শিরোনাম
◈ ডায়াবেটিস, স্থূলতা ও হৃদ্‌রোগ থাকলে অভিবাসীদের ভিসা নাও দেওয়া হতে পারে: ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনা ◈ ‘আমি একজন হতভাগী, পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম, দয়া করে কেউ নিয়ে যাবেন’ ◈ গুলিবিদ্ধ এরশাদ উল্লাহর খোঁজ নিলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দ্রুত সুস্থতা কামনা ◈ ভারতীয় সীমান্তে সক্রিয় চক্র, দেখতে আসল কিন্তু জাল টাকা! (ভিডিও) ◈ নিউ ইয়র্কের মেয়র মামদানি উগান্ডার ক্রিকেট লিগে খেলেছেন ◈ জামায়াত নেতার ‘নো হাংকি পাংকি’ বক্তব্যের কড়া সমালোচনা করলেন মাসুদ কামাল ◈ ‘চিকেনস নেক’ বা শিলিগুড়ি করিডর: বাংলাদেশ ঘিরে কৌশলগত চাপ বাড়াতে ভারতের নতুন পদক্ষেপ ◈ ব্রাজিল ও আর্জেন্টিনার ক্লাব নিয়ে ঢাকায় হবে সুপার কাপ ফুটবল  ◈ ‌ক্রিশ্চিয়া‌নো রোনালদোর কাছে সৌদি আর‌বের চেয়ে স্পেনে গোল করা সহজ ◈ কয়েকশ কারখানা বন্ধ ও লাখো শ্রমিক বেকার, বাংলাদেশের গার্মেন্টস শিল্পের পরিস্থিতি কতটা উদ্বেগের

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:১১ দুপুর
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে কারণে পাখি ড্রেস কিনলেন নিরব

বিনোদন ডেস্ক : সামনে ঈদ, বেকার বাবার কাছে পাখি ড্রেস চেয়েছে ছোট দুই শিশু। তবে সেই জামা কিনে দেওয়ার মতো সামর্থ্য নেই বাবার। একসময় সে সিদ্ধান্ত নেয়, এই জীবন রেখে লাভ নেই। দুই সন্তানসহ তিনি আত্মহত্যা করবেন। খবরটা জেনে যায় নায়ক। নিজের জমানো টাকা দিয়ে শিশু দুটির জন্য জামা কিনেছে নায়ক। তবে মাঝপথে বাধা হয়ে দাঁড়ায় শত্রুরা। রফিক সিকদার পরিচালিত ‘হৃদয়জুড়ে’ ছবির এমন এক গল্পে নায়কের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে নিরবকে। দ্রুতই ছবির শুটিং শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন ছবির পরিচালক।

নিরবের বিপরীতে ছবিতে অভিনয় করেছেন কলকাতার নায়িকা প্রিয়াঙ্কা। নায়িকার অংশের কাজ এরই মধ্যে কলকাতায় শেষ হয়েছে।

রফিক সিকদার বলেন, ‘আগামী ২৬ তারিখের মধ্যে আমরা ছবির শুটিং শেষ করতে পারব। গত ২২ তারিখ থেকে আমরা ছবির মারামারির দৃশ্যগুলো ধারণ করছি। আরো কিছু কাজ আছে, সেগুলোর কাজ উত্তরাসহ ঢাকার আশপাশে কয়েকটি লোকেশনে করব।’

পরিচালক আরো বলেন, ‘এখন যে শুটিং হচ্ছে, তার পুরোটাই নায়ক নিরবকে কেন্দ্র করে। নায়িকার শুটিং এরই মধ্যে আমরা কলকাতায় শেষ করেছি। আশা করি, চলতি মাসে ছবির শুটিং শেষ করে, এডিটিংও শেষ করতে পারব। আগামী মাসে আমরা ছবিটি সেন্সর বোর্ডে জমা দেবো বলে ভাবছি।’

পরিচালক রফিক সিকদার এর আগে ‘ভোলা তো যায় না তারে’ শিরোনামে একটি ছবি নির্মাণ করেছিলেন। সেই ছবিতে অভিনয় করেছিলেন নিরব ও তানহা তাসনিয়া। ‘হৃদয়জুড়ে’ ছবিতে নায়ক হিসেবে আছেন নিরব। এই ছবিটি প্রযোজনা করছে ক্রিয়েটিভ মিডিয়া ওয়ার্ল্ড প্রোডাকশন। ছবিতে আরো দেখা যাবে কাজী হায়াৎ, সুচরিতা, সুব্রত, রোদেলা প্রমুখকে।

সূত্র: এনটিভি অনলাইন

  • সর্বশেষ
  • জনপ্রিয়