শিরোনাম
◈ জাকেরের ফিফটি ও বোলারদের দাপটে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ ◈ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের আংশিক উৎপাদন বন্ধ, ফলে উত্তরাঞ্চলে লোডশেডিং ◈ পুত্রহারা মায়ের আহাজারি, ভাই হারানো বোনের কান্না—তৌকিরের জানাজায় শোকাবহ রাজশাহী ◈ কুমিল্লার ১১টি আসনেই সক্রিয় বিএনপি, বসে নেই জামায়াতও,২টি আসনে আলোচনায় এনসিপি ◈ মোংলা বন্দরে আমদানি বাড়াতে ব্যবসায়ীদের প্রতি এনবিআর চেয়ারম্যানের আহ্বান ◈ ‘জালিম যতই শক্তিশালী হোক, জামায়াত তার চেয়েও শক্তিশালী হবে’ ◈ সূচি অসুবিধা ও ধীরগতিতে ভোগান্তি—সরিষাবাড়ী রুটে তিন আন্তনগর ট্রেনেই বিলম্ব, বন্ধ ‘গরীবের ট্রেন’ ধলেশ্বরী এক্সপ্রেস ◈ নিয়ন্ত্রণ হারানোর পরও পাইলট খালি মাঠ খুঁজছিলেন: বিমানবাহিনীর প্রধান ◈ সিরাজগঞ্জে ৫ শিক্ষক গড়ে তুলেছেন শক্তিশালী প্রশ্নপত্র ফাঁস সিন্ডিকেট, শাস্তি পাচ্ছে না অভিযুক্ত শিক্ষকরা ◈ ৯ ঘণ্টা অবরুদ্ধের পর মাইলস্টোন ছাড়লেন দুই উপদেষ্টা

প্রকাশিত : ৩০ মার্চ, ২০১৯, ০৬:৩৬ সকাল
আপডেট : ৩০ মার্চ, ২০১৯, ০৬:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভবনের নিরাপত্তায় প্রতিশ্রুত পৃথক সংস্থা গঠনে সরকার ব্যর্থ, বললেন স্থপতি ইকবাল হাবিব

ফাতেমা ইসলাম : স্থপতি ও নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিব বলেন, আমাদের দেশের মানুষের মূল্য আমাদের কাছে ততোটা নয়। বিদেশের অনেক দেশের মানুষের তুলনায় এক হাজার ভাগেরও এক ভাগ মূল্য আমাদের মানুষ গুলোকে দিতে চাই না।
শুক্রবার নাগরিক টিভির ‘বলা না বলা’ অনুষ্ঠানে তিনি বলেন, সমবেদনা জানিয়ে আমরা আমাদের দায়িত্ব না এড়িয়ে প্রতিকারের জন্য কিছু করা উচিত।

রাজধানীর ভবনগুলো লাগো লাগো ভাবে নির্মিত হওয়ায় ঝুঁকি অনেক বেড়ে গেছে। তবে মনে রাখতে হবে বহুতল ভবনের নিজস্ব অগ্নিনির্বাপন ব্যবস্থা থাকা দরকার। বসবাস কারীদের সহজে অগ্নিনির্বাপন সিঁড়িতে যাওয়ার রাস্তা এবং সিঁড়ি বেয়ে নিচে নামার রাস্তায় কোন বিঘ্ন সৃষ্টি করা যাবেনা। একই সাথে পানির রিজার্ভার থাকতে হবে।

ইকবাল বলেন, এই পুরো কার্যক্রমের জন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে দায়িত্ব দেওয়া হয়েছে ইমারত নির্মাণ বিধিমালা অনুযায়ী অনুমোদন দেওয়ার জন্য। কিন্তু অনুমোদন অনুযায়ী ভবনটি তৈরি হলো কিনা সেটা দেখার দায়িত্ব রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) গতো বছর পর্যন্ত করেনি।

তিনি বলেন, এটা দেখভাল করার জন্য একটা কর্তৃপক্ষ গঠন করার কথা ছিল। বাংলাদেশ বিল্ডিং কোড ফলো করা হয়েছে কিনা বা হচ্ছে কিনা এটা দেখার জন্য কর্তৃপক্ষ গঠনে সরকার ব্যর্থ হয়েছে। সেটা রাজউকের ওপর চাপিয়ে দিয়েছে। ফলে ওর অরিজিনাল যে দায়িত্ব সেটাই তারা করতে পারছেনা। তার ওপর আবার বিল্ডিং কোডের দায়িত্ব দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়