শিরোনাম
◈ শাহজালালে কার্গো ভিলেজে আগুনের ঘটনা নাশকতা নয়: প্রেস সচিব ◈ সব প্রতিষ্ঠানে চালু হবে আন্তঃলেনদেন ব্যবস্থা, দরকার হবে না ক্যাশ-আউট ◈ ট্রাফিক পুলিশের জরিমানার ক্ষমতাসহ শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা জারি ◈ কড়াইল বস্তিতে আগুন: নিয়ন্ত্রণে কাজ করছে ২১ ইউনিট (ভিডিও) ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার সাম‌নে থরথর করে কাঁপছে ভারতীয় ব্যাটিং, আবার হোয়াইটওয়াশের আশঙ্কা ◈ কোনো দলই সুপার ওভারে  অভ্যস্ত নয়, দেশে ফিরে জানা‌লেন আকবর আ‌লি  ◈ হিজবুল্লাহ অবশ্যই প্রভাবশালী কমান্ডার হত্যার জবাব দেবে এবং সেটা হবে অত্যন্ত বেদনাদায়ক: আরব বিশ্লেষক ◈ বেনাপোল বন্দরে আমদানি–রফতানি ৩৩৪ ট্রাক, পাসপোর্টধারী যাতায়াত ১,৯১৬ ◈ গেজেট প্রকাশ বুধবারের মধ্যে, গণভোটের ব্যালট হবে ভিন্ন রংয়ের: আইন উপদেষ্টা ◈ বিএনপি নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত: রিজভী

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:১১ দুপুর
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে কারণে পাখি ড্রেস কিনলেন নিরব

বিনোদন ডেস্ক : সামনে ঈদ, বেকার বাবার কাছে পাখি ড্রেস চেয়েছে ছোট দুই শিশু। তবে সেই জামা কিনে দেওয়ার মতো সামর্থ্য নেই বাবার। একসময় সে সিদ্ধান্ত নেয়, এই জীবন রেখে লাভ নেই। দুই সন্তানসহ তিনি আত্মহত্যা করবেন। খবরটা জেনে যায় নায়ক। নিজের জমানো টাকা দিয়ে শিশু দুটির জন্য জামা কিনেছে নায়ক। তবে মাঝপথে বাধা হয়ে দাঁড়ায় শত্রুরা। রফিক সিকদার পরিচালিত ‘হৃদয়জুড়ে’ ছবির এমন এক গল্পে নায়কের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে নিরবকে। দ্রুতই ছবির শুটিং শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন ছবির পরিচালক।

নিরবের বিপরীতে ছবিতে অভিনয় করেছেন কলকাতার নায়িকা প্রিয়াঙ্কা। নায়িকার অংশের কাজ এরই মধ্যে কলকাতায় শেষ হয়েছে।

রফিক সিকদার বলেন, ‘আগামী ২৬ তারিখের মধ্যে আমরা ছবির শুটিং শেষ করতে পারব। গত ২২ তারিখ থেকে আমরা ছবির মারামারির দৃশ্যগুলো ধারণ করছি। আরো কিছু কাজ আছে, সেগুলোর কাজ উত্তরাসহ ঢাকার আশপাশে কয়েকটি লোকেশনে করব।’

পরিচালক আরো বলেন, ‘এখন যে শুটিং হচ্ছে, তার পুরোটাই নায়ক নিরবকে কেন্দ্র করে। নায়িকার শুটিং এরই মধ্যে আমরা কলকাতায় শেষ করেছি। আশা করি, চলতি মাসে ছবির শুটিং শেষ করে, এডিটিংও শেষ করতে পারব। আগামী মাসে আমরা ছবিটি সেন্সর বোর্ডে জমা দেবো বলে ভাবছি।’

পরিচালক রফিক সিকদার এর আগে ‘ভোলা তো যায় না তারে’ শিরোনামে একটি ছবি নির্মাণ করেছিলেন। সেই ছবিতে অভিনয় করেছিলেন নিরব ও তানহা তাসনিয়া। ‘হৃদয়জুড়ে’ ছবিতে নায়ক হিসেবে আছেন নিরব। এই ছবিটি প্রযোজনা করছে ক্রিয়েটিভ মিডিয়া ওয়ার্ল্ড প্রোডাকশন। ছবিতে আরো দেখা যাবে কাজী হায়াৎ, সুচরিতা, সুব্রত, রোদেলা প্রমুখকে।

সূত্র: এনটিভি অনলাইন

  • সর্বশেষ
  • জনপ্রিয়