শিরোনাম
◈ তারেক রহমানের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আসিফ মাহমুদের ◈ মিয়ানমারে বিয়ের অনুষ্ঠান ও দোয়া মাহফিলে জান্তার বিমান হামলা: নারী-শিশুসহ নিহত ২৭ ◈ আমেরিকা তাঁকে ১৫ মিনিট দিয়েছিল সিদ্ধান্ত নিতে – কথামতো চলো, নয়তো মরবে: ভিডিও ফাঁস ◈ যুক্তরাষ্ট্র-চীনের কূটনৈতিক লড়াই বাংলাদেশে কতটা প্রভাব ফেলবে? ◈ বিদেশে কর্মসংস্থান ও শিক্ষায় বাধায় বিপর্যস্ত প্রবাসী বাংলাদেশি ◈ দিল্লি থেকে অডিও বার্তায় বাংলাদেশ রাজনীতি নিয়ে বিস্ফোরক বক্তব্য শেখ হাসিনার ◈ হাসিনা আপার কর্মী-সমর্থকদের বিপদে ফেলে রেখে গেছেন, আমরা তাদের পাশে আছি : মির্জা ফখরুল ◈ অনূর্ধ্ব ১৯ বিশ্বকা‌পে যুক্তরাষ্ট্রকে হারিয়ে সুপার সিক্সে বাংলাদেশ ◈ আইসিজেতে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের দাবি নাকচ বাংলাদেশের ◈ বিসিবির আপিল বাতিল, কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছেন জয় শাহ

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:১৯ রাত
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিএসএল সম্প্রচারের জন্য নতুন চুক্তি করেছে পিসিবি

স্পোর্টস ডেস্ক: ১৪ ফেব্রুয়ারি কাশ্মিরের পুলওয়ামায় হামলার জের ধরে পাকিস্তানের সঙ্গে চলমান চতুর্থ পিএসএলের মাঝপথ থেকেই সম্প্রচারের দায়িত¦ প্রত্যাহার করে নেয় ভারতের আইএমজি-রিলায়েন্স গ্রুপ।

হঠাৎ সম্প্রচার কর্তৃপক্ষের এভাবে সরে যাওয়ার কারণে কিছুটা বিপাকেই পড়তে হয়েছে পিএসএল কর্তৃপক্ষকে। তবে খুব দ্রুততার সঙ্গেই তারা নতুন সম্প্রচারকারীর সাথে চুক্তি করেছে। আজ থেকেই নতুন কর্তৃপক্ষ সম্প্রচার করবে পিএসএলের বাকি ম্যাচগুলো।

পাকিস্তান ভিত্তিক ব্লিটজ অ্যান্ড ট্রান্স গ্রুপ এবারের পিএসএলের ম্যাচগুলো সম্প্রচার করবে। পিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ড আজ ঘোষণা করছে যে, ব্লিজ অ্যান্ড ট্রান্সের একটি কন্সোর্টিয়াম পাকিস্তান সুপার লিগের ম্যাচগুলো আয়োজনের দায়িত¦ নিয়েছে।’

কন্সোর্টিয়ামটির পরিচয় দিতে গিয়ে পিসিবি জানিয়েছে, ‘ব্লিটজ হচ্ছে পাকিস্তানে পিসিবির ব্রডকাস্ট পার্টনার। আর ট্রান্স গ্রুপ হচ্ছে পাকিস্তানের একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান।’

কাশ্মিরের পুলওয়ামায় আত্মঘাতি বোমা হামলার তিনদিন পরই গত রোববার পিএসএলের খেলা সম্প্রচার না করার সিদ্ধান্ত নেয় আইএমজি রিলায়েন্স গ্রুপ। শুধু তাই নয়, ডি স্পোর্টসের ওপর দায়িত¦ ছিল ভারতে পিএসএলের খেলা সম্প্রচার করা। তারাও ঘোষণা দেয়, ভারতে তারা আর পিএসএল সম্প্রচার করবে না। এছাড়া ক্রিকেটগেটওয়ে নামক একটি ওয়েবসাইট আগের দুই আসরে পিএসএলের খেলা অনলাইন কভারেজের দায়িত¦ পালন করেছিল। এবার তারাও ঘোষণা দিয়েছে, ভারতে অনলাইনে পিএসএলের খেলা সম্প্রচার করবে না।

আইএমজি রিলায়েন্স গ্রুপ সরে যাওয়ার দুইদিনের মধ্যেই নতুন ব্রডকাস্টারের সাথে চুক্তি করে নিয়েছে পিসিবি। যাতে করে তাদের এই ঘরোয়া ফ্রাঞ্চাইজি ট্রুর্নামেন্টটির খেলা সম্প্রচারে বিঘ্ন সৃষ্টি না হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়