নিজস্ব প্রতিবেদক: প্রতিনিয়ত সামালোচনার মুখে পড়েন তিনি। আসন্ন বিশ্বকাপে ইমরুল কায়েসকে বাদ দিয়ে তাকে ১৫ সদস্যের দলে রাখা হয়েছে তা নিয়েও কম সমালোচিত হননি। সব সমালোচনার মুখ্য জবাব দিবেন বলেই বুঝি এমন তান্ডব ব্যাটিং করলেন। বলছি ঢাকা প্রিমিয়ার লিগে রান পাচ্ছিলেন না বলে আলোচনায় আসা সৌম্য সরকারের কথা। আজ মঙ্গলবার ডিপিএলের শেষ ম্যাচে শেখ জামালের বিপক্ষে দলকে তো জিতিয়েছেনই সাথে আগের সকল রেকর্ড উলট-পালট করে দিয়েছেন তিনি।
গত ম্যাচেই সেঞ্চুরি পেয়েছেন। সেটি বজায় রেখেছেন আজকের ম্যাচেও। শুধু তাই নয়, সৌম্য এমন দুর্দান্ত ব্যাটিং করেছেন ঢাকা প্রিমিয়ার লিগের দীর্ঘ ইতিহাসেই যেটি কখনো করতে পারেননি কেউ। লিস্ট ‘এ’ ম্যাচে অনেকগুলো রেকর্ড করে নিলেন নিজের অধিকারে-
বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে লিস্ট ‘এ’ ম্যাচে করেছেন ডাবল সেঞ্চুরি। লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রানটা ছিল রকিবুল হাসানের, ২০১৭ ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর বিপক্ষে করেছিলেন।
তিনি আজ ছক্কা মেরেছেন ১৬টি। বাংলাদেশের মাটিতে ৫০ ওভারের ক্রিকেটে এটিই সর্বোচ্চ ছক্কার রেকর্ড। ২০১১ সালের এপ্রিলে বাংলাদেশের বিপক্ষে শেন ওয়াটসন মেরেছিলেন ১৫টি ছক্কা। লিস্ট ‘এ’ ম্যাচে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রেকর্ডটি মাশরাফি বিন মুর্তজার সঙ্গে যৌথভাবে সৌম্যও অংশীদার ছিলেন। গত প্রিমিয়ার লিগে অগ্রণী ব্যাংকের হয়ে ব্রাদার্সের বিপক্ষে ১১ ছক্কা মেরেছিলেন।
৩১৮ রানের লক্ষ্যে খেলতে নেমে আজ সৌম্য-জহুরুল ইসলামের ওপেনিং জুটিতে এসেছে ৩১২ রান। বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে এটিই সর্বোচ্চ জুটি।
প্রতিযোগিতামূলক ক্রিকেটে দ্বিতীয়বারের মতো ডাবল সেঞ্চুরি পেলেন সৌম্য। আগেরটি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে, ২০১২ যুব এশিয়া কাপে কাতারের বিপক্ষে বাঁহাতি ওপেনার করেছিলেন ২০৯ রান।