শিরোনাম
◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ নির্বাচনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০১৯, ১১:১২ দুপুর
আপডেট : ১৩ এপ্রিল, ২০১৯, ১১:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দর্শকের বর্ণবাদী আচরনে বন্ধ রাখা হলো লিগ ওয়ানের ম্যাচ

স্পোর্টস ডেস্ক : ক’দিন আগেই জুভি স্ট্রাইকার মইসে কিনের বর্ণবাদের শিকার হওয়ার পর এবার লিগ ওয়ানে আবারো বর্ণবাদের শিকার হতে দেখা গেছে। উয়েফার প্রধানের কথা অনুযায়ী বর্ণবাদী আচরনের পর খেলা বন্ধ রাখে লিগ ওয়ান কর্তৃপক্ষ।

লিগ ওয়ানের ম্যাচে দিহন এবং অ্যামিনেসের মধ্যকার ম্যাচ চলাকালে ঘটে এই ঘটনা। অ্যামিনেস ডিফেন্ডার প্রিন্স দেসির গুয়ানোকে লক্ষ্য করে বর্ণবাদী মন্তব্য করে দিহন সমর্থক। এরই প্রতিবাদ জানাতে ৮০ মিনিটের সময় অ্যামিনেসের গুয়ানোসহ তার দলের সকল ফুটবলার খেলা বন্ধ রাখে পাঁচ মিনিট। এবং অ্যামিনেসের সাথে একাত্মতা প্রকাশ করে তাদের পাশে দাঁড়ায় দিহনের ফুটবলাররও।

এরপর রেফারির হস্তক্ষেপে আবারও শুরু হয় ম্যাচটি। যদিও শেষ পর্যন্ত কোন দলই গোল করতে না পারলে ড্রতেই শেষ হয় এই ম্যাচটি।ম্যাচ শেষে অ্যামিনেসের অধিনায়ক থমাস মনকান্দিত বলেন, ‘আমরা একাবিংশ শতাব্দীতে বাস করছি আর এই সময়ে এ ধরণের মন্তব্য আসলে গ্রহণযোগ্য হতে পারে না।’

তিনি আরও বলেন, ‘আমি রেফারিকে ম্যাচটি বন্ধ রাখার জন্য অনুরোধ করি। মানুষ হিসেবে আমরা সবাই সমান। হ্যাঁ! মানুষ বিভিন্ন রঙের হতে পারে। তবে তাই বলে বর্ণবাদী আচারণ কখনোই গ্রহণযোগ্য হতে পারে না।’

এছাড়াও প্রতিপক্ষ দিহনের স্ট্রাইকার বেনজামিন জেন্নত বলেন, ‘আমি এধরণের কোন মন্তব্য শুনতে পাইনি। তবে যদি এই ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই আমরা গুয়ানোকে সমর্থন করি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়