শিরোনাম
◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা ◈ ভারতের নেপাল নীতিতে 'রিসেট বাটন' চাপলেন মোদি, শিক্ষা বাংলাদেশের কাছ থেকে

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:১০ সকাল
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যতীন সরকার বললেন, আমরা মাতৃভাষার সম্মান রক্ষার্থে চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দিয়েছি

সানিম আহমেদ : শিক্ষাবিদ অধ্যাপক যতীন সরকার বলেছেন, ফেব্রুয়ারি মাস ভাষার মাস। ভাষা শহীদের মাস। ভাষা শহীদদের প্রতি মর্যাদা প্রদান করে তেমন গুরুত্বপূর্ণ বই আজো প্রকাশিত হয়নি। আগে কিছু বই এসেছিলো, লিখেছিলেন বশির আল হেলাল, আহমেদ রফিক, ভাষা মতিন। এদের লেখা বইতে ভাষা আন্দোলনের প্রতিচ্ছবি দেখতে পাওয়া যায়। এখনো ভাষা আন্দোলনের শহীদদের সম্পর্কে যথাযথ তথ্য সংগৃহীত হতে পারেনি। এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমরা ভাষা শহীদদের উত্তরাধিকার বহন করছি। ভাষা আন্দোলন থেকেই স্বাধীনতা যুদ্ধ পেয়েছি। আমরা মাতৃভাষার সম্মান রক্ষার্থে চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দিয়েছি। বাংলা ভাষাকে যথাযথ মর্যাদা দিতে পারিনি। পাশ্চাত্য আমাদের গ্রাস করে ফেলেছে। আমরা মাতৃভাষায় যথেষ্ট শিক্ষিত নই। আমরা সচেতন নই। চেষ্টাও করি না। আমরা শিক্ষার অন্য ক্ষেত্র যেমন বিজ্ঞান, সমাজ বিজ্ঞান এসব ক্ষেত্রে মাতৃভাষার শিক্ষা দিতে পারিনি। আমাদের বর্তমান প্রজন্ম ইংরেজি ভাষার দিকে ঝুঁকেছে। উচ্চবিত্ত, মধ্যবিত্ত এমনকি সাধারণরাও আজ ইংরেজি চর্চা করে। বাংলা ভাষার শিক্ষা দেয়ার মতো তেমন ভালো কোনো বইপত্র নেই। আমরা বাংলাকে হেলায় হারিয়েছি। ইংরেজির মাধ্যমে জ্ঞান-বিজ্ঞানের সাথে আমরা পরিচিত হতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। আমরা বাইরের সম্পদ আনতে পারি বড় বড় জাহাজ দিয়ে, কিন্তু ঘরে ঘরে পৌঁছাতে ডিঙি নৌকার দরকার।
বাংলা একাডেমি বইমেলা চলছে। এ বছরের বইমেলায় আমার প্রবন্ধের বই এসেছে, প্রত্যয়, প্রতিজ্ঞা, প্রতিভা। পাওয়া যাচ্ছে ভাষা প্রকাশে। আর শুদ্ধ স্বর প্রকাশনী থেকে আগে বেরিয়েছিলো আমার রবীন্দ্র অবলোকন। এ বছর এসেছে ‘আমার নজরুল অবলোকন’ আর আমার কিশোরবেলা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়