শিরোনাম
◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত ◈ রোববার থেকে আবার গাউন পরতে হবে আইনজীবীদের ◈ সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে প্রবেশে বাধা নেই: ডেপুটি গভর্নর ◈ জাতি-ধর্ম নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন: রাষ্ট্রপতি ◈ দেশের জিডিপির পূর্বাভাস কমালো জাতিসংঘ, চিন্তা মূল্যস্ফীতি নিয়ে ◈ আমি ইন্ডিয়া জোটেই আছি: মমতা 

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০১৯, ১১:১২ দুপুর
আপডেট : ১৩ এপ্রিল, ২০১৯, ১১:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দর্শকের বর্ণবাদী আচরনে বন্ধ রাখা হলো লিগ ওয়ানের ম্যাচ

স্পোর্টস ডেস্ক : ক’দিন আগেই জুভি স্ট্রাইকার মইসে কিনের বর্ণবাদের শিকার হওয়ার পর এবার লিগ ওয়ানে আবারো বর্ণবাদের শিকার হতে দেখা গেছে। উয়েফার প্রধানের কথা অনুযায়ী বর্ণবাদী আচরনের পর খেলা বন্ধ রাখে লিগ ওয়ান কর্তৃপক্ষ।

লিগ ওয়ানের ম্যাচে দিহন এবং অ্যামিনেসের মধ্যকার ম্যাচ চলাকালে ঘটে এই ঘটনা। অ্যামিনেস ডিফেন্ডার প্রিন্স দেসির গুয়ানোকে লক্ষ্য করে বর্ণবাদী মন্তব্য করে দিহন সমর্থক। এরই প্রতিবাদ জানাতে ৮০ মিনিটের সময় অ্যামিনেসের গুয়ানোসহ তার দলের সকল ফুটবলার খেলা বন্ধ রাখে পাঁচ মিনিট। এবং অ্যামিনেসের সাথে একাত্মতা প্রকাশ করে তাদের পাশে দাঁড়ায় দিহনের ফুটবলাররও।

এরপর রেফারির হস্তক্ষেপে আবারও শুরু হয় ম্যাচটি। যদিও শেষ পর্যন্ত কোন দলই গোল করতে না পারলে ড্রতেই শেষ হয় এই ম্যাচটি।ম্যাচ শেষে অ্যামিনেসের অধিনায়ক থমাস মনকান্দিত বলেন, ‘আমরা একাবিংশ শতাব্দীতে বাস করছি আর এই সময়ে এ ধরণের মন্তব্য আসলে গ্রহণযোগ্য হতে পারে না।’

তিনি আরও বলেন, ‘আমি রেফারিকে ম্যাচটি বন্ধ রাখার জন্য অনুরোধ করি। মানুষ হিসেবে আমরা সবাই সমান। হ্যাঁ! মানুষ বিভিন্ন রঙের হতে পারে। তবে তাই বলে বর্ণবাদী আচারণ কখনোই গ্রহণযোগ্য হতে পারে না।’

এছাড়াও প্রতিপক্ষ দিহনের স্ট্রাইকার বেনজামিন জেন্নত বলেন, ‘আমি এধরণের কোন মন্তব্য শুনতে পাইনি। তবে যদি এই ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই আমরা গুয়ানোকে সমর্থন করি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়