শিরোনাম
◈ সন্ত্রাসী অপরাধে গ্রেপ্তারদেরও নিজেদের কর্মী দাবী করছে বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী ◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:২৭ দুপুর
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এডিপির বাস্তবায়ন লক্ষ্য ছুঁতে চায় সরকার

কালাম আঝাদ: এডিপির (বার্ষিক উন্নয়ন প্রোগ্রাম) বাস্তবায়ন লক্ষ্য ছুঁতে চায় সরকার। সেজন্য উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নে বাড়তি জোর দেওয়া হচ্ছে। দীর্ঘদিন পর ২০১৭-১৮ অর্থবছরে এডিপির সম্পূর্ণ বাস্তবায়ন হয়েছে। অর্থাৎ বরাদ্দকৃত সম্পূর্ণ অর্থ খরচ করতে সক্ষম হয়েছে সরকার। এর আগে ২০০০-০১ অর্থবছরে বরাদ্দকৃত অর্থের চেয়েও বেশি খরচ হয়েছিল। আর বরাদ্দের সম-পরিমাণ খরচ হয়েছিল টানা ১৯৭১-৭২ থেকে ১৯৭৫-৭৬ অর্থবছর পর্যন্ত। পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি অর্থবছরে এডিপির বরাদ্দ ধরা হয়েছে ১ লাখ ৮০ হাজার ৮৬৯ কোটি টাকা। অর্থবছরের প্রথম ছয় মাসে মন্ত্রণালয় ও বিভাগগুলো খরচ করেছে ৪৯ হাজার ৫৯৫ কোটি টাকা। এ সময়ে এডিপি বাস্তবায়নের হার দাঁড়িয়েছে ২৭ দশমিক ৪২ শতাংশ। ২০১৭-১৮ অর্থবছরের একই সময়ে খরচ হয়েছিল ৪৪ হাজার ৩৩৯ কোটি টাকা। ২০১৬-১৭ অর্থবছরে খরচ হয় ৩৩ হাজার ৫৫৪ কোটি টাকা, ২০১৫-১৬ অর্থবছরে ২৩ হাজার ৭৭৭ কোটি টাকা ও ২০১৪-১৫ অর্থবছরে ২৩ হাজার ৭৯৫ কোটি টাকা।

মুঠোফোনে যোগাযোগ করা হলে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, এডিপির ব্যয় না হওয়ার বড় কারণ উন্নয়ন প্রকল্প কম থাকা। উন্নয়ন প্রকল্পগুলোর কাজে দেরি হওয়ার কারণেই ব্যয় কম হয়। কোনো উন্নয়ন প্রকল্প শুরু করতে দেরি হয়ে যায়।
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, বার্ষিক উন্নয়ন প্রকল্প শনাক্তে আরও জোর দেওয়া উচিত।
পরিকল্পনা মন্ত্রণালয়ের ‘ফ্লো অব এক্সটার্নাল রিসোর্সেস ইনটু বাংলাদেশ’ ও অন্যান্য সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্বাধীনতার পর ৪৭ বছরের বাজেটে ৩১ বার এডিপি বরাদ্দ কমানো হয়েছে। বেড়েছে ১০ বার। বাড়ে বা কমেনি ৬ বার।

