শিরোনাম
◈ সমৃদ্ধ গণতন্ত্র নিশ্চিত করতে বাংলাদেশের পাশে কমনওয়েলথ: ঢাকায় আসছেন মহাসচিব ◈ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিল বিভাগের রায় আজ ◈ স্নাইপার সাফারি: অর্থের বিনিময় মানুষ গুলি করার ‘খেলা’ চালানোর অভিযোগ উঠেছে তিন দশক পর (ভিডিও) ◈ রামপুরায় টিভি ভবনের সামনে বাসে আগুন (ভিডিও) ◈ নিউইয়র্কে পা রাখলেই গ্রেপ্তার করা হবে নেতানিয়াহুকে: হুঁশিয়ারি জোহরান মামদানির ◈ পল্লবী থানার সামনে পরপর তিন ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালালো দুর্বৃত্তরা—আহত ৩ ◈ সাবেক আ.লীগ সরকারের ৩৩২ কোটি টাকায় রোজ গার্ডেন কেনা নিয়ে অনুসন্ধানে দুদক ◈ বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত: প্রণয় ভার্মা ◈ ভোটার কার্ড করেন ৩০ হাজার টাকায়, পাসপোর্ট করতে গিয়ে আটক ◈ গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলোর জিজ্ঞাসায় সিইসির জবাব: ‘আইন ছাড়া সম্ভব নয়’

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০১৯, ০৯:০৮ সকাল
আপডেট : ১১ এপ্রিল, ২০১৯, ০৯:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ময়মনসিংহে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা

আব্দুল্লাহ আল আমীন ময়মনসিংহ : ভূমি ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি, গতিশীলতা আনয়ন ও জনসাধারণের মধ্যে ভূমির অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১০ এপ্রিল বুধবার সকালে সারা দেশের মত ময়মনসিংহেও ৭দিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলা শুরু হয়েছে। ।

ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে ও সদর ভূমি অফিসের সহযোগিতায় সকাল ১১ টায় ডিসি অফিসের সামনে ময়মনসিংহ বিভাগের ভারপ্রাপ্ত কমিশনার নিরাঞ্জন দেবনাথ, বেলুন উড়িয়ে ৭দিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলা'র শুভ উদ্বোধন করেন।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা পরিষদ ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় ভারপ্রাপ্ত কমিশনার নিরাঞ্জন দেবনাথ প্রধান অতিথির বক্তব্যে বলেন, জন ভোগান্তিমুক্ত ভূমি সেবা প্রদান করে গ্রামীণ পর্যায় থেকে নগর পর্যন্ত সকলেই একই ধরনের সেবা পাওয়ার অধিকার থেকে কেউ যেন বঞ্চিত না হয়, এ ব্যাপারে প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, কোনো ভূমি অফিসের দায়িত্ব প্রাপ্ত কর্তাব্যক্তির কাছ থেকে সঠিক সেবা না পেলে অভিযোগ দায়েরের সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থ্যা গ্রহণ করবো। এখন ভূমি অফিসগুলোতে ই-নাম জারী চালু হয়েছে।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহের জোনাল সেটেলম্যান অফিসার মোঃ কামরুজ্জামান মিয়া, ভূমি সংস্কার বোর্ডের উপভূমি সংস্কার কমিশনার আয়েশা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস¦) মোহাম্মদ শের মাহবুব মুরাদ, উপজেলা নির্বাহী অফিসার শেখ হাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহিনুল হাসান প্রমূখসহ শহরের গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ ভূমি সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়