শিরোনাম
◈ কোচিং সেন্টারে মিলল বিপুল অস্ত্র-বিস্ফোরক, ঘিরে রেখেছে সেনাবাহিনী ◈ কোনো চাঁদাবাজকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের যন্ত্রপাতির মেয়াদ শেষ, চালুতে অনিশ্চয়তা ও অতিরিক্ত ব্যয়ের আশঙ্কা ◈ বছর পেরিয়ে গেলেও প্রকাশ করা হয়নি উপদেষ্টাদের আয় ও সম্পদের হিসাব ◈ কবিরহাটে শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিলে অংশ নেওয়ায় ইমাম-মুয়াজ্জিনসহ ৩ জন আটক ◈ ভারতে চ‌্যা‌ম্পিয়ন্স লিগ খেলতে আস‌ছেন ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দো ◈ ছাত্রশিবির, গোপন রাজনীতি ও ডাকসু নির্বাচন নিয়ে উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ◈ আটালান্টা ফায়া‌রে যুক্তরা‌ষ্ট্রের মাইনর ক্রিকেট লিগ খেলবেন সাকিব আল হাসান ◈ আলাস্কায় ট্রাম্প–পুতিন বৈঠক শুরু, তিন বছরের রক্তক্ষয়ী ইউক্রেন যুদ্ধের অবসান কি আসন্ন? ◈ বর্তমান সংবিধানের ভিত্তিতে নির্বাচন হলে এনসিপি অংশ নিবে না: হান্নান মাসউদ

প্রকাশিত : ১৬ মার্চ, ২০১৯, ০৭:০৭ সকাল
আপডেট : ১৬ মার্চ, ২০১৯, ০৭:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিউজিল্যান্ড এখন নিরাপদ নয় বললেন কিউই ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী

স্পোর্টস ডেস্ক: ২) নিরাপত্তার দিক থেকে নিউজিল্যান্ডের অবস্থান দ্বিতীয়। সেই নিরাপত্তাকে কলঙ্কিত করলো খ্রিস্টান জঙ্গি ব্রেন্টন ট্যারেন্ট। গত শুক্রবার ক্রাইস্টচার্চে ওভালে দুটি মসজিদে হামলা করে ৪৯জন মুসল্লি নিহত হয়। সেই মসজিদে নামাজ আদায় করার কথা ছিলো বাংলাদেশ ক্রিকেট দলেরও। তবে মাত্র মিনিট কয়েকের জন্য বেঁচে গিয়েছেন তারা। এই সন্ত্রাসী হামলার পর এখন থেকে আর নিউজিল্যান্ডকে কেউ নিরাপদ রাষ্ট্র হিসেবে অভিহিত করবে না।

৩) নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইটও মনে করেন নিউজিল্যান্ড দেশকে নিরাপদ রাষ্ট্র হিসেবে বিবেচিত করা হবেনা। শুধু ক্রিকেটই নয়, যেকোনো খেলা আয়োজন করার ক্ষেত্রেই এখন নিউজিল্যান্ডকে অনিরাপদ হিসেবে দেখা হবে বলে মনে করেন তিনি। দক্ষিণ হ্যাগলি পার্কে অবস্থিত সেই মসজিদটিতে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে যথেষ্ট ক্ষতিগ্রস্ত হবেন আয়োজকরা।

৪) হোয়াইট বলেছেন, ‘এটি অত্যন্ত বেদনাদায়ক। গোটা আন্তর্জাতিক খেলার আয়োজকদের আবহ পরিবর্তন করে দিবে এটি। আমি মনে করি এখন সবক্ষেত্রেই পরিবর্তন আসবে। আমরা অবশ্যই আমাদের নিরাপত্তার ব্যাপারে গভীরভাবে চিন্তা করবো। আমি মনে করি নিউজিল্যান্ডকে নিরাপদ আবাস হিসেবে এখন আর কেউ গণ্য করবে না।’

৫) এদিকে এই নৃশংস ঘটনার পর নিজেদের সফর বাতিল করেছে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব ১৯ নারী ক্রিকেট দল। সিরিজটির ভেন্যু হিসেবে ক্রাইস্টচার্চকে ধার্য করা হয়েছিলো। শুধু তাই নয়, ঘটনাটি প্রভাব ফেলেছে নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটেও। ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট প্লাঙ্কেট শিল্ড থেকে নিজেদের সরিয়ে নিয়েছে ক্যান্টারবেরি।

৬) দলটির প্রধান নির্বাহী জেরিমি কারউইন এই প্রসঙ্গে জানিয়েছেন, ‘সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে দল একতাবদ্ধ ছিলো। এটি পরিষ্কার যে এই হৃদয়বিদারক ঘটনা মানুষকে নানাভাবে প্রভাবিত করবে। ক্যান্টারবারি ক্রিকেট আমাদের ক্রিকেটারদের সমর্থনে রয়েছে যতটা সম্ভব। আমরা পুরোপুরি তাদের সিদ্ধান্তকে সম্মান জানাই এবং আমি অনেক গর্বিত তারা যেভাবে এই প্রক্রিয়া সম্পন্ন করেছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়