শিরোনাম
◈ নির্বাচন নিয়ে ভিন্ন অবস্থানে বিএনপি, জামায়াত আর এনসিপি ◈ হাতিয়ায় ৩ নম্বর সতর্ক সংকেত জারি, সারাদেশের সঙ্গে নৌ-যোগাযোগ বন্ধ ◈ উত্তরায় বিমান দুর্ঘটনা: বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৪০, পাঁচ জনের অবস্থা ‘ক্রিটিক্যাল’ ◈ বাংলাদেশের কাছে সিরিজ হা‌রের কার‌ণে ও‌য়েস্ট ই‌ন্ডি‌জের বিরু‌দ্ধে তারকা পেসারদের দলে ফেরালো পাকিস্তান ◈  শেরপুর সীমান্ত পথে ২১ রোহিঙ্গাকে পুশইন করল বিএসএফ! ◈ চিরনিদ্রায় শায়িত হলেন মাইলস্টোন স্কুলের বিমান দূর্ঘটনায় দগ্ধ  শিক্ষার্থী চুয়াডাঙ্গার মেয়ে মাহিয়া ◈ ‎বর্ষা মৌসুমেও পাট পচাঁনোর মতো নেই পর্যাপ্ত পানি, দুশ্চিন্তায় কৃষকরা ◈ বাংলাদেশ সুযোগ দেয়ায় শেষ ম‌্যা‌চে পাকিস্তান জি‌তে‌ছে, কামরান আকম‌লের বিস্ফোরক মন্তব্য  ◈ প্রাচীন হিন্দু মন্দির নিয়ে বৌদ্ধ-অধ্যুষিত থাইল্যান্ড-কম্বোডিয়ার রক্তক্ষয়ী সংঘাতের নেপথ্যে ◈ মাইলস্টোন ট্র্যাজেডি: হার মানলো অগ্নিদগ্ধ ১৩ বছরের শিক্ষার্থী মাকিন, নিহত বেড়ে ৩৩

প্রকাশিত : ০২ মার্চ, ২০১৯, ০৪:৫২ সকাল
আপডেট : ০২ মার্চ, ২০১৯, ০৪:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংশ্লিষ্ট ব্লগারদের মতে, ব্যক্তিগত ক্ষোভ ও স্বাধীন মতপ্রকাশের বাধা সৃষ্টি করতেই বন্ধ করা হয়েছে ‘সামহোয়্যার ইন ব্লগ

মঈন মোশাররফ : স্বাধীন মত প্রকাশের অন্যতম বড় প্ল্যাটফর্ম’র একটি হচ্ছে সামহোয়্যার ইন ব্লগ। ২ লাখ ১৩ হাজার ব্লগারের প্ল্যাটফর্ম সামহোয়্যার ইন ব্লগ। সম্প্রতি বিটিআরসি’র নির্দেশে সবগুলো আইএসপি (ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার) থেকে সামহোয়্যার ইন ব্লগ বন্ধ করে দেয়া হয়েছে। ব্লগটির বিরোদ্ধে অভিযোগ ব্লগটি বিতর্কিত ও নাস্তিকতার জন্য দায়ী। তবে সংশ্লিষ্টরা বলেন, ব্যক্তিগত ক্ষোভ ও স্বাধীন মতপ্রকাশে বাধা সৃষ্টি করতেই বন্ধ করা হয়েছে ‘সামহোয়্যার ইন ব্লগ। ডয়চে ভেলে

সামহোয়্যার ইন ব্লগের সম্পাদক ও সহ-প্রতিষ্ঠাতা সৈয়দা গুলশান ফেরদৌস নিজের ফেসুবক পোস্টে বিষয়টি পরিষ্কার লিখেছেন, অভ্রকে সমর্থন, এর পক্ষে জনমত গড়ে তোলা এবং ফোনেটিক সুবিধা ও ভার্চুয়াল কিবোর্ডের মাধ্যমে বিনাম‚ল্যে সর্বসাধারণের জন্য বাংলা লেখার অবাধ সুবিধা করে দেওয়াটা যদি জাতীয় স্বার্থের পরিপন্থি কর্মকাণ্ড এবং পর্নো ও জুয়াসাইট বলে আইনগত বিবেচিত হয়ে থাকে, তবে নির্দ্বিধায় এবং মাথা উঁচু করেই স্বীকার করছি, আমরা সামহোয়্যার ইন ব্লগ সেই কাণ্ডটা করেছি। শুধুমাত্র সে কারণেই বাংলাদেশের আইন যদি আমাকে অভিযুক্ত করে/শাস্তি দেয় আমি তা মাথা পেতে নেবো। জয় হোক মাতৃভাষা বাংলার, জয় হোক বাংলা ব্লগের, জয় হোক বাংলা ব্লগারদের, জয় হোক সত্যের।

এই প্ল্যাটফর্মের শুরুর দিকের লেখক ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ফাহমিদুল হক বলেন, আমার মনে হয় ব্যক্তিগত ক্ষোভ থেকেই এটা বন্ধ করা হয়েছে। এখানে নানা মতের মানুষ লিখেছেন। আমাদের বর্তমান আইসিটি মন্ত্রী বাংলায় লেখার ক্ষেত্রে অন্যতম বড় ভ‚মিকা রেখেছেন, সেটা আমরা স্বীকার করছি। কিন্তু যে গ্রাউন্ডে এটা বন্ধ করা হয়েছে, সেটা কি ঠিক হয়েছে?

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার বলেন, দেশে মুক্তভাবে মত প্রকাশের সব পথই রুদ্ধ করে দেয়া হয়েছে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে এটা বন্ধ করা হয়েছে। সংবাদপত্র নিয়ন্ত্রণে নেয়ার পর সামাজিক যোগাযোগের মাধ্যমেও তাদের বিরুদ্ধে কোনো লেখা তারা সহ্য করতে পারছে না। এটা তারই অংশ।

সামহোয়্যার ইন বøগ বন্ধ প্রসঙ্গে রাজনৈতিক কর্মী ও ব্লগার বাকী বিল্লাাহ বলেন, আমরা যারা শুরুর দিকে লেখালেখি শুরু করেছি, তখন কিন্তু সামহোয়্যারে লেখালেখির কারণে প্রগতিশীল আন্দোলন তৈরি হয়েছে। এমনকি যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে জনমত সৃষ্ঠিতে এই সামহোয়্যার পজেটিভ রোল প্লে করেছে। আসলে সামহোয়্যারের ওপেন মডারেশন পলিসি নিয়ে সরকারপন্থি অনেকের আপত্তি ছিলো। তারই বহিপ্রকাশ হচ্ছে এই ব্লগটি বন্ধ করে দেয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়