শিরোনাম
◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, বরুশিয়ার নি‌শ্চিত জয় রুখে দিলো জুভেন্টাস ◈ দূর্গা পুজাতে ভারতে গেল ৮ ট্রাক ইলিশ ◈ এমবাপ্পের দুই পেনাল্টি গোলে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে রিয়াল মাদ্রিদের শুভ সূচনা ◈ যে কারণে শিবির ক্যাম্পাসে জিতছে, সেই কারণেই বিএনপি জাতীয় নির্বাচনে জিততে পারে: দ্য ডিপ্লোম্যাটের নিবন্ধ ◈ টানা দুই হা‌রের পর জ‌য়ে ফির‌লো মেসির ইন্টার মায়ামি ◈ করমর্দন বিতর্কে সুনীল গাভাস্কার - ক্রীড়া এবং রাজনীতি কখনোই আলাদা ছিল না  ◈ সীমানা পুনর্নিধারণ নিয়ে চ্যালেঞ্জের মুখে নির্বাচন কমিশন ◈ বাংলাদেশ-ভারত সম্পর্ক হবে গঠনমূলক ও ভবিষ্যতমুখী: হাইকমিশনার প্রণয় ভার্মা ◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ আইসিসির শাস্তির ভ‌য়ে এশিয়া কাপ বয়কট কর‌ছে না পাকিস্তান

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০১৯, ০৬:৫৯ সকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০১৯, ০৬:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপি পরিচালনায় তারেককে একক দায়িত্ব দিল স্থায়ী কমিটি

ডেস্ক রিপোর্ট  : দেশের রাজনৈতিক পরিস্থিতিতে দল পরিচালনায় একক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে। গতকাল রোববার দলের স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সন্ধ্যা ৭টা থেকে আড়াই ঘণ্টাব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে স্কাইপির মাধ্যমে লন্ডন থেকে সংযুক্ত ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৈঠক শেষে স্থায়ী কমিটির একাধিক সদস্য দৈনিক আমাদের সময়কে বলেন, স্থায়ী কমিটির এই বৈঠক তারেক রহমানকে দলের যেকোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। বিশেষ করে দলের সাংগঠনিকসহ জরুরি সিদ্ধান্ত যদিও গঠনতন্ত্রে চেয়ারপারসনের অনুপস্থিতিতে সিনিয়র ভাইস চেয়ারম্যান দলের মধ্যে একই ক্ষমতা প্রয়োগ করতে পারেন। যেহেতু তারেক রহমান একক কোনো সিদ্ধান্ত নেন না তারপরও বিএনপিকে নিয়ে যে ষড়যন্ত্র শুরু হয়েছে তা প্রতিহত করতে এবং তার হাতকে শক্তিশালী করতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থায়ী কমিটির সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্থায়ী কমিটির এই বৈঠকে।

বিএনপি নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর স্থায়ী কমিটির নেতাদের সমন্বয়ে যৌথ নেতৃত্বে দল পরিচালিত হয়েছে। সেই অবস্থায় এখন তারেক একক সিদ্ধান্ত নিতে পারবেন।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও আরও উপস্থিত ছিলেন- দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী।

উৎসঃ আমাদের সময়

  • সর্বশেষ
  • জনপ্রিয়