শিরোনাম
◈ হায়দার আকবর খান রনো মারা গেছেন ◈ ডোনাল্ড লু’র ছয়দিনের সফর শুরু, ভারত ও শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশ আসছেন ১৪ মে ◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ আওয়ামী লীগ মাঠে না থাকলে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে: ওবায়দুল কাদের ◈ অ্যাস্ট্রাজেনেকার টিকা শেষ, এখন চলবে ফাইজার: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৪ মে, ২০১৯, ১১:২০ দুপুর
আপডেট : ১৪ মে, ২০১৯, ১১:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জয় দিয়ে ক্লে-কোর্ট অভিযান শুরু করলেন সেরেনা

স্পোর্টস ডেস্ক : একতরফা জয় দিয়ে ক্লে-কোর্ট অভিযান শুরু করলেন সেরেনা উইলিয়ামস৷ ইতালিয়ান ওপেনের প্রথম রাউন্ডে পরিচিত ছন্দে ধরা দেন ২৩টি গ্র্যান্ড স্ল্যামজয়ী সেরেনা৷ সুইডিশ কোয়ালিফায়ার রেবেকা পিটারসনকে একেবারে উড়িয়ে দেন মার্কিন তারকা৷

গত মার্চে মায়ামি ওপেনে পিটারসনকে হারাতে তিন সেটের লড়াই চালাতে হয়েছিল সেরেনাকে৷ ইতালিয়ান ওপেনে ৬-৪, ৬-২ স্ট্রেট সেটে রেবেকাকে বিধ্বস্ত করেন উইলিয়ামস৷ যদিও ম্যাচের শুরুটা মনে রাখের মতো হয়নি সেরেনার৷ একসময় ১-৩ গেমে প্রথম সেটে পিছিয়ে ছিলেন তিনি৷ তার পর অবশ্য ছন্দ ফিরে রান তিনি৷ প্রথম সেটে আর একটি মাত্র গেম জেতার সুযোগ দেন প্রতিপক্ষকে৷ দ্বিতীয় সেটে রেবেকা কার্যত কোনও রকম প্রতিরোধ গড়তেই পারেননি৷

গত মার্চে মায়ামি ওপেনের তৃতীয় রাউন্ডের আগে হাঁটুর চোটের জন্য সরে দাঁড়ান সেরেনা৷ সেই থেকে আর কোর্টে নামেননি তিনি৷ ২০১৬ সালে শেষবার রোমে খেলতে নেমেছিলেন উইলিয়ামস৷ সেবার কেরিয়ারের চতুর্থ ইতালিয়ান ওপেনের খেতাব জিতেছিলেন তিনি৷

চলতি মৌসুমে ক্লে কোর্টে প্রথম জয়ের পর সেরেনা বলেন, ‘বেশ কিছুদিন পর আবার খেলতে নামলাম৷ এবছর খুব বেশি ম্যাচ খেলিনি৷ ইচ্ছা করে নয়, চোটের জন্যই কোর্ট থেকে সরে থাকতে হয়েছে৷ আমি যে কোনওভাবে রোমে খেলতে মরিয়া ছিলাম৷ ভালো লাগছে এখানে ফিরতে পেরে৷ আশা করি বাকি টুর্নামেন্টে এই ছন্দ ধরে রাখতে পারব৷’

সেরেনা অতি সহজেই প্রথম রাউন্ডের বাধা টকপালেও বোন ভেনাসকে এলিস মার্টেন্সের প্রতিরোধ ভাঙতে হয় তিন সেটের লড়াইয়ে৷ শেষমেশ ৭-৫, ৩-৬, ৭-৬ (৭/৪) সেটে প্রথম রাউন্ডের গণ্ডি টপকে যান সিনিয়র উইলিয়ামস৷ গার্ডিয়ান

  • সর্বশেষ
  • জনপ্রিয়