শিরোনাম

প্রকাশিত : ১৫ মে, ২০১৯, ০২:৪১ রাত
আপডেট : ১৫ মে, ২০১৯, ০২:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বড়লেখায় এজলাসের গোপনে ভিডিও ধারণ করায় বাদীর হাজতবাস

স্বপন দেব, মৌলভীবাজার প্রতিনিধি : বড়লেখায় আদালতের অনুমতি ছাড়া সাক্ষ্যগ্রহণকালে অবৈধভাবে ভিডিও ধারণ করার অপরাধে ৪ ঘন্টা হাজতবাস করতে হয়েছে এক বাদীকে। মঙ্গলবার( ১৪ মে) বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অ্যাসিস্টান্ট পাবলিক প্রসিকিউটর গোপাল চন্দ্র দত্ত। তিনি জানান, গত রোববার বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এজলাসে এই ঘটনাটি ঘটেছে। ভিডিও ধারণ করা বাদীর নাম জসিম উদ্দিন। তিনি উপজেলার পূর্ব হাতলিয়া গ্রামের মৃত ইছবর আলীর ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, জি-আর ১১৬/১৮ মামলার সাক্ষী গ্রহণকালে আদালতের অনুমতি ছাড়াই অবৈধভাবে গোপনে ভিডিও ধারণ করছিলেন ওই মামলার বাদী জসিম উদ্দিন। ভিডিও ধারণের এই দৃশ্যটি আদালত পুলিশের চোঁখে ধরা পড়ে। দায়িত্বরত পুলিশ বিষয়টি আদালতকে জানালে জ্যেষ্ঠ বিচারিক হাকিম হরিদাস কুমার বাদীকে আদালতের হাজতে নেয়ার নির্দেশ দেন। বিনা অনুমতিতে আদালতে ভিডিও ধারণ দন্ডনীয় অপরাধ। অবশেষে ৪ ঘন্টা হাজত বাসের পর মুচলেখায় ছাড়া পান বাদী জসিম উদ্দিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়