শিরোনাম
◈ ওএমএস বিতরণে গাফলতি হলে জেল জরিমানার হুশিয়ারি খাদ্যমন্ত্রীর ◈ তৃতীয় দেশ দু-একশ জনকে আশ্রয় দিয়ে রোহিঙ্গাদের মিয়ানমার ছাড়তে উৎসাহিত করছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ ভ্যাট বসলে মেট্রোরেলের সুনাম নষ্ট হবে: ওবায়দুল কাদের ◈ বর্জ্য ব্যবস্থাপনার সামান্য অর্থ বাঁচাতে গিয়ে দেশকে ধ্বংস করবেন না: প্রধানমন্ত্রী ◈ পাকিস্তানে বাস দুর্ঘটনায় একই পরিবারের ১৪ সদস্য নিহত ◈ ২১ মে ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং ◈ ১১ বছর পর পঞ্চমবার এভারেস্ট জয় করলেন বাংলাদেশের বাবর আলী ◈ গাজায় ইসরায়েলি বর্বর হামলায় ফের বাস্তুচ্যূত ৯ লাখ ফিলিস্তিনি ◈ আরাকান আর্মির শহর দখল, বাড়িঘর জ্বালিয়ে ফের রোহিঙ্গাদের বিতাড়ন ◈ জাবালিয়া শরণার্থী শিবির গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল, ২৪ ঘন্টায় নিহত ৮৩

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০১৯, ১১:০০ দুপুর
আপডেট : ১৫ এপ্রিল, ২০১৯, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নৌ প্রতিমন্ত্রী বললেন, দুর্নীতিবাজদের সঙ্গে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন নয়

আবুল বাশার নূরু : কোনো দুর্নীতিবাজ ও অপরাধীকে সঙ্গে নিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করা হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ১৪ দল আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি একথা বলেন। ‘নিরাপদ সড়ক ও মাদকমুক্ত সমাজ গঠন’ শীর্ষক বৈঠকে সভাপতিত্ব করেন ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।

গোলটেবিল বৈঠকের অপর আলোচক বিএনপির সাবেক নেতা ব্যারিস্টার নাজমুল হুদার বক্তব্যের প্রসঙ্গে আওয়ামী লীগ নেতা খালিদ মাহমুদ চৌধুরী বলেন, নাজমূল হুদা সাহেব স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন কমিটিতে সকলকে রাখার কথা বলেছেন। কিন্তু আমি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলতে চাই, কোনো দুর্নীতিবাজ, কোনো অপরাধীকে নিয়ে এটা উদযাপন করা হবে না। আপরাধী যারা জেলে আছে, তারা যদি নিজেদেরকে সংশোধন করতে পারেন তাহলে রাজনীতির মূলধারায় ফিরে আসতে পারে। তার আগে নয়।

‘দেশের সবাই এখন আওয়ামী লীগ’ মোহাম্মদ নাসিমের এই বক্তব্যের প্রসঙ্গে নৌ প্রতিমন্ত্রী বলেন, পুরো বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় আওয়ামী লীগের আদর্শ ধারণ করুক এটা আমরাও চাই। কিন্তু মনে রাখতে হবে, জয় বাংলা স্লোগান দিয়ে অতীতের অপকর্ম ঢাকা যাবে না। নিরাপদ সড়কের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, দেশের রাজনীতিতে লেভেল প্লেইং ফিল্ড নাই, এই চাপটা পরিবহন সেক্টরেও পড়েছে।

আজকে একটা সড়ক দুর্ঘটনা হলে সবাই শুধু বর্তমান নিয়েই কথা বলেন, কিন্তু কিভাবে আজকের অবস্থার সৃষ্টি হয়েছে এটা কেউ বলেন না। পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর দেশের সব সেক্টর ধ্বংস করে দেয়া হয়। সেই দুর্বৃত্তায়ন চলেছে বহু বছর। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সে ক্ষত সারানোর কাজ শুরু হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনার দল রাষ্ট্রক্ষমতায় বলে এখন দেশের প্রতিটি সেক্টরে উন্নয়ন হচ্ছে।

তিনি বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে একটি জাতীয় কমিটি করা হয়েছে। ১১১টি সুপারিশ আসছে। আশা করি সড়কমন্ত্রী দেশে ফিরলে এ বিষয়ে কাজ শুরু হবে।

১৪ দল আয়োজিত এ সেমিনারে আরো বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া, জাসদের হাসানুল হক ইনু, বিশিষ্ট লেখক ও গবেষক আবুল মকুসদ, শ্রমিক নেতা শাজাহান খান, মসিউর রহমান রাঙা প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়