রমজান আলী : চলতি অর্থ বছরের প্রথম ছয়মাসে রাষ্ট্রায়ত্ত বেশ কয়েকটি ব্যাংক কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। এসময়ে সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বেসিক ও বিডিবিএল ব্যাংক তাদের মোট বার্ষিক লক্ষ্যমাত্রার প্রায় ৩৮ শতাংশ কৃষিঋণ বিতরণ করেছে।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সঙ্গে সম্পাদিত বার্ষিক কর্মসম্পাদন চুক্তি অনুযায়ী, চলতি অর্থবছরে এই ছয়টি ব্যাংকের মোট কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা হচ্ছে ২ হাজার ৮২৫ কোটি টাকা। এর বিপরীতে অর্থবছরের প্রথম ছয় মাসে অর্থাৎ ২০১৮ সালের জুলাই-ডিসেম্বর পর্যন্ত ব্যাংকগুলো মোট ১ হাজার ৬৮ কোটি ৫২ লাখ টাকা কৃষিঋণ বিতরণ করেছে। যা লক্ষ্যমাত্রার ৩৭ দশমিক ৮২ শতাংশ। অন্য দিকে একই সময়ে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে ব্যাংকগুলোর ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা হচ্ছে ১২ হাজার ২২০ কোটি টাকা। এর বিপরীতে আলোচ্য সময়ে ঋণ বিতরণ করা হয়েছে ৬ হাজার ৯৫৮ কোটি ৯১ লাখ টাকা। এটি মোট লক্ষ্যমাত্রার ৫৬ দশমিক ৯৫ শতাংশ।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে জানা গেছে, কৃষিঋণ বিতরণে ছয় মাসেই পুরো বছরের লক্ষ্যমাত্রার বেশি বিতরণ করেছে ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড’ (বিডিবিএল)। বার্ষিক ১৫ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে ব্যাংকটি ১৫ কোটি ৫১ লাখ টাকা কৃষিঋণ বিতরণ করেছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে জনতা ব্যাংক। বার্ষিক ৭৫০ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে ব্যাংকটি বিতরণ করেছে ৪৯৮ কোটি ৩২ লাখ টাকা (৬৬ দশমিক ৪৪ শতাংশ)। তৃতীয় স্থানে রয়েছে বেসিক ব্যাংক। বার্ষিক ১৫০ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে ব্যাংকটি বিতরণ করেছে ৮১ কোটি ৩ লাখ টাকা (৫৪ দশমিক ০২ শতাংশ)। এ ছাড়া অর্ধবার্ষিকের লক্ষ্যমাত্রা প্রায় স্পর্শ করেছে অগ্রণী ব্যাংক। বার্ষিক ৬৮০ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে ব্যাংকটি বিতরণ করেছে ৩৩৯ কোটি টাকা (৪৯ দশমিক ৮৫ শতাংশ)।
কৃষিঋণ বিতরণে লক্ষ্যমাত্রার তুলনায় সবচেয়ে পিছিয়ে রাষ্ট্রায়ত্ত রূপালী ও সোনালী ব্যাংক। এর মধ্যে বার্ষিক ৪০০ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে রূপালী ব্যাংক বিতরণ করেছে ৩৬ কোটি ২৪ লাখ টাকা (৯ দশমিক ০৭ শতাংশ) এবং বার্ষিক ৮৩০ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে সোনালী ব্যাংক বিতরণ করেছে ৯৮ কোটি ৩৮ লাখ টাকা (১১ দশমিক ৮৫ শতাংশ)।