শিরোনাম
◈ প‌রিচালক নাজমুল বি‌সি‌বি থে‌কে পদত‌্যাগ না করা পর্যন্ত  মাঠে নামবেন না ক্রিকেটাররা: সংবাদ স‌ম্মেল‌নে কোয়াব সভাপ‌তি ◈ সাফ ফুটসাল চ‌্যা‌ম্পিয়ন‌শি‌পে বাংলা‌দে‌শের কা‌ছে পাত্তাই পে‌লো না ভারত ◈ জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনায় তাড়াহুড়ো কেন, প্রশ্ন সিপিডির  ◈ অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত করলো বিসিবি ◈ ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষা, ৫০ আসন ফাঁকা রেখেই সমঝোতা ১০ দলের! ◈ বিপিএলের ম্যাচ দেখতে না পারায় মিরপুর স্টেডিয়ামের বাইরে বিক্ষুব্ধ জনতার ভাংচুর (ভিডিও) ◈ দাবি আদায়ে বারবার সড়ক অবরোধের প্রবণতা, দায় কার? ◈ রাস্তায় দাঁড়িয়ে নিয়োগপ্রত্যাশী শিক্ষকদের কথা শুনলেন তারেক রহমান ◈ শহীদ হাদি হত্যা মামলায় নতুন মোড়, পুনঃতদন্তের নির্দেশ ◈ জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায়মুক্তি নির্ধারণ আইন অনুমোদন 

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:০৯ সকাল
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঐতিহ্য ধরে রাখতে ঝিনাইদহে প্রতি বছর আয়োজন করা হয় গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা

নুর নাহার : ঝিনাইদহের বেতাই গ্রামে প্রতিবছর অনুষ্ঠিত হয় গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা। বিলুপ্তপ্রায় এই গরুর গাড়ির ঐতিহ্য ধরে রাখতে প্রতিবছর এই আয়োজন করেন স্থানীয় প্রশাসন। এবারো অনুষ্ঠিত হয় এই গরুর গাড়ি প্রতিযোগিতা। বিভিন্ন জেলা থেকে আসা এই প্রতিযোগিরা এতে অংশ নেন।

এক সময় গ্রাম বাংলার চলাচলের প্রধান বাহন ছিলো এ গরুর গাড়ি। আধুনিকতার ছোঁয়ায় এটি এখন শখের সরঞ্জাম। নতুন প্রজন্মকে গরুর গাড়ি সম্পর্কে ধারনা দিতে এবং বিলপ্তির হাত থেকে রক্ষা করতে প্রতিবছরই আয়োজন করা হয় এই দৌড়। এবারের প্রতিযোগিতায় অংশ নিয়েছে ঝিনাইদহ ছাড়াও যশোর, মাগুরা ও চুয়াডাঙ্গার ২০টি গরুর গাড়ি। ইনডিপেন্ডেট টিভি।
দর্শনার্থীরা বলেন, আমরা বন্ধুরা সবাই এসেছি এই খেলা দেখতে। আমরা প্রতিবছর আসি, অনেক দূরদুরান্ত থেকে মানুষ আসে এই খেলা উপভোগ করার জন্য।

বেতাইগ্রামে এই দিনে সকাল থেকেই থাকে উৎসবমূখর। দিনব্যাপী চলে মেলার আয়োজনও। ঝিনাইদহের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন মালিতা বলেন, গ্রামবাংলার ঐতিহ্যবাহী দৌড় প্রতিযোগিতা দিয়ে মানুষকে একটু আনন্দ দেয়ার জন্য প্রতিবছর একই দিনে আয়োজন করা হয়। এখানে পুরুষ মহিলাসহ হাজার হাজার দর্শক আসে।
খেলা শেষে বিজয়ীদের হাতে তুলে দেয়া হয় পুরষ্কার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়