন জাতিসংঘ মহাসচিব ◈ গাজা যুদ্ধের ইতি? ট্রাম্পের প্রস্তাবকে সমর্থন করলেন নেতানিয়াহু

প্রকাশিত : ১৫ মে, ২০১৯, ০৪:৪৯ সকাল
আপডেট : ১৫ মে, ২০১৯, ০৪:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দায়িত্ব অবহেলার জবাব দিতে দুই সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা হাইকোর্টে

মারুফুল আলম/ হ্যাপী আক্তার : ঢাকা মহানগরীর বায়ুদূষণ রোধে উচ্চ আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে সকাল-বিকেল রাস্তায় সঠিকভাবে পানি ছিটানো হচ্ছে কি না তার ব্যাখ্যা দিতে ঢাকা উত্তর ও দক্ষিণ দুই সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী হাইকোর্টে - যমুনা টিভি/নিউজ ২৪

আজ বুধবার (১৫ মে) হাইকোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান এবং বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চে উপস্থিত হয়ে এ বিষয়ে তাদের ব্যাখ্যা দেয়ার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।

এর আগে গত ৫ মে ঢাকা মহানগরীর বায়ুদূষণ রোধে উচ্চ আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে সকাল-বিকেল পানি ছিটানোর সঠিক তথ্য প্রতিবেদনে ব্যাখ্যা না করায় ঢাকার দুই সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহীকে তলব করে আদেশ দেন হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ। আজ নির্ধারিত দিনে হাইকোর্টে হাজির হয়ে এ বিষয়ে তাদের ব্যাখ্যা দিতে হবে।

প্রসঙ্গত, ঢাকার বায়ুদূষণ নিয়ে গত ২১ জানুয়ারি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে গত ২৭ জানুয়ারি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট করেন অ্যাডভোকেট মনজিল মোনসেদ। পরদিন রিটের শুনানি নিয়ে রাজধানীর বায়ুদূষণ বন্ধে রুল জারি করেন হাইকোর্ট। রুল জারির পাশাপাশি বায়ুদূষণ রোধে ব্যবস্থা গ্রহণ করতে অন্তর্বর্তীকালীন আদেশও দেন।

এছাড়া পরিবেশ অধিদফতরের মহাপরিচালক ও ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তাকে এই আদেশ পালন করে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়, যার ধারাবাহিকতায় মামলাটি পুনরায় শুনানিকালে রাজধানী ঢাকার বায়ুদূষণ রোধে প্রয়োজনীয় পদক্ষেপ না নেয়ায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন আদালত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়