তথ্যমতে, ১৯৭১-৭২ থেকে ২০১৭-১৮ অর্থবছর পর্যন্ত বার্ষিক উন্নয়ন প্রকল্পগুলোতে বরাদ্দ হওয়া অর্থ খরচ হয়নি ৩১ বার। ১৯৭৬-৭৭ অর্থবছর থেকে চালু হওয়া আরএডিপিতেই (রিভাইজড অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম) ব্যয়ের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। সেবার ১ হাজার ২২২ কোটি টাকা এডিপি ধরা হলেও ব্যয় হয় ১ হাজার ৫ কোটি ৭১ লাখ টাকা। এছাড়া ১৯৭৭-৭৮ অর্থবছরে এডিপি বরাদ্দ ছিল ১ হাজার ২৭৮ কোটি ৫০ লাখ টাকা, ব্যয় হয় ১ হাজার ২০২ কোটি ৯৪ লাখ টাকা; ১৯৮০-৮১ অর্থবছরে বরাদ্দ ২ হাজার ৭শ কোটি টাকা, ব্যয় ২ হাজার ৩৬৯ কোটি টাকা; ১৯৮১-৮২ অর্থবছরে বরাদ্দ ৩ হাজার ১৫ কোটি টাকা, ব্যয় ২ হাজার ৭১৫ কোটি ২৫ লাখ টাকা; ১৯৮৪-৮৫ অর্থবছরে বরাদ্দ ৩ হাজার ৮৯৫ কোটি ৯৭ লাখ টাকা, ব্যয় ৩ হাজার ৪৯৮ কোটি ৪২ লাখ টাকা; ১৯৮৬-৮৭ অর্থবছরে বরাদ্দ ৪ হাজার ৭৬৩ কোটি ৯৯ লাখ টাকা, ব্যয় ৪ হাজার ৫১২ কোটি ৪৯ লাখ টাকা; ১৯৮৭-৮৮ অর্থবছরে বরাদ্দ ৫ হাজার ৪৫ কোটি ৯৯ লাখ টাকা, ব্যয় ৪ হাজার ৬৫০ কোটি ৫৯ লাখ টাকা; ১৯৮৮-৮৯ অর্থবছরে বরাদ্দ ৮ হাজার ৩১৫ কোটি টাকা, ব্যয় ৪ হাজার ৫৯৫ কোটি ৩৪ লাখ টাকা; ১৯৮৯-৯০ অর্থবছরে বরাদ্দ ৫ হাজার ৮০৩ কোটি ২ লাখ টাকা, ব্যয় ৫ হাজার ১০২ কোটি ৭৬ লাখ টাকা; ১৯৯১-৯২ অর্থবছরে বরাদ্দ ৭ হাজার ৫শ কোটি টাকা, ব্যয় ৭ হাজার ১৫০ কোটি টাকা; ১৯৯২-৯৩ অর্থবছরে বরাদ্দ ৮ হাজার ৬৫০ কোটি টাকা, ব্যয় ৮ হাজার ১২১ কোটি টাকা; ১৯৯৩-৯৪ অর্থবছরে বরাদ্দ ৯ হাজার ৭৫০ কোটি টাকা, ব্যয় ৯ হাজার ৬শ কোটি টাকা; ১৯৯৫-৯৬ অর্থবছরে বরাদ্দ ১২ হাজার ১শ কোটি টাকা, ব্যয় ১০ হাজার ৪৪৭ কোটি টাকা; ১৯৯৬-৯৭ অর্থবছরে বরাদ্দ ১২ হাজার ৫শ কোটি টাকা, ব্যয় ১১ হাজার ৭শ কোটি টাকা; ১৯৯৭-৯৮ অর্থবছরে বরাদ্দ ১২ হাজার ৮শ কোটি টাকা, ব্যয় ১২ হাজার ২শ কোটি টাকা; ২০০১-০২ অর্থবছরে বরাদ্দ ১৯ হাজার কোটি টাকা, ব্যয় ১৬ হাজার কোটি টাকা; ২০০২-০৩ অর্থবছরে বরাদ্দ ১৯ হাজার ২শ কোটি টাকা, ব্যয় ১৭ হাজার ১শ কোটি ১ লাখ টাকা; ২০০৩-০৪ অর্থবছরে বরাদ্দ ২০ হাজার ৩শ কোটি টাকা, ব্যয় ১৯ হাজার কোটি টাকা; ২০০৪-০৫ অর্থবছরে বরাদ্দ ২২ হাজার কোটি টাকা, ব্যয় ২০ হাজার ৫শ কোটি টাকা; ২০০৫-০৬ অর্থবছরে বরাদ্দ ২৪ হাজার ৫শ কোটি টাকা, ব্যয় ২১ হাজার ৫শ কোটি টাকা; ২০০৬-০৭ অর্থবছরে বরাদ্দ ২৬ হাজার কোটি টাকা, ব্যয় ২১ হাজার ৬শ কোটি টাকা; ২০০৭-০৮ অর্থবছরে বরাদ্দ ২৬ হাজার ৫শ কোটি টাকা, ব্যয় ২২ হাজার ৫শ কোটি টাকা; ২০০৮-০৯ অর্থবছরে বরাদ্দ ২৫ হাজার ৬শ কোটি টাকা, ব্যয় ২৩ হাজার কোটি টাকা; ২০০৯-১০ অর্থবছরে বরাদ্দ ৩০ হাজার ৫শ কোটি টাকা, ব্যয় ২৮ হাজার ৫শ কোটি টাকা; ২০১০-১১ অর্থবছরে বরাদ্দ ৩৮ হাজার ৫শ কোটি টাকা, ব্যয় ব্যয় ৩৫ হাজার ৮শ কোটি টাকা; ২০১১-১২ অর্থবছরে বরাদ্দ ৪৬ হাজার কোটি টাকা, ব্যয় ৪১ হাজার কোটি টাকা; ২০১১-১২ অর্থবছরে বরাদ্দ ৪৬ হাজার কোটি টাকা, ব্যয় ৪১ হাজার কোটি টাকা; ২০১২-১৩ অর্থবছরে বরাদ্দ ৫২ হাজার ৩৬৬ কোটি টাকা, ব্যয় ৫০ হাজার ২৬ কোটি টাকা; ২০১৩-১৪ অর্থবছরে বরাদ্দ ৬৫ হাজার ৮৭০ কোটি টাকা, ব্যয় ৬০ হাজার কোটি টাকা; ২০১৪-১৫ অর্থবছরে বরাদ্দ ৮৬ হাজার কোটি টাকা, ব্যয় ৭৭ হাজার ৮৩৬ কোটি টাকা; ২০১৫-১৬ অর্থবছরে বরাদ্দ ৯৭ হাজার কোটি টাকা, ব্যয় ৯১ হাজার কোটি টাকা।
টানা ১৯৭১-৭২ থেকে ১৯৭৫-৭৬ অর্থবছর এবং ২০১৬-১৭ অর্থবছরে বরাদ্দ হওয়া বার্ষিক উন্নয়ন প্রকল্পতে কোনো কাটছাঁট হয় নি। আর ১৯৭৮-৭৯, ১৯৭৯-৮০, ১৯৮২-৮৩, ১৯৮৩-৮৪, ১৯৮৫-৮৬, ১৯৯০-৯১, ১৯৯৪-৯৫, ১৯৯৮-৯৯, ১৯৯৯-২০০০ ও ২০০০-২০০১ অর্থবছরের বাজেটের এডিপি পরে বাড়ানো হয়েছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়