শিরোনাম
◈ দেশে নিবন্ধিত কোচিং সেন্টার ৬,৫৮৭, অনিয়ন্ত্রিত আরো বহু; নীতিমালা শূন্যতায় বাড়ছে বাণিজ্যিকীকরণ ◈ অনলাইন জুয়ার অর্থ লেনদেনে দুই অভিনেত্রী গোয়েন্দা নজরে ◈ রাবি হল সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ৩৯ প্রার্থী ◈ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে যেভাবে ধরা পড়ল ৫০ প্রতারক! (ভিডিও) ◈ জামায়াত, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসসহ কয়েকটি দল যুগপৎ আন্দোলনে নাম‌ছে, কিন্তু কেন ◈ ভ্যালেন্সিয়ার জা‌লে বার্সেলোনার ৬ গোল ◈ পিআর আদায়ে আন্দোলনে রাজনৈতিক দলগুলোতে মতভেদ ◈ বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হচ্ছে ভারতীয় ২০০ কোচ ◈ ফরিদপুরে মহাসড়ক-রেলপথ অবরোধের ঘটনায় ৯০ জনের নামে মামলা ◈ জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন

প্রকাশিত : ২০ মার্চ, ২০১৯, ১০:২৫ দুপুর
আপডেট : ২০ মার্চ, ২০১৯, ১০:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবার বন্ধ বড়পুকুরিয়া খনি থেকে কয়লা উত্তোলন

শাহীন চৌধুরী: ১) দীর্ঘ দিনের ক্ষোভের কারনে আবার বন্ধ হয়ে গেছে বড়পুকুরিয়া খনি থেকে কয়লা উত্তোলন। বকেয়া বেতনের দাবিতে দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত এই খনির শ্রমিকেরা কয়লা উত্তোলন বন্ধ করে দিয়েছে। বুধবার (২০ মার্চ) দুপুর ১২টা থেকে কয়লা উত্তোলন বন্ধ করে দেয় শ্রমিকেরা।

২) সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বড়পুকুরিয়া খনির প্রোডাকশন, মেইনটেন্যান্স অ্যান্ড প্রভিসনিং সার্ভিসেস (এমপিএমএন্ডপি) চীনা ঠিকাদারী প্রতিষ্ঠান এক্সএমসি-সিএমসি কনসোর্টিয়ামের অধীনে কর্মরত প্রায় ১ হাজার দেশীয় খনি শ্রমিক ১৯ মাসের ৭২ ছুটির দিনের বেতন পাওনা রয়েছে। উল্লেখিত বকেয়া পাওনার দাবিতে শ্রমিকেরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে।

৩) এই দাবিতে চলতি মাসের ১ তারিখ থেকে ৮ তারিখ পর্যন্ত কয়লা উত্তোলন বন্ধ রাখে খুন শ্রমিকরা। পরে কর্তৃপক্ষের আশ্বাসের প্রেক্ষিতে ৯ মার্চ থেকে কয়লা উত্তোলন শুরু করে। ১১ দিনের মাথায় আবার কয়লা উত্তোলন বন্ধ করে দেয়া হয়।

৪) বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমান সংবাদ মাধ্যমকে জানান, ঠিকাদারী প্রতিষ্ঠান এক্সএমসি-সিএমসির সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিরসনের চেষ্টা করা হচ্ছে। আশা করি শিগগিরই কয়লা উত্তোলন শুরু হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়