শিরোনাম
◈ জাতিসংঘ সাধারণ পরিষদে স্বাধীন ফিলিস্তিন গঠনের পক্ষে প্রস্তাব পাস ◈ হায়দার আকবর খান রনো মারা গেছেন ◈ ডোনাল্ড লু’র ছয়দিনের সফর শুরু, ভারত ও শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশ আসছেন ১৪ মে ◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ আওয়ামী লীগ মাঠে না থাকলে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে: ওবায়দুল কাদের

প্রকাশিত : ১৭ মার্চ, ২০১৯, ০২:৫০ রাত
আপডেট : ১৭ মার্চ, ২০১৯, ০২:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আশাকরি তোমরা একত্রে থেকে তোমাদের বিভিন্ন সমস্যার সমাধান করবে, বললেন প্রধানমন্ত্রী

জিয়ারুল হক : ২. প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ডাকসু নির্বাচনে জয়ী ভিপি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীসহ সকল ছাত্রনেতারা শবিবার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করতে যান। এসময় প্রধানমন্ত্রী তাদের অভিন্দন জানান। প্রধানমন্ত্রী জয়ীদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্যে বলেন, ডাকসু নির্বাচনের ব্যাপারে আমি বলেছি, নির্বাচন হোক। তবে, কোন অস্ত্রের আওয়াজ, বোমার আওয়াজ যেন না হয়। নির্বাচন হয়েছে এবং শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। তিনি বলেন, নির্বাচনে জয়ীদের অভিনন্দন জানাই। এসময় প্রধানমন্ত্রী বলেন, আশাকরি তোমরা একসঙ্গে থেকে তোমাদের বিভিন্ন সমস্যার সমাধান করবে। একাত্তর টিভি

৩. শেখ হাসিনা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সময় অস্ত্রের ঝনঝনানি ছিলো। সেনাসমর্থিত সরকারগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্ররাজনীতিকে বিতারিত করেছিলো। ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিয়ে সন্ত্রাসের পথে ধাবিত করেছিলো। গণতন্ত্রের চর্চা ছাত্রদের করতে দেয়নি।

৪. শেখ হাসিনা বিএনপি আমলের ডাকসুর কথা উল্লেখ করে বলেন, সে সময় ছাত্রলীগ ক্যাম্পাসে থাকতে পারে নি। তাদের ছাত্রদলের ক্যাডাররা মারপিট করেছে। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিলো। তারা নিজেরা নিজেদের মধ্যে গোলাগুলি করেছে। এতে সাধারণ ছাত্রছাত্রী মারা গেছে।

৫. তিনি বলেন, গত দশ বছরে আমরা ক্যাম্পাসে কোন বোমাবাজি, গোলাগুলি করতে দেইনি। এতে ছাত্রলীগের অনেক ভূমিকা রয়েছে। তারা পড়ালেখায় মনোনিবেশ করেছে। সুস্থ রাজনীতি করেছে বলেই ঢাকা বিশ্ববিদ্যালয় শান্ত ছিলো। কোন ক্লাস বন্ধ হয়নি, সেশন জট হয়নি। ছাত্রছাত্রীরা শান্তিপূর্ণভাবে তাদের পড়ালেখা চালিয়ে যেতে পারছে।

৬. প্রধানমন্ত্রী বলেন, একসময় খালেদা জিয়া ঘোষণা করলেন যে, আওয়ামী লীগকে শায়েস্তা করতে আমার ছাত্রদলই যথেষ্ট। কিন্তু আমি ছাত্রলীগের হাতে কলম তুলে দিয়ে বলেছিলাম, অসি’র চেয়ে মসি’র জোর বেশি। তিনি বলেন, ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিয়ে ভালো রাজনীতিবিদ তৈরি করা যায় না।

৭. এসময় শেখ হাসিনা বলেন, আমি যখন আজিমপুর স্কুলে পড়ি, তখন আমরা দেয়াল টপকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবেশ দেখতে যেতাম। আন্দোলনে যোগ দিতাম। তোমরা কেন করবে না। তোমাদের জন্য রাজনীতি অনেক সহজ হয়েছে।

৮. প্রধানমন্ত্রী কোটা আন্দোলনকারীদের উদ্দেশ্য করে বলেন, আন্দোলন হবে, সে যে কোন আন্দোলন হোক। ভিসির বাড়িতে হামলা কেন? তিনি বলেন, ভিসির বাড়ি হামলা করা হলো, ভাঙচুর করা হলো, লুট করা হলো। এখানে বাইরের অনেক লোক মিশে গেলো। তাই বলবো তোমরা আন্দোলন কর, তবে পরিবেশ বিবেচনায় নিয়ে আন্দোলন করো। যাতে তোমাদের আন্দোলনে অন্য কোন সুযোগ সন্ধানিরা মিশে দেশের জনগণের জানমালের ক্ষতি করতে না পারে। এসময় শেখ হাসিনা বলেন, আমরাও তো আন্দোলন করেছি, আমরাতো ভিসির বাড়ি ভাঙিনি। ভিসির বাড়িতে হামলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে। তিনি আরো বলেন, তোমরা আন্দোলনের নামে যে পরিবেশ সৃষ্টি করলে, মধ্যরাতে মেয়েরা হল থেকে বের হয়ে রাস্তায় নেমে এলো। যদি তাদের কোন ক্ষতি হতো তোমরা আন্দোলনকারীরা কোন সমাধান দিতে পারতে? সম্পাদনায় : কায়কোবাদ মিলন

  • সর্বশেষ
  • জনপ্রিয়