শিরোনাম
◈ হায়দার আকবর খান রনো মারা গেছেন ◈ ডোনাল্ড লু’র ছয়দিনের সফর শুরু, ভারত ও শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশ আসছেন ১৪ মে ◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ আওয়ামী লীগ মাঠে না থাকলে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে: ওবায়দুল কাদের ◈ অ্যাস্ট্রাজেনেকার টিকা শেষ, এখন চলবে ফাইজার: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১২ মে, ২০১৯, ০৬:৫৮ সকাল
আপডেট : ১২ মে, ২০১৯, ০৬:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘বাংলাদেশ, তোমাদের ক্রিকেট ইতিহাস নিয়ে লেখা বইয়ে সাকিব-তামিমের পাশাপাশি জাহানারার জন্য একটু জায়গা রেখো’

স্পোর্টস ডেস্ক: বিসিসিআই আয়োজিত ওমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ লিগে বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার ডাক পাওয়া পেয়েছেন জাহানারা আলম। গতকাল ফাইনাল ম্যাচে জাহানারা দেখালেন নিজের ঝলক। সুপারনোভাসের মুখোমুখি হয়েছিল তার দল ভেলোসিটি। ৬ উইকেটে ১২১ রান তুলেছিল জাহানারার দল। তাড়া করতে নামা সুপারনোভাসের কঠিন পরীক্ষাই নিয়েছেন বাংলাদেশের এ পেসার। ৪ ওভারে মাত্র ২১ রানে নিয়েছেন ২ উইকেট। এর মধ্যে প্রথম ৩ ওভারে দিয়েছেন মাত্র ৮ রান!

ভেলোসিটি শেষ পর্যন্ত জিততে পারেনি। কিন্তু জাহানারা ছড়িয়েছেন পেস বোলিংয়ের সৌরভ। বিশেষ করে কিউই ব্যাটার সোফি ডিভাইনকে করা বোল্ড আউটটি দিয়ে। সামাজিক যোগাযোগমাধ্যম এই আউটের ভিডিও রীতিমতো ভাইরাল। অনেকেরই প্রশ্ন, মেয়েদের টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে এটি সেরা আউট কি না! অফ সাইডে খেলার চেষ্টা করেছিলেন ডিভাইন। কিন্তু জাহানারার কবজির কাছে হার মানতে হয়েছে। বলটা পরে সোজা ভেতরে ঢুকে স্টাম্প উপড়ে দেয়। দল না জেতায় শেষ পর্যন্ত তার এ হাসি থাকেনি। তবে ভারতের অনেক ক্রিকেটপ্রেমীর মন-ই জিতে নিয়েছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দেশের হয়ে প্রথম ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়া জাহানারা।

ভিনদেশী ক্রিকেট বিশ্লেষক থেকে শুরু করে ক্রিকেট ফ্যানদেরও মন জয় করেছেন এই পেসার। সম্প্রতি ইএসপিএনের প্রতিবেদক অন্বেষা ঘোষের জাহানারা আলমকে নিয়ে টুইট করেন, ‘বাংলাদেশ, তোমাদের ক্রিকেট ইতিহাস নিয়ে লেখা বইয়ে সাকিব-তামিমের পাশাপাশি দয়া করে জাহানারা আলমের জন্যও একটু জায়গা রেখো।’ যদিও ভারতে মেয়েদের উইমেন্স টি-টোয়েন্টি লিগে খেলার সুযোগ পাওয়ার পর এই টুইট করেছিলেন অন্বেষা।

https://twitter.com/ghosh_annesha/status/1126060126098477056

  • সর্বশেষ
  • জনপ্রিয়