শিরোনাম
◈ জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন ◈ ডাকসুতে শিবিরের জয়—প্রচারণা, কৌশল নাকি জনপ্রিয়তা? ◈ জুলাই সনদ না মানলে প্রার্থিতা বাতিল- প্রস্তাব জামায়াতের ◈ ভয়াবহ সমুদ্রযাত্রা: ইতালির লাম্পেদুসায় পৌঁছেছে বাংলাদেশিসহ ৫০০ অভিবাসনপ্রত্যাশী ◈ কাতারে ইসরায়েলি হামলা: পরাশক্তির মিত্র হয়েও বন্ধুহীন দোহা? ◈ মুক্তিযুদ্ধ অস্বীকার করা মানে বাংলাদেশকেই অস্বীকার করা : জামায়াত নেতা আযাদ ◈ মা-বাবার কবরে চিরনিদ্রায় শায়িত হলেন ফরিদা পারভীন ◈ রিজার্ভ বেড়ে ৩০. ৫৯ বিলিয়ন মার্কিন ডলার ◈ চাঁপাইনবাবগঞ্জে ২৫ সনাতন ধর্মাবলম্বী যোগ দিলেন জামায়াতে ◈ কাঠগড়ায় যে কারনে ছাগলকাণ্ডের মতিউরকে ধমক দিলেন তাঁর স্ত্রীর

প্রকাশিত : ১৪ মার্চ, ২০১৯, ০৯:০৭ সকাল
আপডেট : ১৪ মার্চ, ২০১৯, ০৯:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকার আমাকে ব্যবহার করেছে : কুদ্দুস বয়াতি

বিনোদন প্রতিবেদক : ‘আমি গান গাইলাম বিশ্বজুড়ে, লেখাড়পায় আগাইলাম। এ দেশে যতি আমি না হইতাম, ঙ্গবন্ধু না হইত, তো এ দেশে কিন্তু কিছুই হইতো না। আমি কুদ্দস বয়াতি না হইলেও, লেখাপড়ার দিকে অসুবিধা হইতো। হ্যামিলনের বাঁশিওয়ালা বাশি বাজাইয়া ইস্কুলে নিলাম, ডিজিটালে রূপ দিলাম দেশ। কিন্তু আমি খাওন পাইলাম না, সম্মান পাইলাম না, ইজ্জত পাইলাম না। আমি রাজাকারের মতো চলছি। আমাকে রাজাকাররে যেভাবে চালায়, এভাবে চালাচ্ছে। যে কোনো সরকার আইছে, আমাকে ব্যবহার করছে। কেন ব্যবহার করবে, আমি কি পুতুল একটা?’

সম্প্রতি ফেসবুকে লাইভে এসে এভাবে ক্ষোভ আর আক্ষেপ নিয়ে কথাগুলো বলেছেন লোকগানের মহাতারকাখ্যাত গায়ক কুদ্দুস বয়াতি।

ভিডিও বার্তায় তিনি আরও বলেন, ‘আমি কাজ করেছি দেশের জন্য, শিক্ষার জন্য। কত নাটক করেছি, কত কিছু করেছি। কি জন্য করেছি, খাওয়ার জন্য করছি না? তোমরা সবাই ডিজিটাল হবে, আমি ডিজিটালে গান গাবো তোমাদের সাথে। আমার কি আশা ছিল না? কিন্তু আজকে আমার খাদ্যনালী পইচা গেলগা। নষ্ট হইয়া গেল, কার জন্য হইছে? এই বাংলাদেশের জন্য, এই গান গাওয়ার জন্য, এই সবাইকে শিক্ষিত বানানোর জন্য। প্রত্যেকটা ঐতিহ্য ঠিক রাখার জন্য আমি গাইয়া গেছিলাম।’

অতীতের কথা স্মরণ করে তিনি আরও বলেন, ‘হুমায়ূন স্যারের কথা আমার মনে আছে, সবার কথা মনে আছে। সবাই বলে, আমি সরকারি কাজ করেছি। কিন্তু সরকারের তহবিলে টাকা আসিল না, যে আমাকে একটু দেখবে। কেউ দেখলো না।’

খোঁজ নিয়ে জানা গেছে, কুদ্দুস বয়াতি বর্তমানে ভারতের রবীন্দ্রনাথ ঠাকুর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব কার্ডিয়াক সায়েন্স হাসপাতালে ভর্তি আছেন। তার সঙ্গে আছেন স্ত্রী পাপিয়া কুদ্দুস পিউ।

চিকিৎসকরা খাদ্যনালীর সমস্যার সমাধানের জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও জানান এই শিল্পী। বয়াতি আরও জানান, খাদ্যনালীর সমস্যায় শিল্পীরা যাতে না ভোগে, সে জন্য তিনি কিছু করবেন। সুস্থ হয়ে যাতে তিনি আবার দেশের মাটিতে এবং গানে ফিরতে পারেন, সে জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, ফুসফুসের সংক্রমণে আক্রান্ত হয়ে গত মাসে ঢাকার মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি হয়েছিলেন লোকগানের জনপ্রিয় গায়ক কুদ্দুস বয়াতি। উন্নত চিকিৎসার জন্য বর্তমানে ভারতের কলকাতায় অবস্থান করছেন তিনি। এর আগে গত বছর নভেম্বরে এই শিল্পীর অসুস্থতার খবর শুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র অনুদান দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়