শিরোনাম
◈ এ‌শিয়া কাপ, রা‌তে আফগানিস্তা‌নের মু‌খোমু‌খি বাংলাদেশ ◈ ডাকসুর ভিপি সাদিক কায়েম: হিজাব–নন-হিজাব, সবার পোশাক ও পরিচয়ের সমান অধিকার নিশ্চিত হবে ◈ সঙ্কটে এশিয়া কাপ! দা‌বি না মান‌লে, প‌রের ম‌্যাচ আরব আ‌মিরা‌তের বিরু‌দ্ধে খেল‌বে না পাকিস্তান ◈ হ্যান্ডশেক বিতর্কে এবার মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি ◈ নেতানিয়াহুর পাশে আমেরিকা, লক্ষ্য হামাস ধ্বংস: রুবিও ◈ বিনা পাসপোর্টে ভারতে যাওয়া ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ ◈ ম‌তের মিল হ‌চ্ছে না,  জামায়াতের সাথে এনসিপির দূরত্ব তৈরি হয়েছে যে সব কারণে ◈ মৌলভীবাজারে উদ্ধার হওয়া ‘পিট ভাইপার’: কতটা বিষধর এই সবুজ বোড়া? ◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:০৯ সকাল
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঐতিহ্য ধরে রাখতে ঝিনাইদহে প্রতি বছর আয়োজন করা হয় গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা

নুর নাহার : ঝিনাইদহের বেতাই গ্রামে প্রতিবছর অনুষ্ঠিত হয় গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা। বিলুপ্তপ্রায় এই গরুর গাড়ির ঐতিহ্য ধরে রাখতে প্রতিবছর এই আয়োজন করেন স্থানীয় প্রশাসন। এবারো অনুষ্ঠিত হয় এই গরুর গাড়ি প্রতিযোগিতা। বিভিন্ন জেলা থেকে আসা এই প্রতিযোগিরা এতে অংশ নেন।

এক সময় গ্রাম বাংলার চলাচলের প্রধান বাহন ছিলো এ গরুর গাড়ি। আধুনিকতার ছোঁয়ায় এটি এখন শখের সরঞ্জাম। নতুন প্রজন্মকে গরুর গাড়ি সম্পর্কে ধারনা দিতে এবং বিলপ্তির হাত থেকে রক্ষা করতে প্রতিবছরই আয়োজন করা হয় এই দৌড়। এবারের প্রতিযোগিতায় অংশ নিয়েছে ঝিনাইদহ ছাড়াও যশোর, মাগুরা ও চুয়াডাঙ্গার ২০টি গরুর গাড়ি। ইনডিপেন্ডেট টিভি।
দর্শনার্থীরা বলেন, আমরা বন্ধুরা সবাই এসেছি এই খেলা দেখতে। আমরা প্রতিবছর আসি, অনেক দূরদুরান্ত থেকে মানুষ আসে এই খেলা উপভোগ করার জন্য।

বেতাইগ্রামে এই দিনে সকাল থেকেই থাকে উৎসবমূখর। দিনব্যাপী চলে মেলার আয়োজনও। ঝিনাইদহের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন মালিতা বলেন, গ্রামবাংলার ঐতিহ্যবাহী দৌড় প্রতিযোগিতা দিয়ে মানুষকে একটু আনন্দ দেয়ার জন্য প্রতিবছর একই দিনে আয়োজন করা হয়। এখানে পুরুষ মহিলাসহ হাজার হাজার দর্শক আসে।
খেলা শেষে বিজয়ীদের হাতে তুলে দেয়া হয় পুরষ্কার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়