শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ১৪ মার্চ, ২০১৯, ০২:০৬ রাত
আপডেট : ১৪ মার্চ, ২০১৯, ০২:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাফায়েল ইস্যুতে প্রধানমন্ত্রীর দফতরের বিরুদ্ধে থানায় মামলা করেছে কংগ্রেস সমর্থিত ছাত্র সংগঠন

নূর মাজিদ : ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের ছাত্র সংগঠন ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অব ইন্ডিয়া-এনএসইউআই ‘রাফায়েল’ যুদ্ধবিমান ক্রয়ে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ এনে দেশের বিভিন্ন থানায় প্রধানমন্ত্রীর দফতরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।ইকোনমিক টাইমস, বিজনেস ষ্ট্যা-ার্ড

গত মঙ্গলবার ভারতের বিভিন্ন প্রদেশের রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করে এনএসইউআই। বিক্ষোভ শেষে তারা প্রাদেশিক রাজধানীগুলোর প্রধান প্রধান থানায় গিয়ে এই অভিযোগ দায়ের করে। তবে রাজধানী দিল্লীর বিক্ষোভ শেষে পার্লামেন্ট স্ট্রীটের থানায় অভিযোগ দায়ের করা হয়।

ছাত্র সংগঠনটির দায়েরকৃত অভিযোগে বলা হয়, ‘রাফায়েল ক্রয় চুক্তিতে ব্যাপকভাবে জনস্বার্থ এবং জনগণের অর্থের অপচয় করা হয়েছে। রাষ্ট্রায়ত্ত হিন্দুস্তান অ্যারোনটিক্সকে রাফায়েল যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণের কাজ না দিয়ে মোদী তার প্রিয় শিল্পপতি মুকেশ আম্বানির রিলায়েন্স ডিফেন্সকে এই ঠিকাদারি পাইয়ে দিয়েছেন। এর মাধ্যেম তিনি প্রধানমন্ত্রী হিসেবে নিজের ক্ষমতার অপব্যবহার করেন।’

পরবর্তীতে এনএসইউআই এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানায়, মোদীর এমন অন্যায় ও অসাধু আচরণ তার কর্পোরেট বন্ধুদের লাভবান করেছে। অন্যদিকে এই পদক্ষেপ জাতীয় নিরাপত্তা এবং প্রতিরক্ষাকে ‘গভীর হুমকির’ সম্মুখীন করে। এইসব কারণ উল্লেখ করে আমরা বিভিন্ন থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছি।

এরপরে দেশের বিভিন্ন থানার দায়িতবপ্রাপ্ত কর্মকর্তার বরাতে ভারতীয় গণমাধ্যম এনএসইউআই দায়েরকৃত অভিযোগের বিষয়টি নিশ্চিত করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়