শিরোনাম
◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে ◈ আফগা‌নিস্তা‌নের স‌ঙ্গে চাপের মুহুর্তে নাসুম ও মুস্তাফিজের বোলিং দেখে অবাক পা‌কিস্তা‌নের রমিজ রাজা  ◈ আফগানিস্তানকে হারা‌নোর ফ‌লে আইসিসি টি-‌টো‌য়ে‌ন্টি র‌্যাং‌কিং‌য়ে বাংলাদেশের উন্ন‌তি ◈ দুবাইয়ে বিমানের যান্ত্রিক ত্রুটি, আটকা ১৭৮ যাত্রী

প্রকাশিত : ০১ মার্চ, ২০১৯, ০৫:৪০ সকাল
আপডেট : ০১ মার্চ, ২০১৯, ০৫:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অভিনেতা শামীম হাসান সরকারের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির নাম ‘লিঙ্ক’ হবে

আবু সুফিয়ান রতন: এই সময়ের দাপুটে অভিনেতা ‘ম্যাঙ্গো স্কোয়াড’ খ্যাত শামীম হাসান সরকার। বৈচিত্রময় চরিত্রে অভিনয় করে ইতোমধ্যে দর্শকপ্রিয়তা অর্জন করেছেন। সাম্প্রতিক সময়ের জনপ্রিয় এই অভিনেতাকে এবার দেখা যাবে আরো একটি ব্যতিক্রমধর্মী চরিত্রে!

না, নাটকে নয়। একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন শামীম। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির নাম ‘লিঙ্ক হবে?’ একেবারে ভিন্ন রকম গল্পের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি প্রকাশের মাধ্যমে দেশীয় অডিও ভিজুয়াল ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু করতে যাচ্ছে আরডব্লিউ এন্টারটেইনমেন্ট।

শানের গল্প ভাবনায় ‘লিঙ্ক হবে?’র চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রণক ইকরাম। লতা আচারিয়ার পরিচালনায় এতে মূল ভূমিকায় দেখা যাবে শামীম হাসান সরকারকে। তার সাথে জুটি বেঁধে এই স্বল্পদৈর্ঘ্যে অভিনয় করছেন তানিয়া বৃষ্টি। ‘লিঙ্ক হবে?’র চিত্রগ্রহণ করেছেন সানি খান, আবহ সংগীতে ছিলেন রেজওয়ান সাজ্জাদ, সম্পাদনা ও রঙবিন্যাস করেছেন সোহাগ খান এসকে।

‘লিঙ্ক হবে?’র গল্প গড়ে ওঠেছে কনজার্ভেটিভ ফ্যামিলির মেয়ে ও তার বয়ফ্রেন্ডকে ঘিরে। অন্য আট দশটি ব্ল্যাকমেইলিংয়ের ঘটনার মতো এখানেও একান্ত ব্যক্তিগত মুহূর্তকে পুঁজি করা হয়। কিন্তু একেবারে ভিন্নভাবে। গল্প যায় ঘুরে। পরেরটুকু চমকে ঠাসা। যা এখনই বলতে চাইছেন না নির্মাতা। তার প্রত্যাশা, স্বল্পদৈর্ঘ্যের এই ছবিটি দেখে সবার ভালো লাগবে।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নিয়ে শামীম সরকার বলেন, কাজটি করে ভালো লেগেছে। গল্পটি দুর্দান্ত। সচরাচর যা হয়, এই ধরনের গল্পে কোনো মেসেজ থাকে না- কেবল বাণিজ্যিক সুড়সুড়ির জন্য বানানো হয়। কিন্তু এই কাজটি সেখান থেকে একেবারেই আলাদা।

তানিয়া বৃষ্টি বলেন, আমি শর্টফিল্মে তুলনামূলকভাবে কমই কাজ করেছি। তবে এটি করার পর মনে হচ্ছে এ ধরনের কাজ নিয়মিতই করা উচিত। আশা করছি দর্শকরা ঠকবেন না।

শতাধিক মিউজিক ভিডিও নির্মাণ করেছেন লতা আচারিয়া। কিন্তু এই প্রথম কোনো ফিকশন নির্মাণ করলেন তিনি। যা শুক্রবার আরডব্লিউ এন্টারটেইনমেন্ট এর ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়