শিরোনাম
◈ বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি বিশ্বকাপ দ‌লে নেই শান্ত ◈ হলফনামায় চমক: জোনায়েদ সাকির চেয়ে স্ত্রীর সম্পদ অনেক বেশি ◈ নি‌জের মাঠেই হোঁচট খে‌লো লিভারপুল ◈ বাছাইয়ের প্রথম দিনে বিএনপি-জামায়াতসহ হেভিওয়েট যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হলো ◈ গণভোটে ‘হ্যাঁ’ দিলে কী পাবেন, ‘না’ দিলে কী পাবেন না ◈ বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নাসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল ◈ ৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ (ভিডিও) ◈ খালেদা জিয়ার ভারতের জলপাইগুড়িতে জন্ম ও শৈশব নিয়ে যা জানা যায় ◈ ২১ বছর পর চূড়ান্ত হলো জাতীয় নগর উন্নয়ন নীতিমালা, নগরায়ণে নতুন দিশা দিচ্ছে সরকার ◈ আমি আমার মতো করেই রাজনীতি চালিয়ে যাব: রুমিন ফারহানা

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:১৯ রাত
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিএসএল সম্প্রচারের জন্য নতুন চুক্তি করেছে পিসিবি

স্পোর্টস ডেস্ক: ১৪ ফেব্রুয়ারি কাশ্মিরের পুলওয়ামায় হামলার জের ধরে পাকিস্তানের সঙ্গে চলমান চতুর্থ পিএসএলের মাঝপথ থেকেই সম্প্রচারের দায়িত¦ প্রত্যাহার করে নেয় ভারতের আইএমজি-রিলায়েন্স গ্রুপ।

হঠাৎ সম্প্রচার কর্তৃপক্ষের এভাবে সরে যাওয়ার কারণে কিছুটা বিপাকেই পড়তে হয়েছে পিএসএল কর্তৃপক্ষকে। তবে খুব দ্রুততার সঙ্গেই তারা নতুন সম্প্রচারকারীর সাথে চুক্তি করেছে। আজ থেকেই নতুন কর্তৃপক্ষ সম্প্রচার করবে পিএসএলের বাকি ম্যাচগুলো।

পাকিস্তান ভিত্তিক ব্লিটজ অ্যান্ড ট্রান্স গ্রুপ এবারের পিএসএলের ম্যাচগুলো সম্প্রচার করবে। পিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ড আজ ঘোষণা করছে যে, ব্লিজ অ্যান্ড ট্রান্সের একটি কন্সোর্টিয়াম পাকিস্তান সুপার লিগের ম্যাচগুলো আয়োজনের দায়িত¦ নিয়েছে।’

কন্সোর্টিয়ামটির পরিচয় দিতে গিয়ে পিসিবি জানিয়েছে, ‘ব্লিটজ হচ্ছে পাকিস্তানে পিসিবির ব্রডকাস্ট পার্টনার। আর ট্রান্স গ্রুপ হচ্ছে পাকিস্তানের একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান।’

কাশ্মিরের পুলওয়ামায় আত্মঘাতি বোমা হামলার তিনদিন পরই গত রোববার পিএসএলের খেলা সম্প্রচার না করার সিদ্ধান্ত নেয় আইএমজি রিলায়েন্স গ্রুপ। শুধু তাই নয়, ডি স্পোর্টসের ওপর দায়িত¦ ছিল ভারতে পিএসএলের খেলা সম্প্রচার করা। তারাও ঘোষণা দেয়, ভারতে তারা আর পিএসএল সম্প্রচার করবে না। এছাড়া ক্রিকেটগেটওয়ে নামক একটি ওয়েবসাইট আগের দুই আসরে পিএসএলের খেলা অনলাইন কভারেজের দায়িত¦ পালন করেছিল। এবার তারাও ঘোষণা দিয়েছে, ভারতে অনলাইনে পিএসএলের খেলা সম্প্রচার করবে না।

আইএমজি রিলায়েন্স গ্রুপ সরে যাওয়ার দুইদিনের মধ্যেই নতুন ব্রডকাস্টারের সাথে চুক্তি করে নিয়েছে পিসিবি। যাতে করে তাদের এই ঘরোয়া ফ্রাঞ্চাইজি ট্রুর্নামেন্টটির খেলা সম্প্রচারে বিঘ্ন সৃষ্টি না হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়