শিরোনাম
◈ অভিবাসন নীতিতে কঠোরতা; ইউরোপ না ছাড়লে হতে পারে দীর্ঘ সময়ের জেল ◈ ঋণের ফাঁদে আমরা ইতিমধ্যেই পড়েছি—এনবিআর চেয়ারম্যানের সতর্কবার্তা ◈ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে যে কঠোর বার্তা দিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য দেশি পর্যবেক্ষক নিবন্ধন সম্পন্ন: ইসি অনুমোদন দিয়েছে ৮১ সংস্থাকে ◈ মঞ্চে গালি দেওয়ায় ঘাড়ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়া হলো সাবেক সমন্বয়ককে, ভিডিও ভাইরাল ◈ আসিফ আকবর–ওমর সানীর ‘শব্দযুদ্ধ’ চরমে: ব্যক্তিজীবন নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ সানীর ভিডিওবার্তা ভাইরাল ◈ জাতীয় সংগীত গাইতে গাইতে প্রিজনভ্যানে ট্রাইব্যুনাল ছাড়লেন পলক (ভিডিও) ◈ দেশের মা‌টি‌তে ৩ ফরম্যাটের সিরিজ খেলে জাতীয় দল থে‌কে অবসর নি‌তে চান সাকিবআল হাসান ◈ যুদ্ধ বিধস্ত সি‌রিয়া ও ফি‌লি‌স্তিন ফিফা আরব কাপের কোয়ার্টার ফাইনালে ◈ জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে করা রিট খারিজ

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:২৪ সকাল
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তথ্যপ্রযুক্তির রপ্তানি লক্ষ্য অর্জনে দেশকে ব্রডব্যান্ডের আওতায় আনার দাবি

মারুফুল আলম : তথ্যপ্রযুক্তির অন্তত ৭০ থেকে ৭৫ শতাংশ প্রতিষ্ঠানই রাজধানীতে। এসব প্রতিষ্ঠানের হাত ধরেই গেলো বছরে প্রায় ১'শ কোটি ডলার রপ্তানি হয়েছে। যা ২০২১ সালের মধ্যে ৫শ’ কোটিতে নিয়ে যেতে চায় সরকার। কিন্তু সেজন্য দেশজুড়ে ব্রডব্যান্ডের দ্রæতগতির ইন্টারনেটের সম্প্রসারন চান উদ্যোক্তারা। ডিবিসি নিউজ।

উদ্যোক্তাদের দাবি, ২০২১ সাল নাগাদ তথ্য ও প্রযুক্তিপণ্য রপ্তানির লক্ষ্যপূরণ করতে আগামী ৩ বছরে ৫ গুণ বাড়াতে হবে। সেজন্য পুরো দেশকে ব্রডব্যান্ড ইন্টারনেটের আওতায় আনতে হবে। আবার বিদেশে টাকা পাঠানোর সীমাবদ্ধতা থাকায় অনেক ক্ষেত্রেই রপ্তানি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই এ সংক্রান্ত নীতিকে আরও নমনীয় করার তাগিদ দিয়েছেন তারা।

দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে গেছে মোবাইল সেবা। মুঠোফোনে ইন্টারনেটও ব্যবহার করছেন গ্রাম উপজেলার গ্রাহকরা। কিন্তু ব্রডব্যান্ড এখনও সুলভ নয়। থাকলেও তা ধীরগতিসম্পন্ন। লিডস কর্পোরেশন লিমিটেডের সিইও রানা সোহেল বলেন, ৪জি মোবাইল দিয়ে প্রোগ্রামিং বা কোন সফটওয়্যার এর কাজ করা যাবে না। এর জন্য আরো ব্যান্ডউইথ লাগবে, শক্তিশালী ফাইবার অপটিক, ভালো নেটওয়ার্ক থাকতে হবে। তাহলেই কাজ করা সম্ভব।

সমস্যা আরও আছে। বিদেশে কাজ করতে হলে, মাঝে মধ্যেই প্রয়োজনীয় অর্থ স্থানান্তর করতে পারেন না। যে কারণে ভিনদেশী সরকারের বিভিন্ন প্রকল্পে কাজ করার সুযোগ সংকুচিত হয় দেশীয় প্রতিষ্ঠানের। বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি ফারহানা এ রহমান বলেন, বছরে প্রায় ৩০ হাজার ডলারের মত অ্যামাউন্ট আমাদের বাইরে পাঠানোর সুযোগ আছে, কিন্তু এটা যথেষ্ট না। কারণ এক্সপোর্ট বাড়াতে হলে ব্র্যান্ডিং করতে হবে, মার্কেটিং এজেন্টকে পে করতে হবে, এজন্য সার্ভার খরচ দিতে হয়। এমন অনেক সার্ভিস আছে যা আমাদের দেশের বাইরে থেকে নিতে হয়। তাই এমন একটি পলিসি করা দরকার যাতে আমাদের এসব সমস্যার সম্মুখীন হতে না হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়