শিরোনাম
◈ বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ◈ নির্বাচনে জাপা ও এনডিএফ প্রার্থীদের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল ◈ সশস্ত্র বাহিনীসহ ১৬ সংস্থার সঙ্গে বৈঠক ইসির ◈ ইরানে বিক্ষোভে রক্তপাত বাড়ছে, হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ ‘সোমালিল্যান্ড’ ইস্যুতে ইসরায়েলের পদক্ষেপ প্রত্যাখ্যানের আহ্বান, ওআইসিতে বাংলাদেশের অবস্থান স্পষ্ট ◈ বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মির গুলি, কিশোরী নিহত ◈ নির্বাচনের তফসিলের পরও বাড়ছে খুন-সন্ত্রাস: আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগে দেশ ◈ ইংল‌্যান্ড দ‌লের ক্রিকেটাররা মদ্যপান করে না, একটু আধটু বিয়ার খায়!‌ ক্রিকেটারদের সাফাই গাই‌লেন কোচ ম্যাকালাম ◈ ভোটের মাঠে নেই নিবন্ধিত ৮ দল, বর্জনে কি অর্জন তাদের? ◈ ফুটবল বিশ্বকাপের আগে ১,২৪৮ জন খে‌লোয়াড়‌কে ডি‌জিটাল স্ক্যান! আসতে চলেছে ফিফার নতুন নিয়ম 

প্রকাশিত : ০৫ মে, ২০১৯, ১০:০১ দুপুর
আপডেট : ০৫ মে, ২০১৯, ১০:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে এই প্রথম চালু হচ্ছে তৃতীয় লিঙ্গের নারীদের হোটেল

আব্দুর রাজ্জাক : ভারতের কেরালায় তৃতীয় লিঙ্গের ৬ নারীর সমন্বিত প্রচেষ্টায় রাজ্যটির রাজধানী কোচিতে এই হোটেল চালু হতে যাচ্ছে। এই প্রকল্পটি বাস্তবায়নে রাজ্যটির স্থানীয় সরকার তাদের ১৪ হাজার ৩২০ ডলার অর্থায়নও করেছে। গে-স্টার নিউজ

সমাজে নিজেদের প্রতিষ্ঠিত করতে যৌথভাবে স্বপ্ন বুনেন তৃতীয় লিঙ্গের নারী অদিতি অচুথ, সায়া মেথিউ, প্রেথি আলেক্সান্ডার, মিনাক্ষি, প্রনব ও রাগারঞ্জিনি। তাই সরকারের সহায়তায় হোটেল ব্যবসা করে নিজেদের ভাগ্য বদলানোর প্রচেষ্টার অংশ হিসেবেই এ উদ্যোগ নেন তারা। পেয়ে যান একটি দাতা সংস্থার সহায়তাও।

প্রক্রিয়াধীন হোটেলটির জন্য একটি চার তলা ভবন প্রস্তুত করা হচ্ছে। ভবনটিতে তাদের হোটেলসহ তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য বেশ কিছু সেবামূলক কার্যক্রম চালু করা হবে বলে তাদের একজন জানান। তিনি বলেন, ‘রুচিমুদ্রা’ নামে হোটেলটি অন্যান্য তৃতী লিঙ্গের মানুষদের যেমন উৎসাহিত করবে তেমনি এই শ্রেণির প্রতি অন্যদের দৃষ্টিভঙ্গিতেও পরিবর্তন আনবে।

হোটেল তৈরিতে খরচ কমাতে নিজেরাই কাজ করছেন বলে তাদের একজন জানান। তিনি বলেন, ভবনটিতে তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য একটি পরমর্শক অফিস ও আশ্রয় কেন্দ্রসহ অন্যান্যদের কাজ করার সুযোগ দেয়া সংক্রান্ত একটি দফতর থাকবে।

তৃতীয় লিঙ্গ ইস্যুতে বিভিন্ন প্রকার পদক্ষেপে ভারতে এগিয়ে কেরালা। রাজ্যটির প্রশাসন ২০১৭ সালে কোচির রেল সেবায় তৃতীয় লিঙ্গের জন্য সংরক্ষিত আসনের ব্যবস্থা করেছে। এতসব সুবিধা সত্ত্বেও তৃতীয় লিঙ্গের প্রতি বৈষম্য ও সহিংসতা এখনো উল্লেখযোগ্য। ২০১৭ সালের এক গবেষণায় দেখা যায়, ৭০ ভাগ তৃতীয় লিঙ্গের হাইস্কুল পড়–য়া তাচ্ছিল্য ও বৈষম্যের কারণে ঝড়ে পড়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়