রাশিদ রিয়াজ : কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবট প্রযুক্তি খাতে ইউরোপ ও যুক্তরাষ্ট্র দুবাইতে ২১’শ কোটি ডলার বিনিয়োগ করেছে। আরব বিজনেস এ খবর দিয়ে বলেছে, ২০১৫ সাল থেকে ২০১৮ সালের মধ্যে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো এ খাতে এ পরিমান সরাসরি বিনিয়োগ করেছে। ২০৩০ সালের মধ্যে এ বিনিয়োগ এখাতে বিনিয়োগ বিশ^ অর্থনীতির ৪৫ শতাংশে পৌঁছবে। দুবাইতে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে ইউরোপের কোম্পানিগুলো প্রথম ধাপে ৫.৭ ও যুক্তরাষ্ট্র ৩.৯ বিলিয়ন ডলার বিনিয়োগ করে। এরপর এ বিনিয়োগের পরিমান বাড়ছেই। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সংযুক্ত আরব আমিরাত কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বিনিয়োগ থেকে দেশটির অর্থনীতির সাড়ে ৩৩ শতাংশ অবদান পাচ্ছে। একই ধরনের অবদান উপসাগরীয় দেশগুলোতে ২৮.৮ ও মিসরে ২৮.৮ শতাংশ। সৌদি আরবে এ হার হচ্ছে সৌদি আরবে ৩১.৩ শতাংশ।