শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০১৯, ০২:৩৬ রাত
আপডেট : ২৬ এপ্রিল, ২০১৯, ০২:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফি বৃদ্ধির প্রতিবাদ সোনাহাট স্থল বন্দরে আমদানি রপ্তানি বন্ধের ঘোষণা

সৌরভ কুমার ঘোষ, কুড়িগ্রাম প্রতিনিধি : আমদানি-রপ্তানি (এ্যাসেসমেন্ট) ফি বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে সোনাহাট স্থল বন্দর দিয়ে সকল প্রকার পন্য আমদানি-রপ্তানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে ব্যবসায়ীরা।

রংপুর কাষ্টমস এন্ড ভ্যাট এক্সরাইজ কর্তৃপক্ষ এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি পন্যে উপর এ্যাসেসমেন্ট ফি টন প্রতি ১০ ডলার থেকে বৃদ্ধি করে ১২ ডলার করে। এরই প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে বন্দরে সকল প্রকার পন্য আমদানি ও রপ্তানি বন্ধ রাখার ঘোষণা দেয় ব্যবসায়ীরা।

আমদানি রপ্তানিকারক সমিতির সভাপতির সভাপতি আবু তাহের ফরায়েজী জানান, এ্যাসেসমেন্ট ফি ১০ ডলার থেকে বৃদ্ধি করে ১২ ডলার করার ফলে প্রতি টন পন্যের উপর ভ্যাট বৃদ্ধি পাবে এর ফলে পন্যের দামও বৃদ্ধি পাবে। তাই সরকারের নিকট দাবী আরোপিত এই ফি বৃদ্ধি বন্ধ করে বন্দরকে সচল রাখতে পুর্বের ফি বহাল রাখার অনুরোধ করছি।

উল্লেখ্য নতুন চালু হওয়া এ বন্দর দিয়ে পাথর ও কয়লা আমদানি করে আসছেন বাংলাদেশী ব্যবসায়ীরা। অন্যদিকে প্লাষ্টিক সামগ্রী আমদানি শুরু করেছেন ভারতীয় ব্যবসায়ীরা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়