শিরোনাম
◈ 'হাসিনার রায়ের দিন কেন বন্দরের চুক্তি স্বাক্ষর হল', প্রশ্ন আব্দুন নূর তুষারের (ভিডিও) ◈ প্রথম খেল‌তে নে‌মেই তা‌মি‌মের সেঞ্চু‌রি, ঢাকা - রাজশাহী ম‌্যাচ ড্র  ◈ রায়ের দিন কলকাতায় আ'লীগের কেন্দ্রীয় কমিটির নেতাদের মিটিং (ভিডিও) ◈ ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল ◈ হাসিনাকে যে কারণে ফেরত দেবে না ভারত ◈ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলছে  ◈ রাজধানীতে ১০ মাসে ১৯৮ হত্যাকাণ্ড: ডিএমপি ◈ বড় জয়ে নারী কাবা‌ডি বিশ্বকাপ শুরু ভারতের ◈ আবেদনের ‘পাঁচ মিনিটেই’কুয়েতে মিলছে ফ্যামিলি ভিজিট ভিসা ◈ সাত কলেজ নিয়ে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার সিদ্ধান্ত

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:১১ দুপুর
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে কারণে পাখি ড্রেস কিনলেন নিরব

বিনোদন ডেস্ক : সামনে ঈদ, বেকার বাবার কাছে পাখি ড্রেস চেয়েছে ছোট দুই শিশু। তবে সেই জামা কিনে দেওয়ার মতো সামর্থ্য নেই বাবার। একসময় সে সিদ্ধান্ত নেয়, এই জীবন রেখে লাভ নেই। দুই সন্তানসহ তিনি আত্মহত্যা করবেন। খবরটা জেনে যায় নায়ক। নিজের জমানো টাকা দিয়ে শিশু দুটির জন্য জামা কিনেছে নায়ক। তবে মাঝপথে বাধা হয়ে দাঁড়ায় শত্রুরা। রফিক সিকদার পরিচালিত ‘হৃদয়জুড়ে’ ছবির এমন এক গল্পে নায়কের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে নিরবকে। দ্রুতই ছবির শুটিং শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন ছবির পরিচালক।

নিরবের বিপরীতে ছবিতে অভিনয় করেছেন কলকাতার নায়িকা প্রিয়াঙ্কা। নায়িকার অংশের কাজ এরই মধ্যে কলকাতায় শেষ হয়েছে।

রফিক সিকদার বলেন, ‘আগামী ২৬ তারিখের মধ্যে আমরা ছবির শুটিং শেষ করতে পারব। গত ২২ তারিখ থেকে আমরা ছবির মারামারির দৃশ্যগুলো ধারণ করছি। আরো কিছু কাজ আছে, সেগুলোর কাজ উত্তরাসহ ঢাকার আশপাশে কয়েকটি লোকেশনে করব।’

পরিচালক আরো বলেন, ‘এখন যে শুটিং হচ্ছে, তার পুরোটাই নায়ক নিরবকে কেন্দ্র করে। নায়িকার শুটিং এরই মধ্যে আমরা কলকাতায় শেষ করেছি। আশা করি, চলতি মাসে ছবির শুটিং শেষ করে, এডিটিংও শেষ করতে পারব। আগামী মাসে আমরা ছবিটি সেন্সর বোর্ডে জমা দেবো বলে ভাবছি।’

পরিচালক রফিক সিকদার এর আগে ‘ভোলা তো যায় না তারে’ শিরোনামে একটি ছবি নির্মাণ করেছিলেন। সেই ছবিতে অভিনয় করেছিলেন নিরব ও তানহা তাসনিয়া। ‘হৃদয়জুড়ে’ ছবিতে নায়ক হিসেবে আছেন নিরব। এই ছবিটি প্রযোজনা করছে ক্রিয়েটিভ মিডিয়া ওয়ার্ল্ড প্রোডাকশন। ছবিতে আরো দেখা যাবে কাজী হায়াৎ, সুচরিতা, সুব্রত, রোদেলা প্রমুখকে।

সূত্র: এনটিভি অনলাইন

  • সর্বশেষ
  • জনপ্রিয়