শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:২৮ দুপুর
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সর্বত্র বাংলা ভাষার শুদ্ধ ব্যবহারের দাবিতে শেরপুরে বর্ণ মিছিল

তপু সরকার হারুন: সর্বত্র বাংলা ভাষার শুদ্ধ ব্যবহারের দাবিতে শেরপুরে বর্ণ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ঝিনাইগাতী উপজেলা শাখার আয়োজনে আজ (বুধবার) সকালে বর্ণ সম্বলিত একটি মিছিল ঝিনাইগাতী ঐতিহাসিক আমতলা থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে থানামোড়ে এসে শেষ হয়।

মিছিল শেষে আয়োজিত সমাবেশে আয়োজক সংগঠনের সভাপতি জহুরুল হক মিলনের সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, মানবাধিকারকর্মী জাহিদুল হক মনির প্রমূখ।

বক্তারা বলেন, বর্তমানে তরুণরা পাশ্চাত্যের সাথে তাল মিলিয়ে কথার বলার সময় বাংলা ভাষার শব্দের পরিবর্তে ইংরেজি-হিন্দী ও আঞ্চলিক শব্দের বেশি ব্যবহার করছে। আর এভাবে চলতে থাকলে শুদ্ধ বাংলা ভাষার শুদ্ধ ব্যবহার হুমকিতে পড়বে। তাই তাদেরকে শুদ্ধ বাংলা ভাষা শেখার ব্যাপারে উদ্বুদ্ধ করতে হবে।

এ বিষয়ে অভিবাবক,  শিক্ষক ও অভিজ্ঞদের সচেতন হওয়ার আহবান ও সর্বত্র বাংলা ভাষার শুদ্ধ ব্যবহারের দাবি জানান।

বর্ণমিছিলে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় এক হাজার নাগরিক অংশ গ্রহণ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়