শিরোনাম
◈ হায়দার আকবর খান রনো মারা গেছেন ◈ ডোনাল্ড লু’র ছয়দিনের সফর শুরু, ভারত ও শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশ আসছেন ১৪ মে ◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ আওয়ামী লীগ মাঠে না থাকলে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে: ওবায়দুল কাদের ◈ অ্যাস্ট্রাজেনেকার টিকা শেষ, এখন চলবে ফাইজার: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০১৯, ০৯:২৮ সকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০১৯, ০৯:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আড়াইহাজারে জমি সংক্রান্ত দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

আড়াইহাজার প্রতিনিধি : নারায়ণগঞ্জের আড়াইহাজারে ব্রাহ্মন্দী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মারুয়াদী এলাকায় সোমবার জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন দ্বীন মুহাম্মদ, তোফজ্জল, রেহাজউদ্দিন, বাদল, সুরিয়া, আল-মাহবুব, রাকিব, আজিজুল, লোকমান, মাছুম, আবুল হাসান, মহিবুর ও মহেরুন। অন্যরা স্থানীয় বিভিন্ন সেবাকেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন। স্থানীয় দ্বীন মুহাম্মদগং ও মহিবুর গংয়ের মধ্যে সকাল ১০টায় সংঘর্ষের এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় ফের রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে।

মহিবুর জানান, তিনি ইলিয়াছ নামে এক ব্যক্তির কাছ থেকে ২০০২ সালে তার বাড়ির পাশে ১৮ শতাংশ ক্রয় করেন। জমিটির তিনি দখলে রয়েছেন। কিন্তু উক্ত জমিটি তার প্রতিবেশী দ্বীন মুহাম্মদ গং জোরপূর্বক দখলে নেয়ার চেষ্টা করেন। এতে বাধা দিলে তারা আমাদের লোকজনের ওপর হামলা চালায়। এতে অনেকেই রক্তাক্ত জখম হয়েছেন।

এদিকে দ্বীন মুহাম্মদ জানান, পৈত্রিক ওয়ারিশ সূত্রে পাপ্য জমিটি তারা দীর্ঘদিন ধরে ভোগ দখলে রয়েছেন। তার প্রতিবেশী মহিবুর পরিকল্পিতভাবে দলবল বেঁধে দেশীয় অস্ত্রশস্ত্র দা, চাপাতি, ছুরি ও লাঠিসোটা নিয়ে জমিটি জোরপূর্বক দখল নিতে আসেন। এতে বাধা দিলে তার পরিবারের লোকজনকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়। এতে নারীসহ অন্তত ১৫জন আহত হয়েছেন।

আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ দেয়নি। তবে অভিযোগ দিলে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়