শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:২৮ দুপুর
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সর্বত্র বাংলা ভাষার শুদ্ধ ব্যবহারের দাবিতে শেরপুরে বর্ণ মিছিল

তপু সরকার হারুন: সর্বত্র বাংলা ভাষার শুদ্ধ ব্যবহারের দাবিতে শেরপুরে বর্ণ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ঝিনাইগাতী উপজেলা শাখার আয়োজনে আজ (বুধবার) সকালে বর্ণ সম্বলিত একটি মিছিল ঝিনাইগাতী ঐতিহাসিক আমতলা থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে থানামোড়ে এসে শেষ হয়।

মিছিল শেষে আয়োজিত সমাবেশে আয়োজক সংগঠনের সভাপতি জহুরুল হক মিলনের সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, মানবাধিকারকর্মী জাহিদুল হক মনির প্রমূখ।

বক্তারা বলেন, বর্তমানে তরুণরা পাশ্চাত্যের সাথে তাল মিলিয়ে কথার বলার সময় বাংলা ভাষার শব্দের পরিবর্তে ইংরেজি-হিন্দী ও আঞ্চলিক শব্দের বেশি ব্যবহার করছে। আর এভাবে চলতে থাকলে শুদ্ধ বাংলা ভাষার শুদ্ধ ব্যবহার হুমকিতে পড়বে। তাই তাদেরকে শুদ্ধ বাংলা ভাষা শেখার ব্যাপারে উদ্বুদ্ধ করতে হবে।

এ বিষয়ে অভিবাবক,  শিক্ষক ও অভিজ্ঞদের সচেতন হওয়ার আহবান ও সর্বত্র বাংলা ভাষার শুদ্ধ ব্যবহারের দাবি জানান।

বর্ণমিছিলে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় এক হাজার নাগরিক অংশ গ্রহণ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়