আহমেদ জাফর : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অগ্নিকাণ্ডে যেসব ব্যবসায়ী ও কর্মকর্তা মারা গেছে ও ক্ষতিগ্রস্ত হয়েছে সরকারের পক্ষ থেকে তাদেরকে সহায়তা করা হবে। বৃহস্পতিবার( ২১ ফেব্রুয়ারি) রাজধানীর চকবাজারে অগ্নিকাণ্ডের স্থান পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, এদের ঘটনা খুবই মর্মান্তিক। পুরনো ঢাকায় আগুনে পুড়ে নির্মম ক্ষয়ক্ষতির কবলে পড়াদের পাশে সরকার আছে। একই সাথে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দরকার হলে ব্যবস্থা নেয়া হবে। এই ঘটনা কি কারণে ঘটছে প্রশাসন তদন্ত করবে।
তিনি বলেন, নিমতলির ট্র্যাজেডির পরেও যে ঘটনা ঘটলো তা আমাদের জন্য শিক্ষা। এমন ঘটনা যেন না ঘটে সেই পদক্ষেপ নেওয়া হবে। তদন্ত রিপোর্ট পাওয়া সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মেয়র সহায়তা চাইলে আমরা সহায়তা দেব। এসব কেমিক্যাল কারখানা সরানোর জন্য আমরা সকল ধরনের সহায়তা দেব। যদি মেয়র সহায়তা চান। সরকার সব ধরনের ব্যবস্থা নেবে।
এখন পর্যন্ত ৭০ জনের মৃত্যুর খবর এসেছে। আর আহত ৪১ জন। কিন্তু ঘটনাস্থলের অনেকে বলছেন মৃতের সংখ্যা ৯০ বেশি হতে পারে বলে জানান এলাকাবাসী।
ঢাকা সিটি করপোরেশন উত্তরের মেয়রর প্রার্থী আতিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করতে এসে সাংবাদিকদের বলেন, কেমিক্যাল বা দাহ্য পদার্থের ব্যবসার জন্য আলাদা এলাকা প্রয়োজন।
সংশ্লিশ্ট কর্তৃপক্ষের উদাসীনতার কারণেই নিমতলীর পর আবারও পুরান এধরনের র্ঘটনা ঘটলো। তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, ব্যবসায়ী নির্দিষ্ট নিয়ম মেনে ব্যবসা করা দরকার। এদুর্ঘটনা থেকে ব্যবসাযীদের শিক্ষা নিতে হবে।