শিরোনাম
◈ জুলাই যোদ্ধাদের দাবিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে: আলী রীয়াজ ◈ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পুলিশ-‘জুলাই যোদ্ধা’ সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া (ভিডিও) ◈ ৫ বছর মেয়াদি পরিকল্পনা গাজা পুনর্গঠনে, ব্যয় ৬৭ বিলিয়ন ডলার ◈ পক্ষপাতমূলক আচরণে বিএনপির সন্দেহের তালিকায় উপদেষ্টারা কারা ◈ ত্রিপুরায় তিন বাংলাদেশি নাগরিকের নৃশংস হত্যাকাণ্ডে তীব্র নিন্দা বাংলাদেশের ◈ রাকসুতে কে কোন পদে জিতলেন ◈ তোমার মাথার দাম ১০ কোটি, ফোন করে বলেছিল আমাকে : সালাউদ্দিন আম্মার ◈ এবার ভেনেজুয়েলায় অভিযান চালাতে সিআইএকে অনুমোদন ট্রাম্পের ◈ ইরানের নতুন ড্রোন 'আরশ-২' ইসরাইল-আমেরিকার যেকোনো ঘাঁটি ধ্বংসের সক্ষমতা! ◈ ‌দে‌শের রাজনী‌তি চল‌ছে কোন প‌থে,  নিরপেক্ষতার প্রশ্নে বিএনপি, জামায়াত ও এনসিপি কি সরকারের মুখােমুখি?

প্রকাশিত : ২৫ মার্চ, ২০১৯, ১১:২০ দুপুর
আপডেট : ২৫ মার্চ, ২০১৯, ১১:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কংগ্রেস ক্ষমতায় এলে ৫ কোটি গরীব পরিবার বছরে পাবে ৭২,০০০ টাকা, প্রতিশ্রুতি রাহুলের

রাশিদ রিয়াজ : সোমবার এক সাংবাদিক সম্মেলনে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেছেন, তিনি লোকসভা নির্বাচনের পর সরকার গঠন করতে পারলে,
গরীবদের জন্য ন্যূনতম আয় নিশ্চিত করবেন। ক্ষমতায় এসেই দেশের সবথেকে গরীব ২০ শতাংশ মানুষের অ্যাকাউন্টে বছরে ৭২,০০০ টাকা দেবে তার সরকার।

নয়াদিল্লিতে ওই সাংবাদিক সম্মেলনে রাহুল বলেন, এধরনের আর্থিক সহায়তার ফলে ৫ কোটি পরিবার উপকৃত হওয়ার পাশাপাশি ভারতের ২৫ কোটি মানুষ দারিদ্রসীমার উপরে উঠে আসবেন।

রাহুল তার এ নয়া প্রকল্পের নাম দিয়েছেন ‘ন্যায়’। প্রিয়াঙ্কা গান্ধী যখন আহমেদাবাদে কংগ্রেস নেতাদের আলোচনা সভায় যোগ দিতে গিয়েছিলেন, তখনই ন্যূনতম আয় প্রকল্পের নামকরণ করেছিলেন ‘ন্যায়’। যার অর্থ সুবিচার। রাহুল এ দিন বলেন, ‘একবিংশ শতাব্দীতেও দেশে গরীবের উপস্থিতি কংগ্রেস কখনও সমর্থন করে না। দারিদ্র দূরীকরণের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।’ তিনি আরও বলেন, ‘সত্যিই এটা সম্ভব। আমরা গত ৪-৫ মাস ধরে এই প্রকল্পটা নিয়ে পড়াশোনা করেছি। আমরা এমজিএনরেগা (মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীন রোজগার সুনিশ্চিত প্রকল্পের)-র প্রতিশ্রুতি দিয়েছিলাম। প্রতিশ্রুতি রেখেছিও। এ বার আমরা গরীবদের জন্য সুবিচার চাই।’ এটা অত্যন্ত ‘শক্তিশালী’, ‘প্রগতিশীল’ এবং ‘সুচিন্তিত’ একটা প্রকল্প, দাবি রাহুলের।

এমনিতেই নোটবন্দি, বেকারত্ব নিয়ে মোদীকে সারাক্ষণ বিঁধে চলেছেন রাহুল। আসন্ন লোকসভার প্রচারে এ বার রাহুল গান্ধীর অন্যতম হাতিয়ার হতে চলেছে এই ‘ন্যায়’। বিজনেস স্ট্যান্ডার্ড

  • সর্বশেষ
  • জনপ্রিয়