রেজাউল করিম রয়েল : মহান মে দিবস উপলক্ষ্যে শ্রীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে ইয়াসমিন দেলোয়ার ডায়াগণষ্টিক সেন্টার এন্ড মডার্ণ হাসপাতাল। বুধবার দিন ব্যাপী হতদরিদ্র ও দুস্থ রোগীদেরকে বিনা মূল্যে ব্যবস্থাপত্র প্রদান করা হয়।
উপজেলার ষোলঘর বাসষ্ট্যান্ড সংলগ্ন হাসপাতালটির নিজস্ব ভবনে আয়োজিত মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. ইউনুচ আলী।
হাসপালটির চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন জানান, শ্রমজীবি মানুষের স্বাস্থ্য সেবার কথা চিন্তা করে আমরা এই উদ্যোগ নিয়েছি। মেডিকেল ক্যাম্পে প্রায় ৫'শ রোগীকে ফ্রি ব্যবস্থাপত্র প্রদান করেণ নাক, কান, গলা রোগ বিশেষজ্ঞ ডাঃ মো. মশিউর রহমান, কার্ডিয়াক মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মোসাদ্দেক আলম দোলন, প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাঃ তাহমিনা আক্তার, নবজাতক, শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ ডাঃ এম.আর. আলী।