শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ২৫ মার্চ, ২০১৯, ১১:২০ দুপুর
আপডেট : ২৫ মার্চ, ২০১৯, ১১:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কংগ্রেস ক্ষমতায় এলে ৫ কোটি গরীব পরিবার বছরে পাবে ৭২,০০০ টাকা, প্রতিশ্রুতি রাহুলের

রাশিদ রিয়াজ : সোমবার এক সাংবাদিক সম্মেলনে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেছেন, তিনি লোকসভা নির্বাচনের পর সরকার গঠন করতে পারলে,
গরীবদের জন্য ন্যূনতম আয় নিশ্চিত করবেন। ক্ষমতায় এসেই দেশের সবথেকে গরীব ২০ শতাংশ মানুষের অ্যাকাউন্টে বছরে ৭২,০০০ টাকা দেবে তার সরকার।

নয়াদিল্লিতে ওই সাংবাদিক সম্মেলনে রাহুল বলেন, এধরনের আর্থিক সহায়তার ফলে ৫ কোটি পরিবার উপকৃত হওয়ার পাশাপাশি ভারতের ২৫ কোটি মানুষ দারিদ্রসীমার উপরে উঠে আসবেন।

রাহুল তার এ নয়া প্রকল্পের নাম দিয়েছেন ‘ন্যায়’। প্রিয়াঙ্কা গান্ধী যখন আহমেদাবাদে কংগ্রেস নেতাদের আলোচনা সভায় যোগ দিতে গিয়েছিলেন, তখনই ন্যূনতম আয় প্রকল্পের নামকরণ করেছিলেন ‘ন্যায়’। যার অর্থ সুবিচার। রাহুল এ দিন বলেন, ‘একবিংশ শতাব্দীতেও দেশে গরীবের উপস্থিতি কংগ্রেস কখনও সমর্থন করে না। দারিদ্র দূরীকরণের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।’ তিনি আরও বলেন, ‘সত্যিই এটা সম্ভব। আমরা গত ৪-৫ মাস ধরে এই প্রকল্পটা নিয়ে পড়াশোনা করেছি। আমরা এমজিএনরেগা (মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীন রোজগার সুনিশ্চিত প্রকল্পের)-র প্রতিশ্রুতি দিয়েছিলাম। প্রতিশ্রুতি রেখেছিও। এ বার আমরা গরীবদের জন্য সুবিচার চাই।’ এটা অত্যন্ত ‘শক্তিশালী’, ‘প্রগতিশীল’ এবং ‘সুচিন্তিত’ একটা প্রকল্প, দাবি রাহুলের।

এমনিতেই নোটবন্দি, বেকারত্ব নিয়ে মোদীকে সারাক্ষণ বিঁধে চলেছেন রাহুল। আসন্ন লোকসভার প্রচারে এ বার রাহুল গান্ধীর অন্যতম হাতিয়ার হতে চলেছে এই ‘ন্যায়’। বিজনেস স্ট্যান্ডার্ড

  • সর্বশেষ
  • জনপ্রিয়