শিরোনাম
◈ আ. লীগ নেতার ভাগ্নের ব্যবসা নিয়ে এনসিপি নেত্রীর দরকষাকষির অডিও ফাঁস ◈ আগামী নির্বাচনে যাদের জয়ী হবার কোনো সম্ভবনা নেই তারাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে : মির্জা আব্বাস ◈ পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন ছাড়া বিকল্প নেই: সুপ্রদীপ চাকমা ◈ শাহবাগে আর্থিক লেনদেন বিরোধে এনসিপি'র দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১ ◈ তারেক রহমান ফিরবেন নভেম্বরে, চলতি মাসেই ২০০ আসনে একক প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ ◈ ‘ভোটকেন্দ্রে থাকবে বডি ক্যামেরা ও সিসিটিভি, উড়বে ড্রোন’ ◈ সাবেক স্ত্রীকে ‘মোটা’ বলায় আদালতে জরিমানা, স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ ◈ ভারতের পর আফগা‌নিস্তানও পাকিস্তানকে পা‌নি দেবে না, বাঁধ দিচ্ছে নদীতে ◈ ভারতের বিরুদ্ধে টি-‌টো‌য়ে‌ন্টি সিরিজে শক্তি বাড়ালো অস্ট্রেলিয়া, ফিরছেন ম‌্যাক্সও‌য়েল ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে টি-টোয়েন্টি সিরিজে স্পিন শক্তি বাড়ালো ওয়েস্ট ইন্ডিজ

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০১৯, ০৩:৫৭ রাত
আপডেট : ২৮ এপ্রিল, ২০১৯, ০৩:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এই দেশটারে কি কেউ চালাচ্ছে? চললেই কি চালানো বলে?

কামরুল হাসান মামুন : বসবাসের জন্য ঢাকা কেন বিশ্বে দ্বিতীয় খারাপ শহর? এখানকার বায়ুতে দুনিয়ার যতো বিষাক্ত জিনিস আছে সবগুলোই মাত্রাতিরিক্ত এজন্য। এই ঢাকা শহরের চারপাশে চার-চারটি বড় নদী অথচ সেগুলো এখন দখলে দূষণে নর্দমা। বিশ্বের সবচেয়ে ঘনবসতি শহরের মানুষগুলো চলাচলের জন্য মোট জমির কেবল সাত শতাংশ রাস্তা যেটা হওয়া উচিত ছিলো ২৫ শতাংশের বেশি। এখানকার রাস্তাগুলো মানুষ আর যানবাহনে গিজগিজ করে। দিন যতো যাচ্ছে গাছপালা ততোই কমছে। বাংলাদেশটা যেহেতু তৈরিই হয়েছে পলি জমে তাই এখানকার মাটির গঠন হলো ফাইন পার্টিকেল, ফলে সহজেই বাতাসে ভেসে থাকতে পারে। উচিত ছিলো সব খোলা মাটি ঘাসে ঢেকে দেয়া নচেৎ কনক্রিট কিংবা ছোট পাথর দিয়ে ঢেকে দেয়া। এতো বড় সমস্যাকে কি আমাদের সরকার সমস্যা মনে করছে?

করলেও এই সমস্যার ভয়বহতাকে হয়তো পাত্তা দিচ্ছে না। ফলে যেই শহরটি হতে পারতো নয়নাভিরাম সেই শহরটি হয়ে উঠেছে পৃথিবীতেই এক হাবিয়া দোজখ। কোনো প্রকার অ্যাকশন প্ল্যান নেই। বর্তমান যুগে যেখানে আর ক’দিন বাদেই হয়তো আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স রাজত্ব করবে সেখানে আমরা আজ অটোমেটিক ট্রাফিক ব্যবস্থাই চালু করতে পারলাম না। রাস্তাঘাটের যেই হ-য-ব-র-ল অবস্থা সেটা একটি মেজার নিলে অনেকাংশে কমে যাবে যদি আমাদের ট্রাফিক ব্যবস্থায় যেই পুলিশ বাহিনী জড়িত তারা সৎ হন। তারা যদি আড়ালে থেকে সড়কে আইন অমান্যকারীকে ধরামাত্র বিশাল এমাউন্ট জরিমানা বা জেল দিয়ে দেয়। এখন আইন অমান্য করে ক্ষমতা দেখিয়ে ছাড়া পেয়ে গেলে কিংবা টাকা দিয়ে ছাড়া পেয়ে গেলে সড়কে শৃঙ্খলা কোনোদিন আসবে না।

ইন ফ্যাক্ট, আমাদের পুলিশ বাহিনী যদি আজকেই শপথ নেয় যে, তারা আর কাউকে মাদক ব্যবসা করতে দিবে না আর সরকার যদি তাতে সায় দেয় তাহলে এক তুরুপেই সব বন্ধ হয়ে যাবে। আমাদের লঞ্চ মালিক সমিতি যদি ডিসাইড করে যে, যেই নদী দিয়ে আমরা জীবিকা নির্বাহ করি সেই আয়ের একটি অংশ নদী দূষণ রোধ এবং পরিষ্কারকরণে ব্যবহার করবে তাহলেও অনেক কাজ হবে। এসব আমি কেন লিখলাম? আজকেই আমি প্রথম লিখলাম? আমিই কি একমাত্র ব্যক্তি যে, একথাগুলো প্রথম বললাম? আমিই একা নই। আর এই প্রথম নয়। কেউ কানে দিবে না। কারণ এদেশের সবাই আছে নিজের লাভের পেছনে। অধিকাংশ মানুষ সমষ্টির লাভের গুষ্টিকিলায়। কারণ এই দেশের মানুষদের এই শিক্ষাটাই হয়নি এজন্য। সমষ্টির মঙ্গল চিন্তা না করলে কারো সুখ আসবে না। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়