শিরোনাম
◈ হায়দার আকবর খান রনো মারা গেছেন ◈ ডোনাল্ড লু’র ছয়দিনের সফর শুরু, ভারত ও শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশ আসছেন ১৪ মে ◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ আওয়ামী লীগ মাঠে না থাকলে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে: ওবায়দুল কাদের ◈ অ্যাস্ট্রাজেনেকার টিকা শেষ, এখন চলবে ফাইজার: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০১৯, ০২:৪৮ রাত
আপডেট : ২৪ এপ্রিল, ২০১৯, ০২:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিসরে সিসির ক্ষমতা দীর্ঘায়িত করার পক্ষে ৮৮.৮৩ ভাগ ভোট

আব্দুর রাজ্জাক : মিসরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসির ক্ষমতা ২০৩০ সাল পর্যন্ত দীর্ঘায়িত করার পক্ষে দেশটির পার্লামেন্টের পর এবার রায় দিলো জনগণ। এতে মিসরের প্রেসিডেন্টের মেয়াদ ৪ বছর থেকে বেড়ে ৬ বছর হচ্ছে। সিএনএন

মিসরের ন্যাশনাল ইলেকশন বোর্ড ৩ দিনের গণভোট শেষে মঙ্গলবার এ ফলাফল জানিয়েছে। গত সপ্তাহে মিসরের সংবিধানের ১৪তম সংশোধনী দেশটির পার্লামেন্ট অনুমোদন করার পর তা চূড়ান্ত হওয়ার পথে আর কোনো বাধা রইলো না।

গণভোটের রায়ে সিসির বিস্ময়কর বিজয় দেখানো হলেও এর বিরুদ্ধে বেশ কিছু অভিযোগও রয়েছে। পার্লামেন্টে স্বল্প সংখ্যক বিরোধী এমপিদের একজন আহমেদ আল-তানতাওয়ী বলেন, সিসির সংশোধনীর পক্ষে ভোট দিতে প্রশাসনের মাধ্যমে ভয়ভীতি দেখানো হয়েছে। এবং টাকার বিনিময়ে ভোট কিনেও নেয়া হয়েছে।

সংশোধিত সংবিধান সিসির ক্ষমতাকে আরো ২ বছর বাড়িয়ে ২০২৪ সালে তাকে আবারো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিচ্ছে। সিসি দেশটির পার্লামেন্টে উচ্চকক্ষের নামে একটি মন্ত্রীপরিষদও গঠন করতে পারবেন যেখানে এক তৃতীয়াংশ সদস্যই থাকবে তার মনোনীত। এতে করে তিনি মিসরে প্রায় একক ক্ষমতার অধিকারী হয়ে যাচ্ছেন।

নতুন এই সংশোধনী মিসরের পার্লামেন্টের নিম্মকক্ষেও পরিবর্তন আনছে। সেখানে আসন সংখ্যা ৫৯৬ থেকে ৪৫০ এ হ্রাস করা হচ্ছে এবং অন্তত ২৫ ভাগ আসন নারীদের জন্য সংরক্ষিত রাখা হচ্ছে। মিসরের বিচার বিভাগও কার্যত প্রেসিডেন্টের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। দেশটির আদালতের বিচারপতিদেরও এখন থেকে প্রেসিডেন্ট নিয়োগ দেবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়