শিরোনাম
◈ জাতিসংঘ সাধারণ পরিষদে স্বাধীন ফিলিস্তিন গঠনের পক্ষে প্রস্তাব পাস ◈ হায়দার আকবর খান রনো মারা গেছেন ◈ ডোনাল্ড লু’র ছয়দিনের সফর শুরু, ভারত ও শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশ আসছেন ১৪ মে ◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ আওয়ামী লীগ মাঠে না থাকলে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে: ওবায়দুল কাদের

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০১৯, ০৭:৩৪ সকাল
আপডেট : ১৪ এপ্রিল, ২০১৯, ০৭:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৪ নেতার চাহিদায় ঢাকা জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি, পর্যাপ্ত পদ না পাওয়ায় ক্ষুব্ধ আমান গ্রুপ

শিমুল মাহমুদ: চার নেতার চাহিদা অনুযায়ী ঢাকা জেলা কমিটির অনুমোদন দিয়েছেন লন্ডনে অববস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কমিটিতে পর্যাপ্ত পদ না পাওয়ায় ক্ষুব্ধ দলটির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমানের অনুসারীরা।

সূত্রে জানায়, ২৬৬ সদস্যের কমিটির মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্রের ৬২ জন অনুসারী, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমানের ২৯ জন, জেলা কমিটির সভাপতি দেওয়ান সালাহউদ্দিনের ৮০ জন এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু আশফাকের ৭৭ জন অনুসারী পদ পেয়েছেন। এই চার নেতার অনুসারীদের বাইরে পদ পেয়েছেন মাত্র ১৮ জন। তবে কমিটিতে আমানপন্থীরা সংখ্যায় কম হওয়ায় শুরু থেকে তারা বিদ্রোহ করে আসছেন।

গত ১১ এপ্রিল কমিটির পরিচিতি সভায় আমান গ্রুপের নেতাকর্মীরা অন্যদের সঙ্গে হাতাহাতি জড়িয়ে পড়ে। অবৈধ কমিটি, মানি না, মানবো না’ বলে স্লোগানও দেয় তারা।

নেতাকর্মীদের সঙ্গে পদবঞ্চিতদের হাতাহাতির ঘটনায় সংগঠনিক ব্যবস্থা নিতে, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানকে আহ্বায়ক এবং সহ- সংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদকে সদস্য সচিব করে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেয়ার জন্য নিদের্শ দিয়েছে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ঘটনার বিষয়ে জানতে চাইলে আমানউল্লাহ আমান কোনো মন্তব্য করতে রাজি হননি।

সেলিমা রহমান বলেন, কমিটি হওয়ার পর কিছু নেতাকর্মীর ক্ষোভ, অসন্তোষ থাকে। কারণ, চাইলেই তো সবাইকে কমিটিতে পদ দেওয়া যায় না। এ কারণে ওই দিন এ রকম ঘটনা ঘটেছে। আমরা এখনও তদন্ত শুরু করিনি। তদন্ত করার পরে প্রকৃত ঘটনা জানতে পারবো।

ঢাকা জেলা কমিটির সভাপতি দেওয়ান সালাউদ্দিন বলেন, কমিটি নিয়ে আমানউল্লাহ আমান ভাইয়ের এলাকার কিছু লোকের অসন্তোষ আছে। কমিটির আকার অনুযায়ী যে রকম পদ পাওয়ার কথা, সেই রকম পদ তারা পাননি। কম পেয়েছে। এই কারণে তার এলাকার কিছু লোক বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। আমান ভাই কিছু লোকের তালিকাও দিয়েছে। যেহেতু কমিটি অনুমোদন হয়ে গেছে। সেগুলো নিয়ে আমরা মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বসবো। সূত্র : বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়