মৌরী সিদ্দিকা : প্রতি বছর ১ মে বিশ্বব্যাপী উদযাপিত হয় আন্তর্জাতিক শ্রমিক দিবস। বিভিন্ন দেশের শ্রমজীবী মানুষ এবং শ্রমিক সংগঠনসমূহ রাজপথে মিছিল ও শোভাযাত্রার মাধ্যমে দিবসটি পালন করে থাকে। বাংলাদেশসহ বিশ্বের অধিকাংশ দেশে ১ মে জাতীয় ছুটির দিন।
আজ শ্রমিক দিবস ও জাতীয় ছুটির দিন পান্থপথের ‘হট কেক’ নামের একটি খাবারের দোকান খোলা রাখায় ভাঙচুর করে মে দিবসের মিছিলেরত কতিপয় যুবক।
‘হট কেক’ এর কর্মচারী ঈসমাইল আমাদের নতুন সময়কে বলেন, গতরাতে বাসার মালিক আজকে দোকান বন্ধ রাখতে বলেছিলেন। আমাদের ম্যানেজারকে একথা জানালে তিনি প্রতিদিনের মত দোকান খুলতে বলেন। তাই আমরা দোকান খুলেছি।
তিনি আরও বলেন ঘটনার সময় তারা দোকানের ভিতরেই ছিলেন। যখন ইটের টুকরা ছোঁড়া হচ্ছিল এবং কাঁচ ভেঙ্গে যাওয়ার উপক্রম হলে তারা দু’জন দৌঁড়েয়ে পালিয়ে জীবন বাঁচান।
মিছিলকারীরা ব্যাপক ইটের টুকরো ছোঁড়া শেষে তারা পালিয়ে যায়।