শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:৫০ সকাল
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রনির ঝড়ো ইনিংসে জয় তুলে নিলো গাজী গ্রুপ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টে ফতুল্লায় মুখোমুখি হয় গাজী গ্রুপ ক্রিকেটার এবং বাংলাদেশ ক্রিড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। টসে হেরে ব্যাট করতে নামে গাজী গ্রুপ। বৃষ্টির কারনে কার্টেল ওভার হয়। দু’দল ১০ ওভার করে খেলে।

২৭রানের জয় পায় গাজী গ্রুফ।

ব্যাট করতে নেমে ঝড়ো ইনিংস খেলেন রনি তালুকদার ও ওয়ালিউল করিম। ৬২ রানের জুটি গড়েন এই দু’ব্যাটসম্যান। ব্যক্তিগত ২৫রান করে করিমরে উইকেট তুলে তাদের জুটি ভাঙ্গেন নওশাদ ইকবাল। দলীয় ৬৪ রানেই দ্বিতীয় উইকেট হারায় গাজী। মাত্র এক রান করে ইকবালের বলে আউট হয়ে যায় শামসুর রহমান। দলীয় ৭০ রানে তৃতীয় উইকেটের পতন হয় গাজী গ্রুপের। ইকবালের বলে বল্ড হয়ে যায় বিকেএসপির জন্য ভয়ংকর হয়ে উঠা রনি। মাত্র ১৬ বল খেলে ৪১ রান করেন তিনি। তার এই ইনিংসে চার ছক্কা ও দু’টি চার মার থাকে। এছাড়া সাজ্জাদুল ২০ (৮) মশিকুর ১৯ (১১) রান করেন। নির্ধারিত ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২৩ রান সংগ্রহ করে গাজী।

বিকেএসপির বোলার নওশাদ তিন উইকেট ও হাসান মুরাধ এক উইকেট নেয়।

১২৪ রানের লক্ষে ব্যাট করতে নেমে শূন্য রানেই উইকেট হারায় বিকেএসপি। আবু হায়দারের বলে বল্ড হয়ে যায় ফাহাদ আহম্মেদ। দলীয় ছয় রানে দু’উইকেট হারিয়ে ব্যাকপুটে যায় বিকেএসপি। দলটাকে টানিয়ে যায় আমিনুল ইসলাম ও আকবর আলী। আমিনুল ইসলাম ৩৪ রানে অপরাজিত থাকলেও ২০ বল খেলে ৪৩ রানে আউট হয়ে যায় আকবর। ৪উইকেট হারিয়ে ৯৬ রানে ইনিংস থামে বিকেএসপির।

গাজীর হয়ে দু’উইকেট নেয় আবু হায়দার রনি। দু’ওভার বল করে মাত্র এক রান দেন তিনি। মাহাদি ও মেহেদি হাসান একটি করে উইকেট নেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়